ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ জয়ের পরও হতাশ ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। সেই হতাশার কারণও আছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে আর ক’টি রান বেশি করলে যে এ সংস্করণে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পেয়ে যেতে পারতেন তিনি। শেষ পর্যন্ত ভারতের সিরিজ জয়ী ম্যাচে ৫৩ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার, হন ম্যাচসেরাও।
কে বলবে জিম্বাবুয়ের এই দলটিই সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিল! আজ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের করা ১৫৩ রান তাড়া করে হেসেখেলে জিতেছে ভারত। পেয়েছে ১০ উইকেটের এই জয় দিয়ে ৩-১ ব্যবধানে সিরিজেও জিতে নিল টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা।
হারারাতে আজ জিম্বাবুয়ের জন্য ছিল সিরিজ রক্ষার ম্যাচ অন্যদিকে সিরিজ জয়ের লক্ষ্যেই নেমেছিল ভারত। এমন ম্যাচে অসহায় আত্মসমর্পণ করল সিকান্দার রাজার দল।
টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। দুই ওপেনার ওয়েসলে মাধেবেরের ও তাদিওয়ানশে মারুমানির দুর্দান্ত ব্যাটিংয়ে ভালো শুরু পায় জিম্বাবুয়ে। প্রথম উইকেট পেতে ভারতকে অপেক্ষা করতে হয়েছে ৮.৪ ওভার পর্যন্ত। দলীয় ৬৩ রানে মারুমানির (৩২) উইকেট নিয়ে ওপেনিং জুটি ভাঙেন অভিষেক শর্মা।
প্রথম উইকেট পতনের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। দলের অধিনায়ক সিকান্দার রাজা ছাড়া বাকিরা ছিলেন আসা যাওয়ার মধ্যেই। রাজার ২৮ বলে ৪৬ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৫২ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। ভারতের হয়ে সেরা বোলার খালিদ আহমেদ ৩১ রান খরচ করে নিয়েছেন দুই উইকেট।
রান তাড়ায় প্রথম থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে থাকে ভারত। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও শুবমান গিলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই ৬১ রান তুলে নেয় ভারত। জিম্বাবুয়ের বোলারদের কোনো সুযোগই দেননি এই দুই ব্যাটার। গিলের অপরাজিত ৫২ রানের সঙ্গে জয়সওয়াল ৯৩ রানে দাপুটে জয় পায় ভারত।
এই জয়ে সিরিজ নির্ধারণ হয়ে যাওয়ায় পরের ম্যাচটি দুই দলের শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার। আগামীকালই নিয়ম রক্ষার ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত-জিম্বাবুয়ে।
ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ জয়ের পরও হতাশ ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। সেই হতাশার কারণও আছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে আর ক’টি রান বেশি করলে যে এ সংস্করণে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পেয়ে যেতে পারতেন তিনি। শেষ পর্যন্ত ভারতের সিরিজ জয়ী ম্যাচে ৫৩ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার, হন ম্যাচসেরাও।
কে বলবে জিম্বাবুয়ের এই দলটিই সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিল! আজ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের করা ১৫৩ রান তাড়া করে হেসেখেলে জিতেছে ভারত। পেয়েছে ১০ উইকেটের এই জয় দিয়ে ৩-১ ব্যবধানে সিরিজেও জিতে নিল টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা।
হারারাতে আজ জিম্বাবুয়ের জন্য ছিল সিরিজ রক্ষার ম্যাচ অন্যদিকে সিরিজ জয়ের লক্ষ্যেই নেমেছিল ভারত। এমন ম্যাচে অসহায় আত্মসমর্পণ করল সিকান্দার রাজার দল।
টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। দুই ওপেনার ওয়েসলে মাধেবেরের ও তাদিওয়ানশে মারুমানির দুর্দান্ত ব্যাটিংয়ে ভালো শুরু পায় জিম্বাবুয়ে। প্রথম উইকেট পেতে ভারতকে অপেক্ষা করতে হয়েছে ৮.৪ ওভার পর্যন্ত। দলীয় ৬৩ রানে মারুমানির (৩২) উইকেট নিয়ে ওপেনিং জুটি ভাঙেন অভিষেক শর্মা।
প্রথম উইকেট পতনের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। দলের অধিনায়ক সিকান্দার রাজা ছাড়া বাকিরা ছিলেন আসা যাওয়ার মধ্যেই। রাজার ২৮ বলে ৪৬ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৫২ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। ভারতের হয়ে সেরা বোলার খালিদ আহমেদ ৩১ রান খরচ করে নিয়েছেন দুই উইকেট।
রান তাড়ায় প্রথম থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে থাকে ভারত। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও শুবমান গিলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই ৬১ রান তুলে নেয় ভারত। জিম্বাবুয়ের বোলারদের কোনো সুযোগই দেননি এই দুই ব্যাটার। গিলের অপরাজিত ৫২ রানের সঙ্গে জয়সওয়াল ৯৩ রানে দাপুটে জয় পায় ভারত।
এই জয়ে সিরিজ নির্ধারণ হয়ে যাওয়ায় পরের ম্যাচটি দুই দলের শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার। আগামীকালই নিয়ম রক্ষার ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত-জিম্বাবুয়ে।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৭ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে