সীমিত ওভারের ক্রিকেটের কিংবদন্তিতুল্য নাম ক্রিস গেইল। ব্যাট হাতে যিনি চার-ছক্কা হাঁকাতেই প্রস্তুত থাকেন সব সময়। বিধ্বংসী ব্যাটারদের তালিকা করলে নিশ্চিতভাবে তাঁর নাম থাকবে ওপরের দিকে। অনেক আগেই ব্যাটিংয়ের জন্য নিজেকে ‘ইউনিভার্স বস’ ঘোষণা করেছেন। এবার নিজেকে সর্বকালের সেরা অফ স্পিনার ঘোষণা করলেন ‘জ্যামাইকান ঝড়’।
ব্যাটিংয়ে অনন্য সব কীর্তির জন্য নিজেকে সেরা দাবি করতেই পারেন গেইল। এ নিয়ে কেউ দ্বিমত হয়তো করবে না, কিন্তু নিজেকে সর্বকালের সেরা অফ স্পিনার দাবি করা উইন্ডিজ ক্রিকেটারের ক্ষেত্রে অতিরঞ্জিত। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর চেয়ে অনেক ভালো মানের অফ স্পিনার আছেন, যাঁরা নিজেদের সেরা বলে দাবি করতে পারেন। থাকলে কী হবে, তাঁরা তো আর গেইলের মতো ঘোষণা দিতে পারেন না। ‘ইউনিভার্স বস’ এই দিক থেকে অনন্য। ক্রিকইনফোকে সাক্ষাৎকার দেওয়ার সময় মজার ছলে হাসতে হাসতে এমনটা জানিয়েছেন ক্যারিবিয়ান তারকা।
গেইল ক্রিকইনফোর হোস্ট রৌনক কাপুরকে বলেছেন, ‘তুমি কি জানো? আমার বোলিং সহজাত। নিশ্চিতভাবে আমাকে বল করতে হবে। আমি সর্বকালের সেরা অফ স্পিনার। নিশ্চিতভাবে মুত্তিয়া মুরালিধরন এই প্রতিযোগিতা করবে না। আমার বোলিং ইকোনমি সেরা। এমনকি সুনীল নারাইন এর ধারে কাছে নেই।’
আন্তর্জাতিক সংস্করণে ২৬০ উইকেট নেওয়া গেইলের সাক্ষাৎকারটি মূলত ছিল নতুন সংস্করণ ‘সিক্সটি’ টুর্নামেন্টকে কেন্দ্র করে। এই আসরের উদ্বোধনী সংস্করণে খেলার জন্য মারকুটে ব্যাটার মুখিয়ে আছেন। এমনকি সিক্সটি’তে খেলার জন্য সিপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন গেইল। টুর্নামেন্টের শুভেচ্ছা দূতও করা হয়েছে তাঁকে। এ প্রসঙ্গে গেইল বলেছেন, ‘মাঠে ফেরার জন্য বেশ রোমাঞ্চ অনুভব করছি। খেলাটাকে মিস করছিলাম। নিজেকে আবার শিশু মনে হচ্ছে, অভিষেক ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। আবার পুরোনো রূপে ফিরতে হবে। আমি ঠিকই আছি, তবে আরেকটু প্রস্তুতি নিয়ে খেলার মানসিকতা তৈরি করতে হবে।’
৬০ বলের এই টুর্নামেন্ট আজকে শুরু হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। সব ম্যাচ হবে ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে। টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করছে।
সীমিত ওভারের ক্রিকেটের কিংবদন্তিতুল্য নাম ক্রিস গেইল। ব্যাট হাতে যিনি চার-ছক্কা হাঁকাতেই প্রস্তুত থাকেন সব সময়। বিধ্বংসী ব্যাটারদের তালিকা করলে নিশ্চিতভাবে তাঁর নাম থাকবে ওপরের দিকে। অনেক আগেই ব্যাটিংয়ের জন্য নিজেকে ‘ইউনিভার্স বস’ ঘোষণা করেছেন। এবার নিজেকে সর্বকালের সেরা অফ স্পিনার ঘোষণা করলেন ‘জ্যামাইকান ঝড়’।
ব্যাটিংয়ে অনন্য সব কীর্তির জন্য নিজেকে সেরা দাবি করতেই পারেন গেইল। এ নিয়ে কেউ দ্বিমত হয়তো করবে না, কিন্তু নিজেকে সর্বকালের সেরা অফ স্পিনার দাবি করা উইন্ডিজ ক্রিকেটারের ক্ষেত্রে অতিরঞ্জিত। আন্তর্জাতিক অঙ্গনে তাঁর চেয়ে অনেক ভালো মানের অফ স্পিনার আছেন, যাঁরা নিজেদের সেরা বলে দাবি করতে পারেন। থাকলে কী হবে, তাঁরা তো আর গেইলের মতো ঘোষণা দিতে পারেন না। ‘ইউনিভার্স বস’ এই দিক থেকে অনন্য। ক্রিকইনফোকে সাক্ষাৎকার দেওয়ার সময় মজার ছলে হাসতে হাসতে এমনটা জানিয়েছেন ক্যারিবিয়ান তারকা।
গেইল ক্রিকইনফোর হোস্ট রৌনক কাপুরকে বলেছেন, ‘তুমি কি জানো? আমার বোলিং সহজাত। নিশ্চিতভাবে আমাকে বল করতে হবে। আমি সর্বকালের সেরা অফ স্পিনার। নিশ্চিতভাবে মুত্তিয়া মুরালিধরন এই প্রতিযোগিতা করবে না। আমার বোলিং ইকোনমি সেরা। এমনকি সুনীল নারাইন এর ধারে কাছে নেই।’
আন্তর্জাতিক সংস্করণে ২৬০ উইকেট নেওয়া গেইলের সাক্ষাৎকারটি মূলত ছিল নতুন সংস্করণ ‘সিক্সটি’ টুর্নামেন্টকে কেন্দ্র করে। এই আসরের উদ্বোধনী সংস্করণে খেলার জন্য মারকুটে ব্যাটার মুখিয়ে আছেন। এমনকি সিক্সটি’তে খেলার জন্য সিপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন গেইল। টুর্নামেন্টের শুভেচ্ছা দূতও করা হয়েছে তাঁকে। এ প্রসঙ্গে গেইল বলেছেন, ‘মাঠে ফেরার জন্য বেশ রোমাঞ্চ অনুভব করছি। খেলাটাকে মিস করছিলাম। নিজেকে আবার শিশু মনে হচ্ছে, অভিষেক ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি। আবার পুরোনো রূপে ফিরতে হবে। আমি ঠিকই আছি, তবে আরেকটু প্রস্তুতি নিয়ে খেলার মানসিকতা তৈরি করতে হবে।’
৬০ বলের এই টুর্নামেন্ট আজকে শুরু হচ্ছে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। সব ম্যাচ হবে ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে। টুর্নামেন্টে ছয়টি দল অংশগ্রহণ করছে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৬ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৭ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৮ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৯ ঘণ্টা আগে