Ajker Patrika

আগামী বছরও চেন্নাইয়ের অধিনায়ক থাকছেন ধোনি

আগামী বছরও চেন্নাইয়ের অধিনায়ক থাকছেন ধোনি

রবীন্দ্র জাদেজার নেতৃত্বে হাবুডুবু খেতে থাকা চেন্নাই সুপার কিংসকে বাঁচাতে আবারও দলের হাল ধরেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁকে ছাড়া দলের কী হাল হয় বুঝতে পেরে আগামী বছরও চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়ার ঝুঁকি নিচ্ছেন না ভারতের সাবেক অধিনায়ক।

এবারের টুর্নামেন্টে শুধু ক্রিকেটার হিসেবেই বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই দলে খেলার কথা ছিল ধোনি। নেতৃত্বে ছিলেন জাদেজা। প্রথম আট ম্যাচে তলানিতে থাকা চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়েন জাদেজা। দলকে টেনে তুলতে ১ মে আবারও নেতৃত্বে ফেরেন ধোনি। ফিরেই দলকে ফেরান জয়ের পথে। পরের মৌসুমেও তাই থাকবেন বলে ইয়ান বিশপকে জানিয়েছেন চেন্নাইকে চার শিরোপা জেতানো অধিনায়ক। 

বিশপের সঙ্গে আলাপচারিতায় স্টার স্পোর্টসকে ধোনি বলেছেন, ‘অবশ্যই আমি আগামী বছর খেলব। কারণ খুবই সাধারণ: চেন্নাইয়ের হয়ে না খেলাটা আর সমর্থকদের ধন্যবাদ না জানানোটা হবে অন্যায়। তবে আগামী বছরই আমার শেষ বছর কিনা সেটা বলা কঠিন কারণ দুই বছরের মধ্যে কিছু একটা অনুমান করা যায় না। তবে কঠিন পরিশ্রম করেই আমি আগামী বছর খেলব।’

নিজের কথাতেই অবস্থান পরিষ্কার করে দিয়েছেন ধোনি। বয়স ৪১ বছর চললেও এখনই যাচ্ছেন না অবসরে। নতুন করে নেতৃত্বে ফেরার দিনেও এখনই ‘অবসর’ নয় বলে ধারাভাষ্যকার ড্যানি মরিসনকে জানিয়েছিলেন ভারতকে দুই বিশ্বকাপ জেতানো অধিনায়ক।  

১৪ ম্যাচে মাত্র চার জয়ে পয়েন্ট টেবিলের নয়ে অবস্থান চারবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের। ৬ পয়েন্টে সবার নিচে পাঁচবারের সেরা মুম্বাই ইন্ডিয়ানস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত