রবীন্দ্র জাদেজার নেতৃত্বে হাবুডুবু খেতে থাকা চেন্নাই সুপার কিংসকে বাঁচাতে আবারও দলের হাল ধরেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁকে ছাড়া দলের কী হাল হয় বুঝতে পেরে আগামী বছরও চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়ার ঝুঁকি নিচ্ছেন না ভারতের সাবেক অধিনায়ক।
এবারের টুর্নামেন্টে শুধু ক্রিকেটার হিসেবেই বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই দলে খেলার কথা ছিল ধোনি। নেতৃত্বে ছিলেন জাদেজা। প্রথম আট ম্যাচে তলানিতে থাকা চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়েন জাদেজা। দলকে টেনে তুলতে ১ মে আবারও নেতৃত্বে ফেরেন ধোনি। ফিরেই দলকে ফেরান জয়ের পথে। পরের মৌসুমেও তাই থাকবেন বলে ইয়ান বিশপকে জানিয়েছেন চেন্নাইকে চার শিরোপা জেতানো অধিনায়ক।
বিশপের সঙ্গে আলাপচারিতায় স্টার স্পোর্টসকে ধোনি বলেছেন, ‘অবশ্যই আমি আগামী বছর খেলব। কারণ খুবই সাধারণ: চেন্নাইয়ের হয়ে না খেলাটা আর সমর্থকদের ধন্যবাদ না জানানোটা হবে অন্যায়। তবে আগামী বছরই আমার শেষ বছর কিনা সেটা বলা কঠিন কারণ দুই বছরের মধ্যে কিছু একটা অনুমান করা যায় না। তবে কঠিন পরিশ্রম করেই আমি আগামী বছর খেলব।’
নিজের কথাতেই অবস্থান পরিষ্কার করে দিয়েছেন ধোনি। বয়স ৪১ বছর চললেও এখনই যাচ্ছেন না অবসরে। নতুন করে নেতৃত্বে ফেরার দিনেও এখনই ‘অবসর’ নয় বলে ধারাভাষ্যকার ড্যানি মরিসনকে জানিয়েছিলেন ভারতকে দুই বিশ্বকাপ জেতানো অধিনায়ক।
১৪ ম্যাচে মাত্র চার জয়ে পয়েন্ট টেবিলের নয়ে অবস্থান চারবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের। ৬ পয়েন্টে সবার নিচে পাঁচবারের সেরা মুম্বাই ইন্ডিয়ানস।
রবীন্দ্র জাদেজার নেতৃত্বে হাবুডুবু খেতে থাকা চেন্নাই সুপার কিংসকে বাঁচাতে আবারও দলের হাল ধরেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁকে ছাড়া দলের কী হাল হয় বুঝতে পেরে আগামী বছরও চেন্নাইয়ের নেতৃত্ব ছাড়ার ঝুঁকি নিচ্ছেন না ভারতের সাবেক অধিনায়ক।
এবারের টুর্নামেন্টে শুধু ক্রিকেটার হিসেবেই বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই দলে খেলার কথা ছিল ধোনি। নেতৃত্বে ছিলেন জাদেজা। প্রথম আট ম্যাচে তলানিতে থাকা চেন্নাইয়ের অধিনায়কত্ব ছাড়েন জাদেজা। দলকে টেনে তুলতে ১ মে আবারও নেতৃত্বে ফেরেন ধোনি। ফিরেই দলকে ফেরান জয়ের পথে। পরের মৌসুমেও তাই থাকবেন বলে ইয়ান বিশপকে জানিয়েছেন চেন্নাইকে চার শিরোপা জেতানো অধিনায়ক।
বিশপের সঙ্গে আলাপচারিতায় স্টার স্পোর্টসকে ধোনি বলেছেন, ‘অবশ্যই আমি আগামী বছর খেলব। কারণ খুবই সাধারণ: চেন্নাইয়ের হয়ে না খেলাটা আর সমর্থকদের ধন্যবাদ না জানানোটা হবে অন্যায়। তবে আগামী বছরই আমার শেষ বছর কিনা সেটা বলা কঠিন কারণ দুই বছরের মধ্যে কিছু একটা অনুমান করা যায় না। তবে কঠিন পরিশ্রম করেই আমি আগামী বছর খেলব।’
নিজের কথাতেই অবস্থান পরিষ্কার করে দিয়েছেন ধোনি। বয়স ৪১ বছর চললেও এখনই যাচ্ছেন না অবসরে। নতুন করে নেতৃত্বে ফেরার দিনেও এখনই ‘অবসর’ নয় বলে ধারাভাষ্যকার ড্যানি মরিসনকে জানিয়েছিলেন ভারতকে দুই বিশ্বকাপ জেতানো অধিনায়ক।
১৪ ম্যাচে মাত্র চার জয়ে পয়েন্ট টেবিলের নয়ে অবস্থান চারবারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ের। ৬ পয়েন্টে সবার নিচে পাঁচবারের সেরা মুম্বাই ইন্ডিয়ানস।
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৮ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৯ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
১০ ঘণ্টা আগেনিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা
১০ ঘণ্টা আগে