ক্রীড়া ডেস্ক
নিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা কুড়ান, কিন্তু সম্প্রতি ব্যাট হাতে ভালো অবস্থায় নেই তিনি।
লিটন আত্মবিশ্বাসী নেতৃত্ব পাওয়ায় আবার রানের ফুলঝুরিও হতে পারে, ‘অধিনায়কত্ব বিষয়ে আমার রোল মডেল কেউই না। অধিনায়কত্ব ছাড়াও আমি খারাপ খেলেছি। এখন অধিনায়ক হয়ে আসছি। এটা বিপরীতও হতে পারে, অধিনায়ক হয়ে আসার পর ভালোও খেলতে পারি।’
নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ভালো কিছু উপহার দেওয়ার আশা লিটনের, ‘স্বাভাবিক, এটা তো ইতিবাচকই। কারণ আপনি যখন একটা লম্বা সময়ের জন্য সুযোগ পাবেন আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। এখন দেখার বিষয় হচ্ছে এই সময়ের ভেতরে আমি আমার দলকে গুছিয়ে নিতে পারি। আমি অনেক আশাবাদী এটা নিয়ে যে লম্বা সময়ের একটা চিন্তা-ধারা থাকলে। আমার হাতে যে খেলোয়াড়গুলো আছে ভালো কিছুই উপহার দিতে পারব।’
লিটনের স্বপ্ন তাঁর হাত ধরে বড় কিছু অর্জন করবে বাংলাদেশ, ‘এখানে জেদের কিছু নেই। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড় তারা চায় পারফর্ম করতে। প্রত্যেকটা অধিনায়ক বাংলাদেশের সে চায় তার দলটা জিতুক। সুতরাং আমিও ব্যতিক্রম কিছু না। আমি চাইব আমার হাত ধরে যেন বড় কিছু হয় বা আমি যেন যেকোনো সিরিজে গিয়ে জিততে পারি—লক্ষ্য একটাই।’
নেতৃত্বে কোনো চাপ দেখছেন না লিটন, ‘চাপের কিছু নাই। আমি যেটা আগেও বললাম অধিনায়ক ছিলাম না তখনো পারফর্ম খারাপ করেছি। এখানে এমন না যে অধিনায়ক হলে আবার খারাপ হবে। এটা একটা বাড়তি সুবিধা হতেও পারে। যেহেতু একটা সুযোগ এসেছে—আমরা সবাই বিশ্বাস করি যে যারা ইতিবাচকভাবে চিন্তা করে তারা এক-দুদিন পরেও ফলটা আসে। আমি ওই জায়গায় আছি। চেষ্টা করব ইতিবাচকভাবে চিন্তা করার যেন ফলটা আমার দিকে নিয়ে আসতে পারি।’
নিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছে বাংলাদেশ দল। এ ছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণে ছন্দে নেই তারা। তবে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া, তাঁর হাতে ধরে যেন এই সংস্করণে যেন ভালো কিছু হয়। নেতৃত্ব নিয়ে এ উইকেটরক্ষক-ব্যাটার বেশ প্রশংসা কুড়ান, কিন্তু সম্প্রতি ব্যাট হাতে ভালো অবস্থায় নেই তিনি।
লিটন আত্মবিশ্বাসী নেতৃত্ব পাওয়ায় আবার রানের ফুলঝুরিও হতে পারে, ‘অধিনায়কত্ব বিষয়ে আমার রোল মডেল কেউই না। অধিনায়কত্ব ছাড়াও আমি খারাপ খেলেছি। এখন অধিনায়ক হয়ে আসছি। এটা বিপরীতও হতে পারে, অধিনায়ক হয়ে আসার পর ভালোও খেলতে পারি।’
নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ভালো কিছু উপহার দেওয়ার আশা লিটনের, ‘স্বাভাবিক, এটা তো ইতিবাচকই। কারণ আপনি যখন একটা লম্বা সময়ের জন্য সুযোগ পাবেন আপনি অনেক কিছু চিন্তা করতে পারবেন। এখন দেখার বিষয় হচ্ছে এই সময়ের ভেতরে আমি আমার দলকে গুছিয়ে নিতে পারি। আমি অনেক আশাবাদী এটা নিয়ে যে লম্বা সময়ের একটা চিন্তা-ধারা থাকলে। আমার হাতে যে খেলোয়াড়গুলো আছে ভালো কিছুই উপহার দিতে পারব।’
লিটনের স্বপ্ন তাঁর হাত ধরে বড় কিছু অর্জন করবে বাংলাদেশ, ‘এখানে জেদের কিছু নেই। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই যারা আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড় তারা চায় পারফর্ম করতে। প্রত্যেকটা অধিনায়ক বাংলাদেশের সে চায় তার দলটা জিতুক। সুতরাং আমিও ব্যতিক্রম কিছু না। আমি চাইব আমার হাত ধরে যেন বড় কিছু হয় বা আমি যেন যেকোনো সিরিজে গিয়ে জিততে পারি—লক্ষ্য একটাই।’
নেতৃত্বে কোনো চাপ দেখছেন না লিটন, ‘চাপের কিছু নাই। আমি যেটা আগেও বললাম অধিনায়ক ছিলাম না তখনো পারফর্ম খারাপ করেছি। এখানে এমন না যে অধিনায়ক হলে আবার খারাপ হবে। এটা একটা বাড়তি সুবিধা হতেও পারে। যেহেতু একটা সুযোগ এসেছে—আমরা সবাই বিশ্বাস করি যে যারা ইতিবাচকভাবে চিন্তা করে তারা এক-দুদিন পরেও ফলটা আসে। আমি ওই জায়গায় আছি। চেষ্টা করব ইতিবাচকভাবে চিন্তা করার যেন ফলটা আমার দিকে নিয়ে আসতে পারি।’
দ্বিতীয় স্তরের ঘরোয়া ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে একের পর এক লাঞ্ছনার শিকার হচ্ছেন রেফারিরা। পরশু সিটি ক্লাব ও বাফুফে এলিট একাডেমির মধ্যকার ম্যাচের দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হন রেফারি জি এম চৌধুরী নয়ন।
৪ ঘণ্টা আগেগার্ডিয়ান, ইএসপিএন এফসির মতো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের অনলাইনে কি তাহলে তথ্যবিভ্রাটই হলো! তাদের দাবি, ব্রাজিল ফুটবল ফেডারশনের ১১০ বছরের ইতিহাসে কার্লো আনচেলত্তিই তাদের প্রথম বিদেশি কোচ। কিন্তু নানা তথ্য-উপাত্ত বলছে, আনচেলত্তি ব্রাজিলের প্রথম বিদেশি কোচ নন। এর আগেও ব্রাজিল জাতীয় দলে তিনজন বিদেশি কোচ
৫ ঘণ্টা আগেতাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি।
৫ ঘণ্টা আগেদেশে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতির পর আগামী পরশু সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। নতুন অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে স্বাগতিকদের সঙ্গে দুটি টি-টোয়েন্টি খেলবে তারা। তারপরই পাকিস্তান সফরের কথা। প্রথম অ্যাসাইনমেন্টের আগে নতুন অধিনায়ক লিটন জানিয়েছেন, কুড়ি ওভারের সংস্করণে ভালো করতে হলে ডট বলের সংখ্যা
৬ ঘণ্টা আগে