ক্রীড়া ডেস্ক
তাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি। কাজও শুরু করবেন এ মাসের ২৬ তারিখ থেকে। আজ এক বিবৃতিতে ইতালিয়ান আনচেলত্তির সঙ্গে চুক্তি হওয়ার কথা নিশ্চিত করেছে সিবিএফ।
সিবিএফের বিবৃতিতে বলা হয়েছে, ‘সিবিএফ অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছে যে, ব্রাজিল জাতীয় ফুটবল দলের পরবর্তী প্রধান কোচ হতে যাচ্ছেন আনচেলত্তি।
পরশু উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোয় ধরাশায়ী হয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের ২৪ ঘণ্টাও পার হয়নি, তার আগেই আনচেলত্তিকে নিয়োগের কথা জানাল সিবিএফ। অবশ্য তাঁর ব্রাজিলের তাঁর যোগ দেওয়ায় কোনো প্রভাব রাখেনি পরশুর এল ক্লাসিকোর ফলাফল। এ নিয়ে চলতি মৌসুমে চার বার বার্সেলোনার কাছে হেরেছে রিয়াল। আর চার ম্যাচেই আনচেলত্তির দল হজম করেছে ৩ বা ততোধিক গোল। মৌসুমটা যে তাঁর ভালো কাটেনি—এল ক্লাসিকো সম্পর্কিত এই কটি তথ্যই তা বলে দেয়। একটা ট্রফিও এ মৌসুমে জিততে পারেনি রিয়াল। তাই আগেই ঠিক হয়ে গিয়েছিল রিয়ালে আনচেলত্তির ভাগ্য। লিগে সোসিয়েদাদের বিপক্ষে তাঁর শেষ লা লিগার ম্যাচ। সেই ম্যাচ শেষেই তিনি বার্নাব্যু ছাড়বেন।
যদিও আনচেলত্তির চুক্তি আরও এক মৌসুম বাকি আছে। কিন্তু রিয়ালের সঙ্গে সমঝোতার মাধ্যমেই এক বছর আগেই ক্লাব ছেড়ে যাচ্ছেন তিনি। বার্নাব্যুর দলটির হয়ে দুই দফায় ১৫টি ট্রফি জিতেছেন আনচেলত্তি। দুবার একই মৌসুমে জিতেছেন লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগে। রিয়ালের সফলতম কোচও তিনি।
কোচ হিসেবে আনচেলত্তির সাফল্যেই তাঁকে নিয়োগ দিতে প্রলুব্ধ করেছে সিবিএফকে। জুনে বিশ্বকাপে বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের ডাগআউটে তিনি থাকবেন বলেও জানিয়েছে সিবিএফ, ‘ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল কোচ হিসেবে কিংবদন্তি আনচেলত্তি ২০২৪-২৫ মৌসুমের লা লিগা শেষ হওয়ার পর আগামী জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোর আগে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নেবেন। ২৬ মে,২০২৫ দায়িত্ব পালন শুরু করবেন তিনি।’
তাঁর পরের গন্তব্য যে ব্রাজিল, সেটি আগেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত হলোই তাই। ভিনিসিয়ুস জুনিয়র, নেইমারদের কোচ হওয়ার জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) চুক্তিতে সই করেছেন কার্লো আনচেলত্তি। কাজও শুরু করবেন এ মাসের ২৬ তারিখ থেকে। আজ এক বিবৃতিতে ইতালিয়ান আনচেলত্তির সঙ্গে চুক্তি হওয়ার কথা নিশ্চিত করেছে সিবিএফ।
সিবিএফের বিবৃতিতে বলা হয়েছে, ‘সিবিএফ অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছে যে, ব্রাজিল জাতীয় ফুটবল দলের পরবর্তী প্রধান কোচ হতে যাচ্ছেন আনচেলত্তি।
পরশু উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোয় ধরাশায়ী হয়েছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচের ২৪ ঘণ্টাও পার হয়নি, তার আগেই আনচেলত্তিকে নিয়োগের কথা জানাল সিবিএফ। অবশ্য তাঁর ব্রাজিলের তাঁর যোগ দেওয়ায় কোনো প্রভাব রাখেনি পরশুর এল ক্লাসিকোর ফলাফল। এ নিয়ে চলতি মৌসুমে চার বার বার্সেলোনার কাছে হেরেছে রিয়াল। আর চার ম্যাচেই আনচেলত্তির দল হজম করেছে ৩ বা ততোধিক গোল। মৌসুমটা যে তাঁর ভালো কাটেনি—এল ক্লাসিকো সম্পর্কিত এই কটি তথ্যই তা বলে দেয়। একটা ট্রফিও এ মৌসুমে জিততে পারেনি রিয়াল। তাই আগেই ঠিক হয়ে গিয়েছিল রিয়ালে আনচেলত্তির ভাগ্য। লিগে সোসিয়েদাদের বিপক্ষে তাঁর শেষ লা লিগার ম্যাচ। সেই ম্যাচ শেষেই তিনি বার্নাব্যু ছাড়বেন।
যদিও আনচেলত্তির চুক্তি আরও এক মৌসুম বাকি আছে। কিন্তু রিয়ালের সঙ্গে সমঝোতার মাধ্যমেই এক বছর আগেই ক্লাব ছেড়ে যাচ্ছেন তিনি। বার্নাব্যুর দলটির হয়ে দুই দফায় ১৫টি ট্রফি জিতেছেন আনচেলত্তি। দুবার একই মৌসুমে জিতেছেন লিগ ও উয়েফা চ্যাম্পিয়নস লিগে। রিয়ালের সফলতম কোচও তিনি।
কোচ হিসেবে আনচেলত্তির সাফল্যেই তাঁকে নিয়োগ দিতে প্রলুব্ধ করেছে সিবিএফকে। জুনে বিশ্বকাপে বাছাইয়ের ম্যাচে ব্রাজিলের ডাগআউটে তিনি থাকবেন বলেও জানিয়েছে সিবিএফ, ‘ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল কোচ হিসেবে কিংবদন্তি আনচেলত্তি ২০২৪-২৫ মৌসুমের লা লিগা শেষ হওয়ার পর আগামী জুনে অনুষ্ঠেয় বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোর আগে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের দায়িত্ব নেবেন। ২৬ মে,২০২৫ দায়িত্ব পালন শুরু করবেন তিনি।’
প্রীতি ম্যাচ খেলতে গত বছর হংকংয়ে এসেছিল ইন্টার মায়ামি। লিওনেল মেসিকে সরাসরি খেলতে দেখার সুযোগ তো বারবার আসে না। ম্যাচটি নিয়ে তাই তুমুল আগ্রহ ছিল হংকংয়ের মানুষের। কিন্তু মাঠে না নেমে মেসি শুধু বেঞ্চ গরম করেন। ফলে জনশত্রুতে পরিণত হন তিনি। আজ সেখানেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন
৪ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট থেকে ফিক্সিং ও দুর্নীতি মুক্ত করতে কাজ শুরু করে দিয়েছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল। গতকাল রাজধানীর এক হোটেলে বাংলাদেশের ক্রিকেটার, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ও কর্মকর্তাদের সামনে নিজের কর্মপরিকল্পনা
৪ ঘণ্টা আগেজয়ে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আজ ২২ রানে হারিয়েছে নর্দান টেরিটরি স্ট্রাইককে। বাংলাদেশের ১৭২ রানের জবাবে নর্দান টেরিটরি স্ট্রাইক ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১৫০ রানের বেশি তুলতে পারেনি।
৭ ঘণ্টা আগে২৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব খারাপ ছিল না। ট্রাভিস হেডকে নিয়ে অধিনায়ক মিচেল মার্শ ৭ ওভারেই তুলে ফেলেছিলেন ৬০ রান। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক অস্ট্রেলিয়ার ইনিংসে। ৬০ থেকে ৬৯—এই ২৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে ৬ উইকেট! যার ৫টিই নেন কেশব মহারাজ।
৮ ঘণ্টা আগে