ক্রীড়া ডেস্ক
ব্যাপারটা অস্ট্রেলীয় সাংবাদিকদের পাত্তা না দেওয়ার মতোই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তারা এলেন। কিন্তু সংবাদ সম্মেলনে আসা রবীন্দ্র জাদেজা, তাঁদের প্রশ্ন করার কোনো সুযোগই দিলেন না! এই ঘটনা এমন সময় ঘটল, যার দিন কয়েক আগে ছবি তোলা নিয়ে মেলবোর্ন বিমানবন্দরে অস্ট্রেলীয় সাংবাদিকদের সঙ্গে তর্ক-বির্তক জুড়ে দিয়েছিলেন ভারতীয় দলের আরেক তারকা বিরাট কোহলি।
আজ এমসিজিতে সংবাদ সম্মেলনে এসেছিলেন রবীন্দ্র জাদেজা। আমন্ত্রণ জানানো হয়েছিল অস্ট্রেলীয় সাংবাদিকদেরও। কিন্তু তাঁদের প্রশ্ন করারই কোনো সুযোগ দেওয়া হয়নি। আর জাদেজা যতক্ষণ ছিলেন সংবাদ সম্মেলনে, ভারতীয় সাংবাদিকদেরই উত্তর দিয়েছেন, সেটাও হিন্দিতে। এই ঘটনা নিয়ে সিডনি মর্নিং হেরাল্ড এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, এমসিজিতে রিপোর্টারদের সঙ্গে ভারতীয় শিবিরের বৈরিতায় উত্তেজনা বাড়ছে।
বোর্ডার-গাভাস্কার সিরিজ ১-১-এ সমতায় থাকায় এমনিতেই সিরিজ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সেটি আরও বাড়িয়ে দিয়েছে মাঠের বাইরের এ সব ঘটনা। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার এমসিজিতে জাদেজা মিডিয়ার সামনে এসে শুধুমাত্র নির্বাচিত ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের হিন্দিতে উত্তর দেন। যদিও ভারতীয় সাংবাদিকরা দাবি করছেন, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র অস্ট্রেলিয়া সফররত ভারতীয় সাংবাদিকদের জন্যই ছিল। কিন্তু সে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।
চলতি অস্ট্রেলিয়া সফরেই ভারত যে সব সংবাদ সম্মেলন করেছে, সেখানে ইংরেজিতে প্রশ্ন ও উত্তরের মাধ্যমে শুরু হয়েছে। পরে হিন্দিতে প্রশ্নোত্তর হয়েছে। কিন্তু আজ ছিল পুরোপুরি ব্যতিক্রম।
নির্ধারিত সময়ে চেয়ে প্রায় ৩০ মিনিট দেরিতে সংবাদ সম্মেলনে আসেন জাদেজা। এবং হিন্দিতে উত্তর দিতে থাকেন। মাত্র ৯ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সংবাদ সম্মেলন। অস্ট্রেলীয় এক সাংবাদিক প্রশ্ন করার জন্য লাইনে থাকলেও তাঁকে জানানো হয়, ‘সময় নেই’। বোর্ডার-গাভাস্কার সিরিজের পরের টেস্ট ২৬ ডিসেম্বর শুরু হবে মেলবোর্নে।
ব্যাপারটা অস্ট্রেলীয় সাংবাদিকদের পাত্তা না দেওয়ার মতোই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তারা এলেন। কিন্তু সংবাদ সম্মেলনে আসা রবীন্দ্র জাদেজা, তাঁদের প্রশ্ন করার কোনো সুযোগই দিলেন না! এই ঘটনা এমন সময় ঘটল, যার দিন কয়েক আগে ছবি তোলা নিয়ে মেলবোর্ন বিমানবন্দরে অস্ট্রেলীয় সাংবাদিকদের সঙ্গে তর্ক-বির্তক জুড়ে দিয়েছিলেন ভারতীয় দলের আরেক তারকা বিরাট কোহলি।
আজ এমসিজিতে সংবাদ সম্মেলনে এসেছিলেন রবীন্দ্র জাদেজা। আমন্ত্রণ জানানো হয়েছিল অস্ট্রেলীয় সাংবাদিকদেরও। কিন্তু তাঁদের প্রশ্ন করারই কোনো সুযোগ দেওয়া হয়নি। আর জাদেজা যতক্ষণ ছিলেন সংবাদ সম্মেলনে, ভারতীয় সাংবাদিকদেরই উত্তর দিয়েছেন, সেটাও হিন্দিতে। এই ঘটনা নিয়ে সিডনি মর্নিং হেরাল্ড এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, এমসিজিতে রিপোর্টারদের সঙ্গে ভারতীয় শিবিরের বৈরিতায় উত্তেজনা বাড়ছে।
বোর্ডার-গাভাস্কার সিরিজ ১-১-এ সমতায় থাকায় এমনিতেই সিরিজ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। সেটি আরও বাড়িয়ে দিয়েছে মাঠের বাইরের এ সব ঘটনা। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার এমসিজিতে জাদেজা মিডিয়ার সামনে এসে শুধুমাত্র নির্বাচিত ভারতীয় সাংবাদিকদের প্রশ্নের হিন্দিতে উত্তর দেন। যদিও ভারতীয় সাংবাদিকরা দাবি করছেন, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র অস্ট্রেলিয়া সফররত ভারতীয় সাংবাদিকদের জন্যই ছিল। কিন্তু সে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান টেলিভিশন ও পত্রিকার সাংবাদিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল।
চলতি অস্ট্রেলিয়া সফরেই ভারত যে সব সংবাদ সম্মেলন করেছে, সেখানে ইংরেজিতে প্রশ্ন ও উত্তরের মাধ্যমে শুরু হয়েছে। পরে হিন্দিতে প্রশ্নোত্তর হয়েছে। কিন্তু আজ ছিল পুরোপুরি ব্যতিক্রম।
নির্ধারিত সময়ে চেয়ে প্রায় ৩০ মিনিট দেরিতে সংবাদ সম্মেলনে আসেন জাদেজা। এবং হিন্দিতে উত্তর দিতে থাকেন। মাত্র ৯ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় সংবাদ সম্মেলন। অস্ট্রেলীয় এক সাংবাদিক প্রশ্ন করার জন্য লাইনে থাকলেও তাঁকে জানানো হয়, ‘সময় নেই’। বোর্ডার-গাভাস্কার সিরিজের পরের টেস্ট ২৬ ডিসেম্বর শুরু হবে মেলবোর্নে।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে