Ajker Patrika

ব্যাটের হাসি ফেরাতে গুরুর কাছে মুশি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৪১
ব্যাটের হাসি ফেরাতে গুরুর কাছে মুশি

বেশ কিছুদিন ধরে ব্যাট হাতে ছন্দ খুঁজে পাচ্ছেন না মুশফিকুর রহিম। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের পাঁচ ম্যাচে এই অভিজ্ঞ ব্যাটারের ব্যাট থেকে এসেছে মাত্র ৩৯ রান। এর মধ্যে আবার দুই ম্যাচে আউট হয়েছেন শূন্য রানেই। মুশফিকের আউট হওয়ার ধরনগুলোও চোখে লেগেছে। মিডল অর্ডারের বড় এই ভরসাকে বলতে গেলে ধুঁকতে দেখা গেছে পুরো নিউজিল্যান্ড সিরিজেই। 

বিশ্বকাপের আগে ছন্দ ফিরে পেতে তাই ছুটি–অবসর বাদ দিয়ে মাঠে নেমে পড়েছেন মুশফিক। বাড়তি চেষ্টা হিসেবে ম্যাচ অনুশীলন করার জন্য কদিন পরে যাবেন চট্টগ্রামেও। সেখানে ‘এ’ দলের হয়ে এইচপির বিপক্ষে খেলবেন দুটি ম্যাচ। তবে তার আগে ব্যাটিংয়ে আসলে গলদটা কোথায় হচ্ছে, সেটি খুঁজে বের করতে মুশফিক গেলেন কৈশোরের গুরু নাজমুল আবেদীন ফাহিমের কাছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সবুজ উইকেটে এই প্রখ্যাত ক্রিকেট কোচ ও বিশ্লেষকের শরণ নিতে দেখা গেছে মুশফিককে। বর্তমানে বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা হিসেবে কাজ করছেন নাজমুল আবেদীন। 

গুরুর সঙ্গে ফেসবুকে একটি ছবি দিয়েছেন মুশফিক। ছবির ওপরে ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমি যে জায়গাটা সব সময় নিজের কাছে ধারণ করি, সেখানে ফিরে আসতে পেরে ভালো লাগছে। বিকেএসপি আমার বাড়ি।’ 

ছবিতে দেখা গেছে, নাজমুল আবেদীন ব্যাটিংয়ের টেকনিক নিয়ে মুশফিককে হাতে-কলমে দেখাচ্ছেন। পাশে দাঁড়িয়ে বাধ্য ছাত্রের মতো সব বুঝে নিচ্ছিলেন মুশফিকও। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত