নিজস্ব প্রতিবেদক, ঢাকা
১২তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টানা ৩ বলে ৩টি ছক্কা মেরেছেন তাওহিদ হৃদয়। সেই ৩ বল বাংলাদেশের জয়ের পথে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। যদিও শ্রীলঙ্কার বলে ছক্কার হ্যাটট্রিক করে পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন হৃদয়। ৪টি ছক্কা ও ১টি চারে ২০ বলে ৪০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন এই মিডল অর্ডার ব্যাটার।
বিপত্তি ঘটেছে হাসারাঙ্গার সেই ওভারে মারা হৃদয়ের দ্বিতীয় ছক্কায়। স্লগ সুইপে ডিপ স্কয়ারের ওপর দিয়ে ৮৮ মিটারের বিশাল ছক্কা হওয়া বলটি গ্যালারিতে এক বাংলাদেশি সমর্থক হাতে জমা করার চেষ্টা করেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী সেই সমর্থক বল তালুবন্দী করতে ব্যর্থ হন, বল এসে তাঁর পায়ের মধ্যভাগে এসে পড়ে। সঙ্গে সঙ্গে জখম হয়ে রক্ত জমাট বাঁধে সেই জায়গায়।
বাংলাদেশের জয়ে সেই সমর্থক ভুলে গেছেন পায়ের ব্যথা। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে হেসেই বললেন, ‘আমি অনেক খুশি বাংলাদেশ জেতায়। বাংলাদেশের ক্যাচ ধরতে পারিনি, ব্যথা পেয়েছি, কোনো ব্যাপার না এটা।’
সেই ভিডিও চিত্র পৌঁছে যায় হৃদয়ের কাছেও। যেটি দেখে দুঃখ প্রকাশ করেছেন এই তরুণ ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে সেই সমর্থকের ছবি পোস্ট করে হৃদয় লিখেছেন, ‘ছবিগুলো একজন পাঠাল, আমার এখানে এখন মধ্যরাত। কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না। আমার জন্য কারও রক্ত ঝরল, এটা ভেবেই খারাপ লাগছে।’
তার পরই অচেনা সমর্থকের উদ্দেশে লিখলেন, ‘প্রিয় ভাই আমার, আমি জানি না আপনি কে? শুধু জানি আপনার পরিহিত টি-শার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়তো হাসিমুখেই বলছেন আপনি খুশি, কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতটা ভোগায়, তা আমাদের থেকে ভালো আর কেইবা জানে।’
বাংলাদেশকে সমর্থন দিতে ডালাসের গ্র্যান্ড প্রেইরি ভিউতে যাওয়া সেই সমর্থককে বুকে নিতে চান হৃদয়। লিখেছেন, ‘কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত।’
১২তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টানা ৩ বলে ৩টি ছক্কা মেরেছেন তাওহিদ হৃদয়। সেই ৩ বল বাংলাদেশের জয়ের পথে রেখেছে গুরুত্বপূর্ণ অবদান। যদিও শ্রীলঙ্কার বলে ছক্কার হ্যাটট্রিক করে পরের বলেই এলবিডব্লিউর ফাঁদে পড়েন হৃদয়। ৪টি ছক্কা ও ১টি চারে ২০ বলে ৪০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন এই মিডল অর্ডার ব্যাটার।
বিপত্তি ঘটেছে হাসারাঙ্গার সেই ওভারে মারা হৃদয়ের দ্বিতীয় ছক্কায়। স্লগ সুইপে ডিপ স্কয়ারের ওপর দিয়ে ৮৮ মিটারের বিশাল ছক্কা হওয়া বলটি গ্যালারিতে এক বাংলাদেশি সমর্থক হাতে জমা করার চেষ্টা করেন। যুক্তরাষ্ট্রপ্রবাসী সেই সমর্থক বল তালুবন্দী করতে ব্যর্থ হন, বল এসে তাঁর পায়ের মধ্যভাগে এসে পড়ে। সঙ্গে সঙ্গে জখম হয়ে রক্ত জমাট বাঁধে সেই জায়গায়।
বাংলাদেশের জয়ে সেই সমর্থক ভুলে গেছেন পায়ের ব্যথা। ম্যাচ শেষে সংবাদমাধ্যমকে হেসেই বললেন, ‘আমি অনেক খুশি বাংলাদেশ জেতায়। বাংলাদেশের ক্যাচ ধরতে পারিনি, ব্যথা পেয়েছি, কোনো ব্যাপার না এটা।’
সেই ভিডিও চিত্র পৌঁছে যায় হৃদয়ের কাছেও। যেটি দেখে দুঃখ প্রকাশ করেছেন এই তরুণ ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে সেই সমর্থকের ছবি পোস্ট করে হৃদয় লিখেছেন, ‘ছবিগুলো একজন পাঠাল, আমার এখানে এখন মধ্যরাত। কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না। আমার জন্য কারও রক্ত ঝরল, এটা ভেবেই খারাপ লাগছে।’
তার পরই অচেনা সমর্থকের উদ্দেশে লিখলেন, ‘প্রিয় ভাই আমার, আমি জানি না আপনি কে? শুধু জানি আপনার পরিহিত টি-শার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়তো হাসিমুখেই বলছেন আপনি খুশি, কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতটা ভোগায়, তা আমাদের থেকে ভালো আর কেইবা জানে।’
বাংলাদেশকে সমর্থন দিতে ডালাসের গ্র্যান্ড প্রেইরি ভিউতে যাওয়া সেই সমর্থককে বুকে নিতে চান হৃদয়। লিখেছেন, ‘কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৬ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৭ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৯ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৯ ঘণ্টা আগে