ক্রীড়া ডেস্ক
কাঠমান্ডু, পোখারা, ঝাপা থেকে শুরু করে মাউন্ট এভারেস্টের চূড়া ও অন্নপূর্ণা রেঞ্জে আরোহণ। নেপালের ক্রিকেটাররা অসম্ভব সাধন করেছে। এই দুই বাক্য ক্রিকইনফোর কমেন্টারি থেকে নেওয়া। শারজায় গত রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেপালের জয়কে এর চেয়ে আর কী সুন্দরভাবে বিশ্লেষণ করা যায়!
শারজায় গত রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে ইতিহাস গড়েছে নেপাল। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলকে হারানোর পর নেপালের ভক্ত-সমর্থকেরা শুরু করেন বাধভাঙা উদযাপন। শুরু করে শেষ পর্যন্ত নেপাল নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়েছে। একেবারে ওভারের শেষ বলটা দেখা যাক। ১৪৯ রানের লক্ষ্যে নেমে যখন ১৯.৫ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ, রোহিত পাউডেলের নেতৃত্বাধীন নেপাল তখনই ম্যাচটা জিতে নিয়েছে। শেষ বলে ফ্যাবিয়ান অ্যালেন চার-ছক্কা মারলে ক্যারিবীয়দের হারের ব্যবধানটাই কমত। দীপেন্দ্র সিং ঐরিকে ছক্কা মারতেই গিয়েছিলেন অ্যালেন। সীমানার ধারে দাঁড়িয়ে থাকা কুশল ভুর্টেল প্রথমে ক্যাচ ধরতে গিয়ে বুঝতে পেরেছেন সেটা ছক্কা হতে পারে। তখন নিজের শরীরের ভারসাম্য ঠিক রেখে দারুণভাবে ক্যাচ ধরেন ভুর্টেল।
ভুর্টেল ক্যাচ ধরার পর ধারাভাষ্যকক্ষে থাকা ইয়ান বিশপ প্রশংসায় ভাসান নেপালকে। ১৯ রানের ঐতিহাসিক জয়ের পর নেপালের ভক্ত-সমর্থকেরা ডাগআউট থেকে হর্ষধ্বনি দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর নেপালের ভুর্টেল বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আমি সত্যিই অনেক খুশি। টি-টোয়েন্টিতে অন্যতম কঠিন এক দল তারা। আশা করি নেপাল ও দুবাইয়ে অবস্থানরত নেপালি ভক্ত-সমর্থকদের খুশির মুহূর্ত এনে দিয়েছি। টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে প্রথম জয়ে সত্যিই আমি অনেক খুশি।’
টস জিতে গতকাল আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক আকিল হোসেন। প্রথমে ব্যাটিং পাওয়া নেপাল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন অধিনায়ক রোহিত। ৩৫ বলের ইনিংসে তিন চার ও এক ছক্কা মেরেছেন। জবাবে ক্যারিবীয়রা ২০ ওভারে ৯ উইকেটে ১২৯ রানে আটকে যায়। ঐতিহাসিক ১৯ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন রোহিত। ৩৮ রানের ইনিংসের পাশাপাশি বোলিংয়ে ৩ ওভারে ২০ রানে নিয়েছেন ১ উইকেট। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে নেপাল টি-টোয়েন্টি সিরিজ জয় থেকে এক ম্যাচ দূরে। নেপাল-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অপর দুই টি-টোয়েন্টি হবে আগামীকাল ও পরশু।
কাঠমান্ডু, পোখারা, ঝাপা থেকে শুরু করে মাউন্ট এভারেস্টের চূড়া ও অন্নপূর্ণা রেঞ্জে আরোহণ। নেপালের ক্রিকেটাররা অসম্ভব সাধন করেছে। এই দুই বাক্য ক্রিকইনফোর কমেন্টারি থেকে নেওয়া। শারজায় গত রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেপালের জয়কে এর চেয়ে আর কী সুন্দরভাবে বিশ্লেষণ করা যায়!
শারজায় গত রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে ইতিহাস গড়েছে নেপাল। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলকে হারানোর পর নেপালের ভক্ত-সমর্থকেরা শুরু করেন বাধভাঙা উদযাপন। শুরু করে শেষ পর্যন্ত নেপাল নিজেদের সর্বোচ্চটা দিয়ে লড়েছে। একেবারে ওভারের শেষ বলটা দেখা যাক। ১৪৯ রানের লক্ষ্যে নেমে যখন ১৯.৫ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ, রোহিত পাউডেলের নেতৃত্বাধীন নেপাল তখনই ম্যাচটা জিতে নিয়েছে। শেষ বলে ফ্যাবিয়ান অ্যালেন চার-ছক্কা মারলে ক্যারিবীয়দের হারের ব্যবধানটাই কমত। দীপেন্দ্র সিং ঐরিকে ছক্কা মারতেই গিয়েছিলেন অ্যালেন। সীমানার ধারে দাঁড়িয়ে থাকা কুশল ভুর্টেল প্রথমে ক্যাচ ধরতে গিয়ে বুঝতে পেরেছেন সেটা ছক্কা হতে পারে। তখন নিজের শরীরের ভারসাম্য ঠিক রেখে দারুণভাবে ক্যাচ ধরেন ভুর্টেল।
ভুর্টেল ক্যাচ ধরার পর ধারাভাষ্যকক্ষে থাকা ইয়ান বিশপ প্রশংসায় ভাসান নেপালকে। ১৯ রানের ঐতিহাসিক জয়ের পর নেপালের ভক্ত-সমর্থকেরা ডাগআউট থেকে হর্ষধ্বনি দিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর নেপালের ভুর্টেল বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আমি সত্যিই অনেক খুশি। টি-টোয়েন্টিতে অন্যতম কঠিন এক দল তারা। আশা করি নেপাল ও দুবাইয়ে অবস্থানরত নেপালি ভক্ত-সমর্থকদের খুশির মুহূর্ত এনে দিয়েছি। টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে প্রথম জয়ে সত্যিই আমি অনেক খুশি।’
টস জিতে গতকাল আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক আকিল হোসেন। প্রথমে ব্যাটিং পাওয়া নেপাল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৮ রান করেছে। ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন অধিনায়ক রোহিত। ৩৫ বলের ইনিংসে তিন চার ও এক ছক্কা মেরেছেন। জবাবে ক্যারিবীয়রা ২০ ওভারে ৯ উইকেটে ১২৯ রানে আটকে যায়। ঐতিহাসিক ১৯ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন রোহিত। ৩৮ রানের ইনিংসের পাশাপাশি বোলিংয়ে ৩ ওভারে ২০ রানে নিয়েছেন ১ উইকেট। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে নেপাল টি-টোয়েন্টি সিরিজ জয় থেকে এক ম্যাচ দূরে। নেপাল-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের অপর দুই টি-টোয়েন্টি হবে আগামীকাল ও পরশু।
দারুণ একটা গুগলি দিয়েছিলেন রিশাদ হোসেন। সেটি বুঝতেই পারেননি ইব্রাহিম জাদরান। মিডল স্টাম্পের আশে পাশে পিচ করা বল সামনের পায়ের ভেতরের অংশে লাগে। বাধা না পেলে বল ছুঁয়ে যেত লেগ স্টাম্পের বাইরের অংশ। এলবিডব্লুর জোরালো আবেদন তোলেন আম্পায়াররা। আম্পায়ার আউট না দেওয়ায় বেঁচে যান ইব্রাহিম।
১ ঘণ্টা আগেবিপিএল বিতর্কমুক্ত করার লক্ষ্যে ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপের (আইএমজি) সঙ্গে তিন বছরের চুক্তির কথা শোনা যাচ্ছিল গত জুন থেকেই। কিন্তু এখনো চূড়ান্ত হয়নি তা। নির্বাচনের পর নতুনভাবে গঠিত বিপিএল গভর্নিং কাউন্সিল চাইছে স্বল্প সময়ের মধ্যে অন্তত পাঁচটি দল নিয়ে বিপিএল করতে।
১ ঘণ্টা আগেজুন থেকেই বিপিএল আয়োজন নিয়ে নানান কথা শোনা যাচ্ছিল। বোর্ড তখন বলেছিল, ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট গ্রুপ (আইএমজি)-এর সঙ্গে তিন বছরের চুক্তি হচ্ছে। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও চুক্তিটা হয়নি। এবার আর সময় নষ্ট করতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৪ ঘণ্টা আগেঅনেকদিন ধরেই বাংলাদেশ দলের অধিনায়কত্ব জামাল ভূঁইয়ার কাঁধে। যদিও শুরুর একাদশে নিয়মিত জায়গা হয় না তাঁর। সেক্ষেত্রে তপু বর্মণ কিংবা সোহেল রানার কাছেই থাকে নেতৃত্বের বাহুবন্ধনী।
৪ ঘণ্টা আগে