Ajker Patrika

দিনের শুরুতেই উইকেট বিলিয়ে দিলেন শান্ত, মিরাজও শেষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১৪: ৪৬
উইকেট বিলিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: ক্রিকইনফো
উইকেট বিলিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ছবি: ক্রিকইনফো

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে বৃষ্টি এখন বাগড়া দিচ্ছে নিয়মিত। টেস্টে গতকাল তৃতীয় দিনে খেলা হয়েছে অর্ধেকের মতো (৪৪ ওভার)। চতুর্থ দিনের খেলা আজ শুরু হয়েছে এক ঘণ্টা দেরিতে। খেলা শুরু হতে না হতেই উইকেট বিলিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

সিলেটে গতকাল তৃতীয় দিনেই জিম্বাবুয়ের বোলারদের ওপর পাল্টা আক্রমণ করেন শান্ত। তৃতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে ৬৫ রানের গুরুত্বপূর্ণ একটি জুটি গড়তেও শান্ত অবদান রেখেছিলেন। সতীর্থদের তুলনায় শান্তকে কিছুটা সাবলীল মনে হচ্ছিল উইকেটে। কিন্তু ইনিংসটা আরও বড় করার পরিবর্তে ড্রেসিংরুমের পথ ধরেছেন বাংলাদেশ অধিনায়ক। শান্তর পর বিদায় নিলেন মেহেদী হাসান মিরাজও।

সিলেট টেস্টে আজ চতুর্থ দিনে মাঠের আউটফিল্ড ভেজা থাকায় শুরু হয়েছে স্থানীয় সময় ১১টায়। দিনের খেলা শুরুর দ্বিতীয় বলেই ব্লেসিং মুজারাবানির শর্ট বল দেখে পুল করার লোভ সামলাতে পারেননি শান্ত। টপ এজ হওয়া বল ফাইন লেগে ভিক্টর নিয়াউচি সহজেই তালুবন্দী করেছেন। ১০৪ বলে ৭ চারে ৬০ রান করেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বিদায় নেওয়ায় দলের স্কোর হয়ে যায় ৫৭.২ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান। পঞ্চম উইকেটে জাকেরের সঙ্গে শান্তর জুটিটা ছিল ৯২ বলে ৩৯ রানের।

শান্তর বিদায়ের পর ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকেন মিরাজ। তবে উইকেটে মিরাজ বেশিক্ষণ টিকতে পারেননি। ১৬ বলে ১টি করে চার ও ছক্কায় ১১ রান করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ৬২তম ওভারের দ্বিতীয় বলে মুজারাবানি ফিরিয়েছেন মিরাজকে। অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিতে গিয়ে মিরাজ ধরা পড়েছেন দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা ব্রায়ান বেনেটের হাতে। তাতে মুজারাবানি টেস্টে তৃতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬১.২ ওভারে ৬ উইকেটে ২১০ রান করেছে বাংলাদেশ। স্বাগতিকদের লিড ১২৮ রানের। জাকের ৬৯ বলে ২৬ রানে ব্যাটিং করছেন।

চতুর্থ দিনের প্রথম সেশন ১১টায় শুরু হয়ে চলবে বেলা ১টা পর্যন্ত। ৪০ মিনিটের বিরতি শেষে ১টা ৪০ মিনিট থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত হবে দ্বিতীয় সেশন। শেষ সেশনের খেলা চলবে বিকেল ৪টা থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত