Ajker Patrika

পাকিস্তানি ক্রিকেটার কেন ড্রেসিংরুমে অঝোরে কাঁদলেন

ক্রীড়া ডেস্ক    
কাঁদতে কাঁদতে ড্রেসিংরুমে ফিরছেন ফখর জামান। ড্রেসিংরুমেও অঝোরে কেঁদেছেন তিনি। ছবি: পিসিবি
কাঁদতে কাঁদতে ড্রেসিংরুমে ফিরছেন ফখর জামান। ড্রেসিংরুমেও অঝোরে কেঁদেছেন তিনি। ছবি: পিসিবি

এমন দুঃসময় যে আসবে, ফখর জামান কি সেটা ঘুণাক্ষরেও টের পেয়েছিলেন? আট বছর পর চ্যাম্পিয়নস ট্রফি ধরে রাখার শুরুতে পাকিস্তান যেমন হোঁচট খেয়েছে, তেমনি ফখরও পেলেন দুঃসংবাদ। বাজে খবরের পর পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার ধরে রাখতে পারেননি চোখের জলও।

পিঠের চোটে পড়ায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে যাওয়ার দুঃসংবাদ ফখর পেয়েছিলেন গতকাল। তাঁর টুর্নামেন্ট শেষ হওয়ার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, চোখের জল মুছতে মুছতে ড্রেসিংরুমে ফিরছেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার। ড্রেসিংরুমে যাওয়ার পর অঝোরে কাঁদতে শুরু করলেন তিনি। ফখরকে সান্ত্বনা দিচ্ছেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। পিসিবি এই ভিডিওর ক্যাপশন দিয়েছে, ‘চোটে পড়ায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ফখরের ছিটকে যাওয়ার পর করাচিতে হৃদয়বিদারক দৃশ্য।’

পিঠের চোটে পড়ায় চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন ফখর জামান। তাঁর পরিবর্তে টুর্নামেন্টে এসেছেন ইমাম উল হক। ২০২৩ সালের ২৭ অক্টোবর সবশেষ ওয়ানডে খেলেছেন ইমাম। চেন্নাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে ইমাম করেছিলেন ১২ রান। ২০১৭ থেকে ২০২৩ পর্যন্ত ৭২ ওয়ানডে খেলেছেন তিনি। ৪৮.২৭ গড়ে করেছেন ৩১৩৮ রান। ৯ সেঞ্চুরির পাশাপাশি ২০ ফিফটি করেছেন পাকিস্তানি এই বাঁহাতি ব্যাটার।

করাচিতে গতকাল নিউজিল্যান্ডের ইনিংসের দ্বিতীয় বলেই চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ফখরকে। চোটের কারণে ফিল্ডিংটাও ঠিকমতো করতে পারেননি। ব্যাটিংয়েও তাই তাঁকে নামতে হয়েছে চার নম্বরে। ওপেনিংয়ে বিস্ফোরক ব্যাটিংয়ে অভ্যস্ত ফখর করেছেন ৪১ বলে ২৪ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত