প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে অংশ গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের জয় শুধু একটি, পাকিস্তানের বিপক্ষে। দল ভালো না করলেও আলো ছড়িয়েছেন অলরাউন্ডার সালমা খাতুন। এর পুরষ্কারও পেলেন সালমা। বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন এই বাংলাদেশি ক্রিকেটার।
বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন সালমা। ওভারপ্রতি দিয়েছেন ৩.৭৯ রান। এই পারফরম্যান্স তাকে জায়গা করে দিয়েছে একাদশে। সালমা ছাড়া বাংলাদেশের আর কোন ক্রিকেটার সেরা একাদশে জায়গা পাননি। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ৪ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা একাদশে। দক্ষিণ আফ্রিকার তিনজন, ইংল্যান্ডের দুজন এবং ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ থেকে একজন ক্রিকেটার সেরা একাদশে রয়েছেন। আর ইংলিশ তারকা চার্লি ডিনকে রাখা হয়েছে দ্বাদশ ক্রিকেটার হিসেবে।
ওপেনার হিসেবে থাকছেন সেমি-ফাইনাল ও ফাইনালে দুটি সেঞ্চুরি করা ও রেকর্ড রান করে প্লেয়ার অব দা টুর্নামেন্ট হওয়া অ্যালিসা হিলি। তাঁর সঙ্গে ওপেনার দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। অধিনায়ক মেগ ল্যানিং তিন নম্বরে। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪৯৭ রান করা র্যাচেল হেইন্সকে রাখা হয়েছে চার নম্বরে। আর দুই সেঞ্চুরিতে ৪৩৬ রান করা ন্যাট সিভার আছেন পাঁচে।
ছয়ে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। সাত নম্বরে আছেন হেইলি ম্যাথিউজ। বিশেষজ্ঞ দুই পেসার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ ও শাবনিম ইসমাইল। স্পিন আক্রমণে সালমার সঙ্গী সোফি এক্লেস্টোন।
সেরা একাদশ:
লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), মেগ ল্যানিং (অধিনায়ক/অস্ট্রেলিয়া), র্যাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), নাটালি সিভার (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), হেইলি ম্যাথুজ (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), সালমা খাতুন (বাংলাদেশ)।
দ্বাদশ খেলোয়াড়: চার্লি ডিন (ইংল্যান্ড)
প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে অংশ গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের জয় শুধু একটি, পাকিস্তানের বিপক্ষে। দল ভালো না করলেও আলো ছড়িয়েছেন অলরাউন্ডার সালমা খাতুন। এর পুরষ্কারও পেলেন সালমা। বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন এই বাংলাদেশি ক্রিকেটার।
বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন সালমা। ওভারপ্রতি দিয়েছেন ৩.৭৯ রান। এই পারফরম্যান্স তাকে জায়গা করে দিয়েছে একাদশে। সালমা ছাড়া বাংলাদেশের আর কোন ক্রিকেটার সেরা একাদশে জায়গা পাননি। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ৪ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা একাদশে। দক্ষিণ আফ্রিকার তিনজন, ইংল্যান্ডের দুজন এবং ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ থেকে একজন ক্রিকেটার সেরা একাদশে রয়েছেন। আর ইংলিশ তারকা চার্লি ডিনকে রাখা হয়েছে দ্বাদশ ক্রিকেটার হিসেবে।
ওপেনার হিসেবে থাকছেন সেমি-ফাইনাল ও ফাইনালে দুটি সেঞ্চুরি করা ও রেকর্ড রান করে প্লেয়ার অব দা টুর্নামেন্ট হওয়া অ্যালিসা হিলি। তাঁর সঙ্গে ওপেনার দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। অধিনায়ক মেগ ল্যানিং তিন নম্বরে। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪৯৭ রান করা র্যাচেল হেইন্সকে রাখা হয়েছে চার নম্বরে। আর দুই সেঞ্চুরিতে ৪৩৬ রান করা ন্যাট সিভার আছেন পাঁচে।
ছয়ে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। সাত নম্বরে আছেন হেইলি ম্যাথিউজ। বিশেষজ্ঞ দুই পেসার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ ও শাবনিম ইসমাইল। স্পিন আক্রমণে সালমার সঙ্গী সোফি এক্লেস্টোন।
সেরা একাদশ:
লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), মেগ ল্যানিং (অধিনায়ক/অস্ট্রেলিয়া), র্যাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), নাটালি সিভার (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), হেইলি ম্যাথুজ (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), সালমা খাতুন (বাংলাদেশ)।
দ্বাদশ খেলোয়াড়: চার্লি ডিন (ইংল্যান্ড)
২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ জানাল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ইংল্যান্ডের সাত ভেন্যুতে হবে আইসিসির এই ইভেন্ট। ১২ দলের টুর্নামেন্টের ফাইনাল হবে ঐতিহাসিক লর্ডসে।
১৯ মিনিট আগেচেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
১ ঘণ্টা আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
২ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
৩ ঘণ্টা আগে