Ajker Patrika

এবার আফগান মুজিবকে বাংলাদেশের খেলোয়াড় বানাল আইসিসি

আপডেট : ২৩ মার্চ ২০২২, ১৬: ২৭
এবার আফগান মুজিবকে বাংলাদেশের খেলোয়াড় বানাল আইসিসি

কদিন আগে বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসকে শ্রীলঙ্কান এবং আর অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে আফগানিস্তানের খেলোয়াড় বানিয়ে সমালোচনার মুখে পড়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। তবে সেই ঘটনা থেকে শিক্ষা নিতে পারেনি সংস্থাটি। এবার আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমানকে বাংলাদেশের খেলোয়াড় বানিয়ে দিল তারা।

আইসিসির হালনাগাদ করা ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ঘটেছে এই বিভ্রাট। সেরা সাতে কোনো অদল-বদল না হলেও মুজিবকে বাংলাদেশের বানানো নিয়ে ট্রোলের শিকার হচ্ছে আইসিসি। র‍্যাঙ্কিংয়ের সেরা দশে থাকা একমাত্র বাংলাদেশি বোলার হচ্ছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া ৫ ধাপ এগিয়ে ৮ নম্বরে ওঠে এসেছেন দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা।

এবার তালিকায় ভুল করলেও এর আগে আইসিসি ভুল করেছিল বিবৃতিতে। যেখানে লেখা লেখা হয়েছিল, ‘বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক শ্রীলঙ্কার লিটন ওঠে এসেছেন ক্যারিয়ার সেরা ৩২ নম্বর অবস্থানে।’ বাংলাদেশ-আফগানিস্তান সিরিজে ‘শ্রীলঙ্কা’র লিটন কীভাবে খেললেন তা নিয়ে অবশ্য খবরের কোথাও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

একই রকম হাস্যকর আরেকটি ভুলও দেখা গেছে এই সংবাদে। যেখানে মিরাজকে বলা হয়েছে রশিদের সতীর্থ। যদিও আগামীকাল এই দুই ‘সতীর্থ’ একে অপরের বিপক্ষেই মাঠে নামবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত