Ajker Patrika

আউট হয়ে কেন মেজাজ হারালেন কোহলি 

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৮: ১১
আউট হয়ে কেন মেজাজ হারালেন কোহলি 

আউট হওয়ার পর হরহামেশাই নিজের মেজাজ হারিয়ে ফেলেন বিরাট কোহলি। বিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে জড়িয়ে যান বাদানুবাদে। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেই চিরচেনা ‘অগ্নিমূর্তি’ ধারণ করলেন ভারতীয় এই ব্যাটার। 

ভারতের দ্বিতীয় ইনিংসের ২০ তম ওভারের ঘটনা। মেহেদী হাসান মিরাজের করা ওভারের পঞ্চম বল ডিফেন্স করতে গিয়েছিলেন কোহলি। ইনসাইড এজ হয়ে বল চলে যায় শর্ট লেগে। অসাধারণ রিফ্লেক্সে ক্যাচ ধরেন মুমিনুল হক। কোহলির আউটের পরই উল্লাসে মাতেন বাংলাদেশি ক্রিকেটারেরা। এই উল্লাস দেখে ক্ষিপ্ত কোহলি স্বাগতিক ক্রিকেটারদের সঙ্গে তপ্ত বাক্যবিনিময় করেন। সাকিব আল হাসান এসে কোহলির সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেন।তারপরও মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় ভারতীয় ব্যাটারের চোখে-মুখে অসন্তোষ বোঝা গেছে। 

কোহলির অবশ্য এই টেস্ট সিরিজটা একরকম ভুলে যাওয়ার মতোই। চট্টগ্রাম ও মিরপুরে দুই টেস্টের ৪ ইনিংস ব্যাটিং করে করেছেন ৪৫ রান। গড় ১৫ ও সর্বোচ্চ ২৪ রান করেছেন মিরপুর টেস্টের প্রথম ইনিংসে। আর সাদা পোশাকে এই বছরে এখন পর্যন্ত ৬ টেস্ট খেলেন কোহলি। ২৬.৫০ গড়ে করেছেন ২৬৫ রান, করেছেন ১টি ফিফটি। জানুয়ারিতে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেছিলেন ভারতীয় এই ব্যাটার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত