Ajker Patrika

সাকিবকে যেভাবে সাহস জোগাচ্ছেন শিশির

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ১৩: ২০
সাকিবকে যেভাবে সাহস জোগাচ্ছেন শিশির

ওয়ানডে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট বলে কথা। তার ওপর বাংলাদেশ দলের নেতৃত্বে সাকিব আল হাসান। বাংলাদেশ ম্যাচ জিতলে যেমন বয়ে যায় প্রশংসার জোয়ার। তেমনি হারলে সামাজিকমাধ্যমে ধুইয়ে দিতেও বেশি দেরি করেন না নেটিজেনরা। যেখানে সাকিবের ওপর ‘চাপটা’ বেশি পড়ে যায়। বাংলাদেশ অধিনায়কের অনুপ্রেরণা হিসেবেই যেন কাজ করছেন তাঁর স্ত্রী উম্মে আল হাসান শিশির। 

ধর্মশালায় আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপের শুভসূচনা করেছে বাংলাদেশ। আগামীকাল একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। যেখানে ইংল্যান্ডের শুরুটা হয়েছে বেশ বাজেভাবে। আহমেদাবাদে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে ওয়ানডে, টি-টোয়েন্টি-দুই বিশ্বকাপেরই বর্তমান চ্যাম্পিয়ন। বাংলাদেশের বিপক্ষে নেট রানরেটের হিসাব মেলাতে ইংল্যান্ড যে মরিয়া থাকবে, সেটা যে না বললেও চলছে। যেখানে সাদা বলের ক্রিকেটে ইংলিশরা খেলছে বিধ্বংসী ক্রিকেট। 

এই ম্যাচের আগেই যেন সাকিবকে সাহস জোগানোর জন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শিশির। তিনি (শিশির) হয়তো ২০১১, ২০১৫—এই দুই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়ের কথাও মনে করিয়ে দিয়েছেন। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের স্ত্রী লিখেছেন, ‘জয়-পরাজয় কোনো ব্যাপারই না। পরিবার হিসেবে আমরা তোমার পাশে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারত-পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত