নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন ছড়িয়েছে, সরকারের মধ্যে বিসিবি সভাপতির পদ থেকে ফারুক আহমেদকে সরানোর চিন্তা-ভাবনা চলছে। গতকাল তাঁকে নাকি ক্রীড়া উপদেষ্টা পদত্যাগ করার কথা বলেছেন বলেও খবর ছড়িয়েছে।
বিষয়টি নিয়ে আজ সকালে আজকের পত্রিকাকে ফারুক আহমেদ বলেন, ‘পদত্যাগ করতে বলেনি। আমাকে চালিয়ে যেতে বলা হয়েছে। পদত্যাগের কথা বলা হয়নি। যাঁর যাঁর মতো লিখছেন, লিখতে থাকুন।’
পদত্যাগ করতে বলেনি দাবি করলেও সভাপতি হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়া এখন যথেষ্ট কঠিন হয়ে উঠেছে ফারুকের। বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পর থেকে ফারুকের পথ আরও কঠিন হয়ে গেছে। বিসিবির বোর্ড পরিচালন পর্ষদের বেশির ভাগ সদস্যই তাঁকে ‘প্রতিপক্ষ’ হিসেবে বিবেচনা করেছেন গত কয়েক মাসের কর্মকাণ্ডে। এই ভিন্নমতের কারণে বোর্ডে অচলাবস্থা বাড়ছে।
ফারুককে সরিয়ে বিসিবি সভাপতির পদে বসানোর বিষয়ে আইসিসিতে কর্মরত আমিনুল ইসলাম বুলবুলের নাম ইতিমধ্যে আলোচনা হতে শুরু করেছে। বর্তমানে তিনি পারিবারিক কারণে ঢাকায় অবস্থান করছেন। আজকের পত্রিকাকে বুলবুল বলেছেন, ‘কোনো পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়নি। এটা নিয়ে কিছু বলতেও চাইছি না।’ তিনি অস্ট্রেলিয়া থেকে ঢাকায় এসেছেন মূলত জরুরি কিছু পারিবারিক কাজে। তাঁর দেশে আসার পরিকল্পনা হুট করে নয়, বরং বেশ আগে থেকেই।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বিসিবিতে নতুন নেতৃত্ব আসে। ফারুক তখন এনএসসির কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালক হন, ২১ আগস্ট পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন। যেহেতু তিনি এনএসসির কোটায় এসেছেন, তাই সরকারের হস্তক্ষেপের সুযোগ এখানেই বেশি থাকে। যদি ফারুক নির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করতেন, তাহলে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সরানো এত সহজ হতো না। কিন্তু বাস্তবতা ভিন্ন। সাম্প্রতিক বিতর্ক এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে দূরত্ব তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে।
তবে এ ধরনের পরিবর্তন হলে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিষেধাজ্ঞায় পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাবে না। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সরকারি হস্তক্ষেপের কারণে সাময়িক নিষেধাজ্ঞার পড়েছিল। বিসিবির গঠনতন্ত্রে অন্তর্বর্তীকালীন কাউকে সভাপতি করার স্পষ্ট বিধান না থাকার কারণে জটিলতা আরও বাড়ছে।
আরও পড়ুন:
কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন ছড়িয়েছে, সরকারের মধ্যে বিসিবি সভাপতির পদ থেকে ফারুক আহমেদকে সরানোর চিন্তা-ভাবনা চলছে। গতকাল তাঁকে নাকি ক্রীড়া উপদেষ্টা পদত্যাগ করার কথা বলেছেন বলেও খবর ছড়িয়েছে।
বিষয়টি নিয়ে আজ সকালে আজকের পত্রিকাকে ফারুক আহমেদ বলেন, ‘পদত্যাগ করতে বলেনি। আমাকে চালিয়ে যেতে বলা হয়েছে। পদত্যাগের কথা বলা হয়নি। যাঁর যাঁর মতো লিখছেন, লিখতে থাকুন।’
পদত্যাগ করতে বলেনি দাবি করলেও সভাপতি হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়া এখন যথেষ্ট কঠিন হয়ে উঠেছে ফারুকের। বিশেষ করে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পর থেকে ফারুকের পথ আরও কঠিন হয়ে গেছে। বিসিবির বোর্ড পরিচালন পর্ষদের বেশির ভাগ সদস্যই তাঁকে ‘প্রতিপক্ষ’ হিসেবে বিবেচনা করেছেন গত কয়েক মাসের কর্মকাণ্ডে। এই ভিন্নমতের কারণে বোর্ডে অচলাবস্থা বাড়ছে।
ফারুককে সরিয়ে বিসিবি সভাপতির পদে বসানোর বিষয়ে আইসিসিতে কর্মরত আমিনুল ইসলাম বুলবুলের নাম ইতিমধ্যে আলোচনা হতে শুরু করেছে। বর্তমানে তিনি পারিবারিক কারণে ঢাকায় অবস্থান করছেন। আজকের পত্রিকাকে বুলবুল বলেছেন, ‘কোনো পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়নি। এটা নিয়ে কিছু বলতেও চাইছি না।’ তিনি অস্ট্রেলিয়া থেকে ঢাকায় এসেছেন মূলত জরুরি কিছু পারিবারিক কাজে। তাঁর দেশে আসার পরিকল্পনা হুট করে নয়, বরং বেশ আগে থেকেই।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বিসিবিতে নতুন নেতৃত্ব আসে। ফারুক তখন এনএসসির কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালক হন, ২১ আগস্ট পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন। যেহেতু তিনি এনএসসির কোটায় এসেছেন, তাই সরকারের হস্তক্ষেপের সুযোগ এখানেই বেশি থাকে। যদি ফারুক নির্বাচিত পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করতেন, তাহলে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সরানো এত সহজ হতো না। কিন্তু বাস্তবতা ভিন্ন। সাম্প্রতিক বিতর্ক এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে দূরত্ব তাঁর ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে।
তবে এ ধরনের পরিবর্তন হলে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিষেধাজ্ঞায় পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাবে না। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের সরকারি হস্তক্ষেপের কারণে সাময়িক নিষেধাজ্ঞার পড়েছিল। বিসিবির গঠনতন্ত্রে অন্তর্বর্তীকালীন কাউকে সভাপতি করার স্পষ্ট বিধান না থাকার কারণে জটিলতা আরও বাড়ছে।
আরও পড়ুন:
অবশেষে জাতীয় ক্রিকেট লিগে যুক্ত হয়েছে ময়মনসিংহ দল। আজ পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানিয়েছে বিসিবির মিডিয়া কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু। মিঠু সংবাদমাধ্যমকে বলেন, ‘ময়মনসিংহ বিভাগকে (এন
৭ ঘণ্টা আগেবাংলাদেশ নারী ফুটবলে এখন আলোচিত মুখ ঋতুপর্ণা চাকমা। তাঁর ফুটবল নৈপুণ্যে প্রথমবারের মতো বাংলাদেশ জায়গা করে নিয়েছে নারী এশিয়ান কাপে। এরপর উঠে আসে তাঁর পারিবারিক জীবনের সংগ্রামের গল্প। তাঁকে নতুন বাড়ি উপহার দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৭ ঘণ্টা আগেঅ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি শেষ হয়েছে গত সপ্তাহে। দেড় মাসের বেশি সময় ধরে চলা ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ঘটেছে অনেক আলোচিত ঘটনা। মাঠের ক্রিকেট তো বটেই, এর বাইরেও অনেক ঘটনায় হয়েছে আলোচনা-সমালোচনা। যার মধ্যে একটি ঘটনায় ভারতীয় ক্রিকেটারের শাস্তির দাবি করছেন বেন ডাকেটের শৈশবের কোচ।
১১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৪ উইকেট নিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। জিতেছে পাকিস্তান। ম্যাচসেরা অবশ্য তিনি হতে পারেননি, হয়েছেন অভিষিক্ত হাসান নওয়াজ। ওয়েস্ট ইন্ডিজের ২৮০ রান টপকে যেতে নওয়াজ খেলেছেন ৫৪ বলে হার না মানা ৬৩ রানের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রান তাড়া করার নিজেদের নতুন...
১১ ঘণ্টা আগে