নাম, ব্যাটিং পজিশন, ব্যাটিং অর্ডার—দুজন ক্রিকেটারের মধ্যে এত মিল অবশ্য কমই দেখা যায়। এখানে বলা হচ্ছে তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিমের কথা। দুজনেই বাঁহাতি ওপেনার। যেখানে এবারের বিশ্বকাপের দলে নেই সিনিয়র তামিম। তাঁর পরিবর্তে খেলছেন তামিম জুনিয়র। শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেছেন বাংলাদেশের তরুণ বাঁহাতি ওপেনার।
আন্তর্জাতিক ক্রিকেটে তানজিদ তামিমের পথচলা শুরু হয়েছে এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে হওয়া এশিয়া কাপ দিয়ে। এরপর খেলেছেন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তবে প্রতিভার ঝলক তিনি দেখাতে পারেননি। ৫ ওয়ানডেতে ৮.৫ গড়ে করেছেন ৩৪ রান। সর্বোচ্চ ১৬ রান করেছেন কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে। নিউজিল্যান্ড সিরিজ শেষে তামিম ডাক পেয়েছেন বাংলাদেশের বিশ্বকাপ দলে। বিশ্বকাপের আয়োজক ভারতে তাঁর পরীক্ষা হয় গতকাল গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। ২৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দিতে অবদান রেখেছেন তিনি। প্রথম পাওয়ারপ্লেতে তামিম-লিটনের সাবলীল ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছে ৫৪ রান। উদ্বোধনী জুটিতে এসেছে ১৩১ রান।
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তামিম। ৫৩ বলে তুলে নিয়েছেন ফিফটি। লিটন আউট হওয়ার পরও নিজের সাবলীল খেলা খেলেছেন তামিম। পুল শট, কাভার ড্রাইভ, স্কয়ার কাট—ক্রিকেটের ব্যাকরণগত শটগুলোতে ছিল শিল্পীর ছোঁয়া। একটা সময় মনে হচ্ছিল, সেঞ্চুরি করে ফেলবেন তামিম। তবে সেঞ্চুরির কাছাকাছি এসে আউট হয়েছেন তিনি। ৮৮ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৪ রান করেছেন তামিম। যে বলে আউট হয়েছেন, সেটাতে ফিল্ডারের কৃতিত্বই বেশি। মিড অফে লাফ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেছেন শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা।
সিনিয়র তামিমের সঙ্গে গতকাল একটা জায়গায় মিলে গেছেন জুনিয়র তামিম। ২০০৭ বিশ্বকাপের আগে চার ওয়ানডেতে ৬৭ রান করেছিলেন তামিম ইকবাল। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪৮ বলে ৪৬ রান করেছিলেন তিনি। তারপর বিশ্বকাপে পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে ৫৩ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এরপর ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন অসংখ্য রেকর্ড। অন্যদিকে জুনিয়র তামিমও ওয়ানডে ক্যারিয়ারের প্রথম চার ইনিংসে ফিফটিও করতে পারেননি। ফিফটি করেছেন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে। সিনিয়র তামিমের মতো রেকর্ডময় ক্যারিয়ার তানজিদ তামিম করতে পারবেন কি না, তা হয়তো সময়ই বলে দেবে।
নাম, ব্যাটিং পজিশন, ব্যাটিং অর্ডার—দুজন ক্রিকেটারের মধ্যে এত মিল অবশ্য কমই দেখা যায়। এখানে বলা হচ্ছে তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিমের কথা। দুজনেই বাঁহাতি ওপেনার। যেখানে এবারের বিশ্বকাপের দলে নেই সিনিয়র তামিম। তাঁর পরিবর্তে খেলছেন তামিম জুনিয়র। শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেছেন বাংলাদেশের তরুণ বাঁহাতি ওপেনার।
আন্তর্জাতিক ক্রিকেটে তানজিদ তামিমের পথচলা শুরু হয়েছে এ বছরের আগস্ট-সেপ্টেম্বরে হওয়া এশিয়া কাপ দিয়ে। এরপর খেলেছেন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। তবে প্রতিভার ঝলক তিনি দেখাতে পারেননি। ৫ ওয়ানডেতে ৮.৫ গড়ে করেছেন ৩৪ রান। সর্বোচ্চ ১৬ রান করেছেন কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে। নিউজিল্যান্ড সিরিজ শেষে তামিম ডাক পেয়েছেন বাংলাদেশের বিশ্বকাপ দলে। বিশ্বকাপের আয়োজক ভারতে তাঁর পরীক্ষা হয় গতকাল গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে। ২৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দিতে অবদান রেখেছেন তিনি। প্রথম পাওয়ারপ্লেতে তামিম-লিটনের সাবলীল ব্যাটিংয়ে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছে ৫৪ রান। উদ্বোধনী জুটিতে এসেছে ১৩১ রান।
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তামিম। ৫৩ বলে তুলে নিয়েছেন ফিফটি। লিটন আউট হওয়ার পরও নিজের সাবলীল খেলা খেলেছেন তামিম। পুল শট, কাভার ড্রাইভ, স্কয়ার কাট—ক্রিকেটের ব্যাকরণগত শটগুলোতে ছিল শিল্পীর ছোঁয়া। একটা সময় মনে হচ্ছিল, সেঞ্চুরি করে ফেলবেন তামিম। তবে সেঞ্চুরির কাছাকাছি এসে আউট হয়েছেন তিনি। ৮৮ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৪ রান করেছেন তামিম। যে বলে আউট হয়েছেন, সেটাতে ফিল্ডারের কৃতিত্বই বেশি। মিড অফে লাফ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেছেন শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা।
সিনিয়র তামিমের সঙ্গে গতকাল একটা জায়গায় মিলে গেছেন জুনিয়র তামিম। ২০০৭ বিশ্বকাপের আগে চার ওয়ানডেতে ৬৭ রান করেছিলেন তামিম ইকবাল। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৪৮ বলে ৪৬ রান করেছিলেন তিনি। তারপর বিশ্বকাপে পোর্ট অব স্পেনে ভারতের বিপক্ষে ৫৩ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এরপর ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেটে করেছেন অসংখ্য রেকর্ড। অন্যদিকে জুনিয়র তামিমও ওয়ানডে ক্যারিয়ারের প্রথম চার ইনিংসে ফিফটিও করতে পারেননি। ফিফটি করেছেন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে। সিনিয়র তামিমের মতো রেকর্ডময় ক্যারিয়ার তানজিদ তামিম করতে পারবেন কি না, তা হয়তো সময়ই বলে দেবে।
লাহোর কালান্দার্সের একাদশে নিয়মিতই হয়ে গিয়েছিলেন রিশাদ হোসেন। সেটা তাঁর পারফরম্যান্স দিয়েই। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিরও প্রশংসা কুড়িয়েছিলেন রিশাদ। তবে বাংলাদেশি লেগস্পিনারের এখন পাকিস্তান সুপার লিগে খেলাটা হয়ে গেছে ‘অমাবশ্যার চাঁদ’-এর মতো।
১ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের টিকিট আগেই কেটে ফেলেছে আর্জেন্টিনা। আর এ বছরের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হওয়ার পর লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজদের আর্জেন্টিনা অনেকটাই ঝাড়া হাত পা। তবে তাই বলে তো তাঁরা বসে থাকছেন না।
২ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দলের আগামী এক মাস ব্যস্ত থাকবে সীমিত ওভারের ক্রিকেটে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলের সেই শুরুটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ দিয়ে।
২ ঘণ্টা আগেচার দিনের বিরতির পর আজ মাঠে নামছে পেশোয়ার জালমি। বাংলাদেশ সময় রাত ৯টায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে পেশোয়ার-ইসলামাবাদ ম্যাচ। পিএসএলে নাহিদ রানার অভিষেক হবে কিনা, সেটা জানতে আজ রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর আগে ২৭ এপ্রিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ম্যাচের আগেও সামাজিক মাধ্যমে রানার অন
৩ ঘণ্টা আগে