ষষ্ঠ বিশ্বকাপ জয়ের আনন্দও ঠিকমতো উপভোগ করতে পারছেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটার। করবেন কী করে? একদিন পরেই যে ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ খেলতে নামতে হবে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অজিরা দল ঘোষণা করেছে।
বিশ্বকাপজয়ী অধিকাংশ ক্রিকেটার এই সিরিজে খেললেও অস্ট্রেলিয়ার বেশ কিছু তারকা ক্রিকেটার থাকছেন না ভারতের বিপক্ষে। এই সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। টেস্ট ক্রিকেট ছাড়ার ঘোষণা আগেই দেওয়ায় হয়তো ঘরের মাঠে পাকিস্তান সিরিজকে পাখির চোখ করেছেন তিনি। যেন দীর্ঘ সংস্করণের শেষটা রাঙাতে পারেন।
অস্ট্রেলিয়ান ওপেনারের মতো থাকছেন না বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে দুই পেসার জস হ্যাজলউড-মিচেল স্টার্ক এবং দুই অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন-মিচেল মার্শও। মূলত পাকিস্তানের বিপক্ষে আগামী মাসে টেস্ট সিরিজকে মাথায় রেখেই দলটির ক্রিকেট বোর্ডও তাঁদের বিশ্রাম দিয়েছে।
টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অজিদের নেতৃত্ব দিয়েছিলেন মার্শ। শোনা যাচ্ছে ভবিষ্যতে তাঁর কাঁধেই স্থায়ীভাবে নেতৃত্বভার উঠতে যাচ্ছে। বেশ কয়েকজন তারকা ক্রিকেটার না থাকায় অ্যারন হার্ডি ও কেন রিচার্ডসনকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া।
শুধু বেশ কিছু ক্রিকেটারই নন অজিদের কোচও বিশ্রামে যাচ্ছেন। টেস্ট সিরিজকে সামনে রেখে ভারতের বিপক্ষে অজিদের ডাগআউটে থাকছেন না কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তাঁর বদলে দায়িত্ব পেয়েছেন অ্যান্ড্রে বোরোবিচ। অস্ট্রেলিয়ার মতো ভারতও মূল দল খেলাচ্ছে না।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৩ নভেম্বর। প্রথম টি-টোয়েন্টিটি বিশাখাপত্তমে। ৩ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচটি হবে বেঙ্গালুরুতে।
অস্ট্রেলিয়ার স্কোয়াড—
ম্যাথু ওয়েড (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, জস ইংলিস, অ্যারন হার্ডি, জেসন বেহেরনডর্ফ, শন অ্যাবোট, নাথান এলিস, কেন রিচার্ডসন, অ্যাডাম্প জাম্পা, তানভীর সাঙ্ঘা।
ষষ্ঠ বিশ্বকাপ জয়ের আনন্দও ঠিকমতো উপভোগ করতে পারছেন না অস্ট্রেলিয়ার ক্রিকেটার। করবেন কী করে? একদিন পরেই যে ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজ খেলতে নামতে হবে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অজিরা দল ঘোষণা করেছে।
বিশ্বকাপজয়ী অধিকাংশ ক্রিকেটার এই সিরিজে খেললেও অস্ট্রেলিয়ার বেশ কিছু তারকা ক্রিকেটার থাকছেন না ভারতের বিপক্ষে। এই সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। টেস্ট ক্রিকেট ছাড়ার ঘোষণা আগেই দেওয়ায় হয়তো ঘরের মাঠে পাকিস্তান সিরিজকে পাখির চোখ করেছেন তিনি। যেন দীর্ঘ সংস্করণের শেষটা রাঙাতে পারেন।
অস্ট্রেলিয়ান ওপেনারের মতো থাকছেন না বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে দুই পেসার জস হ্যাজলউড-মিচেল স্টার্ক এবং দুই অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন-মিচেল মার্শও। মূলত পাকিস্তানের বিপক্ষে আগামী মাসে টেস্ট সিরিজকে মাথায় রেখেই দলটির ক্রিকেট বোর্ডও তাঁদের বিশ্রাম দিয়েছে।
টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অজিদের নেতৃত্ব দিয়েছিলেন মার্শ। শোনা যাচ্ছে ভবিষ্যতে তাঁর কাঁধেই স্থায়ীভাবে নেতৃত্বভার উঠতে যাচ্ছে। বেশ কয়েকজন তারকা ক্রিকেটার না থাকায় অ্যারন হার্ডি ও কেন রিচার্ডসনকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া।
শুধু বেশ কিছু ক্রিকেটারই নন অজিদের কোচও বিশ্রামে যাচ্ছেন। টেস্ট সিরিজকে সামনে রেখে ভারতের বিপক্ষে অজিদের ডাগআউটে থাকছেন না কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তাঁর বদলে দায়িত্ব পেয়েছেন অ্যান্ড্রে বোরোবিচ। অস্ট্রেলিয়ার মতো ভারতও মূল দল খেলাচ্ছে না।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২৩ নভেম্বর। প্রথম টি-টোয়েন্টিটি বিশাখাপত্তমে। ৩ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচটি হবে বেঙ্গালুরুতে।
অস্ট্রেলিয়ার স্কোয়াড—
ম্যাথু ওয়েড (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, জস ইংলিস, অ্যারন হার্ডি, জেসন বেহেরনডর্ফ, শন অ্যাবোট, নাথান এলিস, কেন রিচার্ডসন, অ্যাডাম্প জাম্পা, তানভীর সাঙ্ঘা।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে