ক্রীড়া ডেস্ক
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আজই যাচ্ছেন নাহিদ রানা। দুপুর ১টার ফ্লাইটে পাকিস্তানে রওনা হওয়ার কথা তাঁর। পিএসএলে এই গতি তারকা খেলবেন পেশোয়ার জালমির হয়ে। নিলামে গোল্ড ক্যাটাগরিতে নাহিদকে সরাসরি নিয়েছে বাবর আজমের দল। পেশোয়ারে সাইম আইয়ুব, মোহাম্মদ হারিসদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করবেন নাহিদ।
জিম্বাবুয়ে সিরিজে প্রথম টেস্ট খেলেছেন নাহিদ। বিসিবি থেকে পিএসএলের অনাপত্তিপত্র পাওয়ায় আগে থেকেই নিশ্চিত ছিল চট্টগ্রাম টেস্টে খেলে হবে না তাঁরা। দেশ ছাড়ার আগে নাহিদ জানিয়েছেন পিএসএলেও উজ্জ্বল ছাপ রাখতে চান তিনি। নিজের লক্ষ্যর কথা সংবাদমাধ্যমকে এভাবেই বললেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে (পিএসএলে যাচ্ছেন)। প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছি, এটা নতুন একটা অভিজ্ঞতা। চেষ্টা করব নতুন কিছু শেখার। লক্ষ্য আগে থেকে ঠিক করিনি। চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ ভালো করার।’
পেশোয়ারে নাহিদ রানা খেলবেন বাবর আজমের নেতৃত্বে। দলের সব ক্রিকেটারকেই তাঁর পছন্দ, তবে আলাদা করে ভালো লাগে বাবর আজমকে। তবে পিএসএলে খেলতে গিয়ে শিখতে চান পাকিস্তানের কিংবদন্তি পেসারদের কাছ থেকে, ‘সবাইকেই কম বেশি পছন্দ। তবে বাবর আজমকে ভালো লাগে। বাবর তো ব্যাটার। আমি চেষ্টা করব পাকিস্তানের লিজেন্ডারি বোলারদের কাছ থেকে নতুন কিছু শেখার। কারও সঙ্গে প্রতিযোগিতা নয়, নিজের সঙ্গে নিজে লড়াই করি।’
নাহিদের বোলিং দেখে মুগ্ধ সাবেকরা অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন। সতীর্থদের পাশাপাশি মোহাম্মদ রিজওয়ানসহ অনেকেই নাহিদে মুগ্ধতা প্রকাশ করেন। তবে নাহিদ জানিয়েছেন তিনি প্রশংসা কমই দেখেন। এর ব্যাখ্যায় বললেন, ‘প্রশংসাগুলো যত পারি কম দেখি। প্রশংসা মানুষকে সন্তুষ্ট করে ফেলে। সেসব জিনিস আমি যত পারি কম দেখি।’
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আজই যাচ্ছেন নাহিদ রানা। দুপুর ১টার ফ্লাইটে পাকিস্তানে রওনা হওয়ার কথা তাঁর। পিএসএলে এই গতি তারকা খেলবেন পেশোয়ার জালমির হয়ে। নিলামে গোল্ড ক্যাটাগরিতে নাহিদকে সরাসরি নিয়েছে বাবর আজমের দল। পেশোয়ারে সাইম আইয়ুব, মোহাম্মদ হারিসদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করবেন নাহিদ।
জিম্বাবুয়ে সিরিজে প্রথম টেস্ট খেলেছেন নাহিদ। বিসিবি থেকে পিএসএলের অনাপত্তিপত্র পাওয়ায় আগে থেকেই নিশ্চিত ছিল চট্টগ্রাম টেস্টে খেলে হবে না তাঁরা। দেশ ছাড়ার আগে নাহিদ জানিয়েছেন পিএসএলেও উজ্জ্বল ছাপ রাখতে চান তিনি। নিজের লক্ষ্যর কথা সংবাদমাধ্যমকে এভাবেই বললেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে (পিএসএলে যাচ্ছেন)। প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছি, এটা নতুন একটা অভিজ্ঞতা। চেষ্টা করব নতুন কিছু শেখার। লক্ষ্য আগে থেকে ঠিক করিনি। চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ ভালো করার।’
পেশোয়ারে নাহিদ রানা খেলবেন বাবর আজমের নেতৃত্বে। দলের সব ক্রিকেটারকেই তাঁর পছন্দ, তবে আলাদা করে ভালো লাগে বাবর আজমকে। তবে পিএসএলে খেলতে গিয়ে শিখতে চান পাকিস্তানের কিংবদন্তি পেসারদের কাছ থেকে, ‘সবাইকেই কম বেশি পছন্দ। তবে বাবর আজমকে ভালো লাগে। বাবর তো ব্যাটার। আমি চেষ্টা করব পাকিস্তানের লিজেন্ডারি বোলারদের কাছ থেকে নতুন কিছু শেখার। কারও সঙ্গে প্রতিযোগিতা নয়, নিজের সঙ্গে নিজে লড়াই করি।’
নাহিদের বোলিং দেখে মুগ্ধ সাবেকরা অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন। সতীর্থদের পাশাপাশি মোহাম্মদ রিজওয়ানসহ অনেকেই নাহিদে মুগ্ধতা প্রকাশ করেন। তবে নাহিদ জানিয়েছেন তিনি প্রশংসা কমই দেখেন। এর ব্যাখ্যায় বললেন, ‘প্রশংসাগুলো যত পারি কম দেখি। প্রশংসা মানুষকে সন্তুষ্ট করে ফেলে। সেসব জিনিস আমি যত পারি কম দেখি।’
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৭ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে