ক্রীড়া ডেস্ক
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আজই যাচ্ছেন নাহিদ রানা। দুপুর ১টার ফ্লাইটে পাকিস্তানে রওনা হওয়ার কথা তাঁর। পিএসএলে এই গতি তারকা খেলবেন পেশোয়ার জালমির হয়ে। নিলামে গোল্ড ক্যাটাগরিতে নাহিদকে সরাসরি নিয়েছে বাবর আজমের দল। পেশোয়ারে সাইম আইয়ুব, মোহাম্মদ হারিসদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করবেন নাহিদ।
জিম্বাবুয়ে সিরিজে প্রথম টেস্ট খেলেছেন নাহিদ। বিসিবি থেকে পিএসএলের অনাপত্তিপত্র পাওয়ায় আগে থেকেই নিশ্চিত ছিল চট্টগ্রাম টেস্টে খেলে হবে না তাঁরা। দেশ ছাড়ার আগে নাহিদ জানিয়েছেন পিএসএলেও উজ্জ্বল ছাপ রাখতে চান তিনি। নিজের লক্ষ্যর কথা সংবাদমাধ্যমকে এভাবেই বললেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে (পিএসএলে যাচ্ছেন)। প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছি, এটা নতুন একটা অভিজ্ঞতা। চেষ্টা করব নতুন কিছু শেখার। লক্ষ্য আগে থেকে ঠিক করিনি। চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ ভালো করার।’
পেশোয়ারে নাহিদ রানা খেলবেন বাবর আজমের নেতৃত্বে। দলের সব ক্রিকেটারকেই তাঁর পছন্দ, তবে আলাদা করে ভালো লাগে বাবর আজমকে। তবে পিএসএলে খেলতে গিয়ে শিখতে চান পাকিস্তানের কিংবদন্তি পেসারদের কাছ থেকে, ‘সবাইকেই কম বেশি পছন্দ। তবে বাবর আজমকে ভালো লাগে। বাবর তো ব্যাটার। আমি চেষ্টা করব পাকিস্তানের লিজেন্ডারি বোলারদের কাছ থেকে নতুন কিছু শেখার। কারও সঙ্গে প্রতিযোগিতা নয়, নিজের সঙ্গে নিজে লড়াই করি।’
নাহিদের বোলিং দেখে মুগ্ধ সাবেকরা অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন। সতীর্থদের পাশাপাশি মোহাম্মদ রিজওয়ানসহ অনেকেই নাহিদে মুগ্ধতা প্রকাশ করেন। তবে নাহিদ জানিয়েছেন তিনি প্রশংসা কমই দেখেন। এর ব্যাখ্যায় বললেন, ‘প্রশংসাগুলো যত পারি কম দেখি। প্রশংসা মানুষকে সন্তুষ্ট করে ফেলে। সেসব জিনিস আমি যত পারি কম দেখি।’
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আজই যাচ্ছেন নাহিদ রানা। দুপুর ১টার ফ্লাইটে পাকিস্তানে রওনা হওয়ার কথা তাঁর। পিএসএলে এই গতি তারকা খেলবেন পেশোয়ার জালমির হয়ে। নিলামে গোল্ড ক্যাটাগরিতে নাহিদকে সরাসরি নিয়েছে বাবর আজমের দল। পেশোয়ারে সাইম আইয়ুব, মোহাম্মদ হারিসদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করবেন নাহিদ।
জিম্বাবুয়ে সিরিজে প্রথম টেস্ট খেলেছেন নাহিদ। বিসিবি থেকে পিএসএলের অনাপত্তিপত্র পাওয়ায় আগে থেকেই নিশ্চিত ছিল চট্টগ্রাম টেস্টে খেলে হবে না তাঁরা। দেশ ছাড়ার আগে নাহিদ জানিয়েছেন পিএসএলেও উজ্জ্বল ছাপ রাখতে চান তিনি। নিজের লক্ষ্যর কথা সংবাদমাধ্যমকে এভাবেই বললেন, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে (পিএসএলে যাচ্ছেন)। প্রথমবার বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাচ্ছি, এটা নতুন একটা অভিজ্ঞতা। চেষ্টা করব নতুন কিছু শেখার। লক্ষ্য আগে থেকে ঠিক করিনি। চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ ভালো করার।’
পেশোয়ারে নাহিদ রানা খেলবেন বাবর আজমের নেতৃত্বে। দলের সব ক্রিকেটারকেই তাঁর পছন্দ, তবে আলাদা করে ভালো লাগে বাবর আজমকে। তবে পিএসএলে খেলতে গিয়ে শিখতে চান পাকিস্তানের কিংবদন্তি পেসারদের কাছ থেকে, ‘সবাইকেই কম বেশি পছন্দ। তবে বাবর আজমকে ভালো লাগে। বাবর তো ব্যাটার। আমি চেষ্টা করব পাকিস্তানের লিজেন্ডারি বোলারদের কাছ থেকে নতুন কিছু শেখার। কারও সঙ্গে প্রতিযোগিতা নয়, নিজের সঙ্গে নিজে লড়াই করি।’
নাহিদের বোলিং দেখে মুগ্ধ সাবেকরা অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন। সতীর্থদের পাশাপাশি মোহাম্মদ রিজওয়ানসহ অনেকেই নাহিদে মুগ্ধতা প্রকাশ করেন। তবে নাহিদ জানিয়েছেন তিনি প্রশংসা কমই দেখেন। এর ব্যাখ্যায় বললেন, ‘প্রশংসাগুলো যত পারি কম দেখি। প্রশংসা মানুষকে সন্তুষ্ট করে ফেলে। সেসব জিনিস আমি যত পারি কম দেখি।’
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৬ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে