ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে জসপ্রীত বুমরা। শুক্রবার এজবাস্টন টেস্টে টস করতে নামলেই রেকর্ড গড়বেন তিনি। ৩৫ বছর পর টেস্টে প্রথম কোনো পেস বোলার নেতৃত্ব দেবেন ভারতকে।
কপিল দেব ১৯৮৭ সালে প্রথম পেস বোলার হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। যদিও কপিল ছিলেন অলরাউন্ডার। তাঁর নেতৃত্বেই ভারত ১৯৮৩ সালে নিজেদের প্রথম বিশ্বকাপ জিতেছিল।
কপিলকে অলরাউন্ডার ধরলে বুমরা হবেন প্রথম টেস্ট ক্রিকেটার, যিনি পুরোদস্তুর পেসার হিসেবে ভারতকে নেতৃত্ব দেবেন। রোহিত শর্মা করোনা পরীক্ষায় দ্বিতীয়বার পজিটিভ হওয়ায় অধিনায়কত্বের গুরুদায়িত্ব পেয়েছেন বুমরা। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা বলেছেন, ‘রোহিত এজবাস্টন টেস্ট থেকে ছিটকে গেছে। তাঁর দ্বিতীয়বারের করোনা পরীক্ষার ফলও পজিটিভ এসেছে। লোকেশ রাহুলকেও চোটের কারণে পাওয়া যাচ্ছে না। দুজনের অনুপস্থিতিতে বুমরা দলকে নেতৃত্ব দেবে।’
গত বছর এক সাক্ষাৎকারে ভারতকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন বুমরা। বলেছিলেন, ‘অধিনায়কত্ব পেলে সম্মানিতবোধ করব। মনে হয় না কেউ এমন সুযোগ পেলে হাতছাড়া করবে। তবে এর পেছনে ছুটতে চাই না। সুযোগের অপেক্ষায় থাকব।’
সেই সুযোগ এত দ্রুত আসবে, বুমরা হয়তো নিজেও ভাবেননি। শুক্রবার টস করতে নামলেই তিনি হবেন ভারতের ৩৬ তম টেস্ট অধিনায়ক। আর সব সংস্করণ মিলিয়ে এ বছর ভারতের ষষ্ঠ অধিনায়ক হবেন বুমরা। এটি ভারতীয় ক্রিকেটে তো বটেই, ক্রিকেট ইতিহাসে এমন প্রথম। এর আগে ১৯৫৯ সালে একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন পাঁচজন। সেই দলটার নামও ভারত। বুমরা ৬৩ বছর আগের রেকর্ডটি ভাঙতে চলেছেন।
ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে জসপ্রীত বুমরা। শুক্রবার এজবাস্টন টেস্টে টস করতে নামলেই রেকর্ড গড়বেন তিনি। ৩৫ বছর পর টেস্টে প্রথম কোনো পেস বোলার নেতৃত্ব দেবেন ভারতকে।
কপিল দেব ১৯৮৭ সালে প্রথম পেস বোলার হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। যদিও কপিল ছিলেন অলরাউন্ডার। তাঁর নেতৃত্বেই ভারত ১৯৮৩ সালে নিজেদের প্রথম বিশ্বকাপ জিতেছিল।
কপিলকে অলরাউন্ডার ধরলে বুমরা হবেন প্রথম টেস্ট ক্রিকেটার, যিনি পুরোদস্তুর পেসার হিসেবে ভারতকে নেতৃত্ব দেবেন। রোহিত শর্মা করোনা পরীক্ষায় দ্বিতীয়বার পজিটিভ হওয়ায় অধিনায়কত্বের গুরুদায়িত্ব পেয়েছেন বুমরা। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা বলেছেন, ‘রোহিত এজবাস্টন টেস্ট থেকে ছিটকে গেছে। তাঁর দ্বিতীয়বারের করোনা পরীক্ষার ফলও পজিটিভ এসেছে। লোকেশ রাহুলকেও চোটের কারণে পাওয়া যাচ্ছে না। দুজনের অনুপস্থিতিতে বুমরা দলকে নেতৃত্ব দেবে।’
গত বছর এক সাক্ষাৎকারে ভারতকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন বুমরা। বলেছিলেন, ‘অধিনায়কত্ব পেলে সম্মানিতবোধ করব। মনে হয় না কেউ এমন সুযোগ পেলে হাতছাড়া করবে। তবে এর পেছনে ছুটতে চাই না। সুযোগের অপেক্ষায় থাকব।’
সেই সুযোগ এত দ্রুত আসবে, বুমরা হয়তো নিজেও ভাবেননি। শুক্রবার টস করতে নামলেই তিনি হবেন ভারতের ৩৬ তম টেস্ট অধিনায়ক। আর সব সংস্করণ মিলিয়ে এ বছর ভারতের ষষ্ঠ অধিনায়ক হবেন বুমরা। এটি ভারতীয় ক্রিকেটে তো বটেই, ক্রিকেট ইতিহাসে এমন প্রথম। এর আগে ১৯৫৯ সালে একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন পাঁচজন। সেই দলটার নামও ভারত। বুমরা ৬৩ বছর আগের রেকর্ডটি ভাঙতে চলেছেন।
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
১০ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
১১ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১২ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১৩ ঘণ্টা আগে