Ajker Patrika

ভারতের অধিনায়ক হতেই বুমরার ইতিহাস

ভারতের অধিনায়ক হতেই বুমরার ইতিহাস

ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে জসপ্রীত বুমরা। শুক্রবার এজবাস্টন টেস্টে টস করতে নামলেই রেকর্ড গড়বেন তিনি। ৩৫ বছর পর টেস্টে প্রথম কোনো পেস বোলার নেতৃত্ব দেবেন ভারতকে।

কপিল দেব ১৯৮৭ সালে প্রথম পেস বোলার হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। যদিও কপিল ছিলেন অলরাউন্ডার। তাঁর নেতৃত্বেই ভারত ১৯৮৩ সালে নিজেদের প্রথম বিশ্বকাপ জিতেছিল। 

কপিলকে অলরাউন্ডার ধরলে বুমরা হবেন প্রথম টেস্ট ক্রিকেটার, যিনি পুরোদস্তুর পেসার হিসেবে ভারতকে নেতৃত্ব দেবেন। রোহিত শর্মা করোনা পরীক্ষায় দ্বিতীয়বার পজিটিভ হওয়ায় অধিনায়কত্বের গুরুদায়িত্ব পেয়েছেন বুমরা। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা বলেছেন, ‘রোহিত এজবাস্টন টেস্ট থেকে ছিটকে গেছে। তাঁর দ্বিতীয়বারের করোনা পরীক্ষার ফলও পজিটিভ এসেছে। লোকেশ রাহুলকেও চোটের কারণে পাওয়া যাচ্ছে না। দুজনের অনুপস্থিতিতে বুমরা দলকে নেতৃত্ব দেবে।’ 

গত বছর এক সাক্ষাৎকারে ভারতকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন বুমরা। বলেছিলেন, ‘অধিনায়কত্ব পেলে সম্মানিতবোধ করব। মনে হয় না কেউ এমন সুযোগ পেলে হাতছাড়া করবে। তবে এর পেছনে ছুটতে চাই না। সুযোগের অপেক্ষায় থাকব।’ 

সেই সুযোগ এত দ্রুত আসবে, বুমরা হয়তো নিজেও ভাবেননি। শুক্রবার টস করতে নামলেই তিনি হবেন ভারতের ৩৬ তম টেস্ট অধিনায়ক। আর সব সংস্করণ মিলিয়ে এ বছর ভারতের ষষ্ঠ অধিনায়ক হবেন বুমরা। এটি ভারতীয় ক্রিকেটে তো বটেই, ক্রিকেট ইতিহাসে এমন প্রথম। এর আগে ১৯৫৯ সালে একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন পাঁচজন। সেই দলটার নামও ভারত। বুমরা ৬৩ বছর আগের রেকর্ডটি ভাঙতে চলেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত