ক্রীড়া ডেস্ক
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম আজ কানায়-কানায় পূর্ণ। দর্শকদের তিল ধারণের ঠাঁই নেই। যা এক অর্থে অকল্পনীয়। ভক্ত-সমর্থকদের এত ভিড়ের কারণ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে বিরাট কোহলির ফেরা।
রঞ্জি ট্রফির দিল্লি-রেলওয়েজ ম্যাচ আজ শুরু হয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামে। কোহলির রঞ্জিতে ফেরা নিয়ে ভক্ত-সমর্থকদের উন্মাদনা কতটা, সেটা ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখে বোঝা যাবে। ইন্ডিয়া টুডের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় গতকাল রাত ৩টা থেকে জেটলি স্টেডিয়ামের সামনে দর্শকেরা ভিড় করতে থাকেন। ভোরের আলো ফোটার আগেই গেটগুলোর সামনে ২ কিলোমিটারের মতো লম্বা লাইন পড়ে যায়। গেট খুলতেই হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে পড়েছে যে সেখানে এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। পুলিশের একটি বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রঞ্জিতে কোহলির ফেরার দিনে ভক্ত-সমর্থকদের এত সমাগম দেখে পুলিশের কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। ক্রিকেট সংস্থাটি নিজ উদ্যোগে বেসরকারি নিরাপত্তাকর্মীদেরও নিযুক্ত করেছে। স্টেডিয়ামের বাইরে ভক্ত-সমর্থকেরা কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) নামে অবিরাম স্লোগান দিচ্ছিলেন, তাতে ১৬,১৭ নম্বর গেটের পর ১৮ নম্বর গেটও খুলতে হয়েছে। ডিডিসিএ’র সূত্র ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছে।
কোহলি সর্বশেষ রঞ্জিতে খেলেছেন ২০১২ সালের নভেম্বরে। উত্তর প্রদেশের বিপক্ষে গাজিয়াবাদে তখন ১৪ ও ৪৩ রান করেছিলেন তিনি। সেবারও তিনি দিল্লির হয়ে খেলেছিলেন। ১২ ম্যাচের আগে সেই ম্যাচে উত্তর প্রদেশ জিতেছিল ৬ উইকেটে।
আরও পড়ুন: ১২ বছর ধরে না খেলা টুর্নামেন্টে কি এবার খেলবেন কোহলি
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম আজ কানায়-কানায় পূর্ণ। দর্শকদের তিল ধারণের ঠাঁই নেই। যা এক অর্থে অকল্পনীয়। ভক্ত-সমর্থকদের এত ভিড়ের কারণ ১২ বছর পর রঞ্জি ট্রফিতে বিরাট কোহলির ফেরা।
রঞ্জি ট্রফির দিল্লি-রেলওয়েজ ম্যাচ আজ শুরু হয়েছে অরুণ জেটলি স্টেডিয়ামে। কোহলির রঞ্জিতে ফেরা নিয়ে ভক্ত-সমর্থকদের উন্মাদনা কতটা, সেটা ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন দেখে বোঝা যাবে। ইন্ডিয়া টুডের আজকের এক প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় গতকাল রাত ৩টা থেকে জেটলি স্টেডিয়ামের সামনে দর্শকেরা ভিড় করতে থাকেন। ভোরের আলো ফোটার আগেই গেটগুলোর সামনে ২ কিলোমিটারের মতো লম্বা লাইন পড়ে যায়। গেট খুলতেই হুড়োহুড়ি করে ঢুকতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি এতটাই বেসামাল হয়ে পড়েছে যে সেখানে এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। পুলিশের একটি বাইকও ক্ষতিগ্রস্ত হয়েছে।
রঞ্জিতে কোহলির ফেরার দিনে ভক্ত-সমর্থকদের এত সমাগম দেখে পুলিশের কাছে বাড়তি নিরাপত্তা চেয়েছে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। ক্রিকেট সংস্থাটি নিজ উদ্যোগে বেসরকারি নিরাপত্তাকর্মীদেরও নিযুক্ত করেছে। স্টেডিয়ামের বাইরে ভক্ত-সমর্থকেরা কোহলি ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) নামে অবিরাম স্লোগান দিচ্ছিলেন, তাতে ১৬,১৭ নম্বর গেটের পর ১৮ নম্বর গেটও খুলতে হয়েছে। ডিডিসিএ’র সূত্র ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএসকে জানিয়েছে।
কোহলি সর্বশেষ রঞ্জিতে খেলেছেন ২০১২ সালের নভেম্বরে। উত্তর প্রদেশের বিপক্ষে গাজিয়াবাদে তখন ১৪ ও ৪৩ রান করেছিলেন তিনি। সেবারও তিনি দিল্লির হয়ে খেলেছিলেন। ১২ ম্যাচের আগে সেই ম্যাচে উত্তর প্রদেশ জিতেছিল ৬ উইকেটে।
আরও পড়ুন: ১২ বছর ধরে না খেলা টুর্নামেন্টে কি এবার খেলবেন কোহলি
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
১০ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে