Ajker Patrika

চোটে ছিটকে পড়া রোহিত এখন যুবাদের শিক্ষক! 

চোটে ছিটকে পড়া রোহিত এখন যুবাদের শিক্ষক! 

বিরাট কোহলিকে ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর থেকেই উত্তপ্ত ভারতের ক্রিকেট। অনেকের দাবি, যার কাছে নেতৃত্ব হারিয়েছেন; সেই রোহিত শর্মার সঙ্গে নাকি কোহলির সম্পর্কের টানাপোড়েন চলছে। যে কারণে দক্ষিণ আফ্রিকা সফরে কোহলির অধীনে খেলবেন না টেস্ট সিরিজ। 

তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন রোহিত। জানিয়েছেন, কোহলির সঙ্গে সম্পর্ক আগের মতোই আছে। মনোমালিন্য নয়; বরং হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলা হচ্ছে না তাঁর। 

চোট থেকে দ্রুত সেরে উঠে ওয়ানডে দলে যোগ দিতে উদ্‌গ্রীব রোহিত এই মুহূর্তে আছেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ)। সেখানেই পুনর্বাসন প্রক্রিয়া চলছে তাঁর। এ ফাঁকেই শিক্ষক হিসেবে দেখা গেল তাঁকে। 

কদিন পরেই এশিয়া কাপ ও বিশ্বকাপ খেলতে যাবে ভারত অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ ক্রিকেটারদের ক্লাস নিলেন রোহিত। উত্তরসূরিদের নানা ধরনের টোকা দিয়েছেন ‘দ্য হিটম্যান’। সে সব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। লিখেছে, ‘মহামূল্যবান পরামর্শ। ভারতের সাদা বলের নেতা পুনর্বাসনের ফাঁকে সময় বের করে বেঙ্গালুরুর এনসিএতে প্রস্তুতিরত অনূর্ধ্ব-১৯ দলকে পরামর্শ দিলেন।’ 

বাংলাদেশকে ৫ রানে হারিয়ে গত বার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকায় সেই ভারতকে হারিয়েই প্রথমবার বিশ্বকাপ জেতে আকবর আলীর বাংলাদেশ। 

ফাইনালে বরাবরই ‘জোরকপালে’ রোহিতের টোটকায় উত্তরসূরিরা এবার বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করতেই পারে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত