Ajker Patrika

বাজে হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১৫: ৫৯
আফগানিস্তান সিরিজে খেলা নিয়ে এখন শঙ্কা মুশফিকুর রহিমের। ছবি: ফাইল ছবি
আফগানিস্তান সিরিজে খেলা নিয়ে এখন শঙ্কা মুশফিকুর রহিমের। ছবি: ফাইল ছবি

আফগানিস্তান সিরিজের শুরুতেই একের পর এক ধাক্কা খাচ্ছে বাংলাদেশ। শারজায় গত রাতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯২ রানের বড় ব্যবধানে হার তো রয়েছেই। এবার মুশফিকুর রহিমের চোট দুশ্চিন্তা বাড়িয়েছে বাংলাদেশ দলের।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের খেলা নিয়ে এখন জেগেছে শঙ্কা। বিসিবির মেডিকেল সূত্রে জানা গেছে, মুশফিকের বাঁ হাতের আঙুলে চিড় ধরা পড়েছে বলে সন্দেহ করছেন তাঁরা। শারজার স্থানীয় সময় দুপুরে মুশফিকের এক্স-রে করানো হবে। এই এক্স-রের পরই জানা যাবে মুশফিকের চোট কতটা গুরুতর। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে তাঁকে নিয়ে। তাতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হয়তো না-ও খেলতে পারেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শারজায় পরশু মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান।

শারজায় গত রাতে প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং করে আফগানিস্তান ৪৯.৪ ওভারে ২৩৫ রানে অলআউট হয়েছে। জয়ের লক্ষ্যে নেমে বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ২৫.৪ ওভারে ২ উইকেটে ১২০ রান। এমন পরিস্থিতিতে মারাত্মক ধস নামে বাংলাদেশের ইনিংসে। ২৩ রানে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রানেই শেষ নাজমুল হোসেন শান্তর দল। সাত নম্বরে নেমে মুশফিক ৩ বলে ১ রান করেছেন। আল্লাহ গজনফারের বলের লাইন মিস করে স্টাম্পিংয়ের ফাঁদে পড়েছেন তিনি। ওয়ানডে সিরিজ জিততে বাকি দুই ম্যাচ এখন জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ১১ নভেম্বর হবে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডে। শেষ দুই ওয়ানডে ম্যাচও বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত–চীন সীমান্তের শীতল লাদাখ জেন–জি আন্দোলনে অগ্নিগর্ভ কেন

ভারতের কাছে হারের পর বাংলাদেশকে ধুয়ে দিলেন রুবেল

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

চীনা নেতৃত্বাধীন বৃহত্তম বাণিজ্য জোট আরসিইপিতে যোগ দিতে চায় বাংলাদেশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত