আইসিসি ইভেন্টের দল ঘোষণা অন্যান্য দল যেভাবে করে, নিউজিল্যান্ড তাদের থেকে যেন একটু ব্যতিক্রম। প্রতিবারই কিউইরা অভিনব ও সৃজনশীল উপায়ে দল ঘোষণা করে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার ক্ষেত্রেও চমক দেখিয়েছে নিউজিল্যান্ড।
সবার আগে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দল ঘোষণা হয়েছে অকল্যান্ডে। সেখানে ছিলেন টিম সাউদি, জেমস নিশাম, ইশ সোধির মতো তারকা ক্রিকেটাররা। উৎসবমুখর পরিবেশে দল ঘোষণার সময় ছিল বড় চমক। ব্ল্যাকক্যাপসের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা দেড় মিনিটের এক ভিডিওতে দেখা গেছে, ম্যাটিলডা ও অ্যানগাস নামের দুই শিশু দল ঘোষণা করছে। অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় কেইন উইলিয়ামসনের নাম। ভিডিওর ক্যাপশন দেওয়া হয়, ‘বিশেষ অতিথি ম্যাটিলডা ও অ্যাঙ্গাসের সঙ্গে যোগ দিন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা চলছে।’ দল ঘোষণার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সিও উন্মোচন করেছে নিউজিল্যান্ড। ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপের রেট্রো জার্সিই ফিরিয়ে এনেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সিতে প্রথাগত কালো রং নেই। জার্সিতে রয়েছে গাঢ় নীল বর্ণ। মাঝ বরাবর সাদা এক দাগ কাটা রয়েছে। সেখানে ইংরেজিতে লেখা নিউজিল্যান্ড। ব্ল্যাকক্যাপস তাদের পেজে সাউদি, নিশাম, সোধি, চ্যাপম্যানসহ তারকা ক্রিকেটারদের জার্সি পরে একসঙ্গে একটি ছবি পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘১৯৯৯ বিশ্বকাপ থেকে অনুপ্রাণিত। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের জার্সি। এনজেডসি (নিউজিল্যান্ড ক্রিকেট) স্টোর থেকে আগামীকাল পাওয়া যাবে।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণার সময়ও চমক দেখায় নিউজিল্যান্ড। ১৫ সদস্যের দল তখন ঘোষণা করেন খেলোয়াড়দের পরিবারের সদস্যরা। কারও সন্তান খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে। মা-বাবা, স্ত্রী, দাদি, প্রেমিকাদেরও খেলোয়াড়দের নাম বলতে শোনা গিয়েছিল। সেবার উইলিয়ামসনের নেতৃত্বে ভারতে বিশ্বকাপ খেলতে যায় কিউইরা।
আরও পড়ুন:
আইসিসি ইভেন্টের দল ঘোষণা অন্যান্য দল যেভাবে করে, নিউজিল্যান্ড তাদের থেকে যেন একটু ব্যতিক্রম। প্রতিবারই কিউইরা অভিনব ও সৃজনশীল উপায়ে দল ঘোষণা করে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার ক্ষেত্রেও চমক দেখিয়েছে নিউজিল্যান্ড।
সবার আগে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। দল ঘোষণা হয়েছে অকল্যান্ডে। সেখানে ছিলেন টিম সাউদি, জেমস নিশাম, ইশ সোধির মতো তারকা ক্রিকেটাররা। উৎসবমুখর পরিবেশে দল ঘোষণার সময় ছিল বড় চমক। ব্ল্যাকক্যাপসের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা দেড় মিনিটের এক ভিডিওতে দেখা গেছে, ম্যাটিলডা ও অ্যানগাস নামের দুই শিশু দল ঘোষণা করছে। অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় কেইন উইলিয়ামসনের নাম। ভিডিওর ক্যাপশন দেওয়া হয়, ‘বিশেষ অতিথি ম্যাটিলডা ও অ্যাঙ্গাসের সঙ্গে যোগ দিন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা চলছে।’ দল ঘোষণার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সিও উন্মোচন করেছে নিউজিল্যান্ড। ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপের রেট্রো জার্সিই ফিরিয়ে এনেছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সিতে প্রথাগত কালো রং নেই। জার্সিতে রয়েছে গাঢ় নীল বর্ণ। মাঝ বরাবর সাদা এক দাগ কাটা রয়েছে। সেখানে ইংরেজিতে লেখা নিউজিল্যান্ড। ব্ল্যাকক্যাপস তাদের পেজে সাউদি, নিশাম, সোধি, চ্যাপম্যানসহ তারকা ক্রিকেটারদের জার্সি পরে একসঙ্গে একটি ছবি পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘১৯৯৯ বিশ্বকাপ থেকে অনুপ্রাণিত। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলের জার্সি। এনজেডসি (নিউজিল্যান্ড ক্রিকেট) স্টোর থেকে আগামীকাল পাওয়া যাবে।’
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণার সময়ও চমক দেখায় নিউজিল্যান্ড। ১৫ সদস্যের দল তখন ঘোষণা করেন খেলোয়াড়দের পরিবারের সদস্যরা। কারও সন্তান খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে। মা-বাবা, স্ত্রী, দাদি, প্রেমিকাদেরও খেলোয়াড়দের নাম বলতে শোনা গিয়েছিল। সেবার উইলিয়ামসনের নেতৃত্বে ভারতে বিশ্বকাপ খেলতে যায় কিউইরা।
আরও পড়ুন:
৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
৭ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৮ ঘণ্টা আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
৮ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
৮ ঘণ্টা আগে