Ajker Patrika

ভারতে আসতে না চাইলে এস না, পাকিস্তানকে হরভজন

ভারতে আসতে না চাইলে এস না, পাকিস্তানকে হরভজন

২০২৩ এশিয়া কাপ খেলতে ভারতের পাকিস্তানে না যাওয়ার ইস্যুতে মুখোমুখি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি একই বছরে ভারতে ওয়ানডে বিশ্বকাপে না খেলার হুমকি দেন পাকিস্তানের সাবেক ক্রিকেটারেরা। এবার হরভজন সিং জানিয়ে দিয়েছেন, ভারতে পাকিস্তান দল আসবে কি না এটা তাদের ব্যক্তিগত ব্যাপার।

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ মেলবোর্নে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। এই ম্যাচের আগে পাকিস্তানের এআরওয়াই নিউজ আয়োজিত এক অনুষ্ঠানে গিয়েছিলেন হরভজন। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন পাকিস্তানের সাবেক পেসার তানভীর আহমেদ। তখনই আলোচনায় ওঠে ভারতে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের খেলতে না যাওয়ার ব্যাপার। এই প্রসঙ্গে হরভজন বলেন, ‘ভারতে যদি তোমরা আসতে না চাও, তাহলে এস না। কে তোমাদের আসতে বলেছে? যদি তোমরা আইসিসি ইভেন্টে না খেলতে চাও, এটা। যদি আমাদের খেলোয়াড়েরা নিরাপদ বোধ না করে, তাহলে আমরা পাঠাব না।’

আলোচনা আরও চরমে ওঠে, যখন হরভজনকে জিজ্ঞেস করা হয় যে, পাকিস্তানে বিশ্বকাপ আয়োজিত হলে ভারত আসবে কি না। তখন হরভজন জানিয়েছেন, তারপরও তারা পাঠাবেন না। এরপর সেই উপস্থাপক পাকিস্তানে বিশ্বকাপ আয়োজনের চ্যালেঞ্জ জানালেন। জবাবে হরভজন বলেন, ‘নিলাম চ্যালেঞ্জ। ভারত জানে তাদের ক্রিকেট কীভাবে চালাতে হবে। পিসিবিকে আমাদের দরকার নেই। আমাদের ইস্যু আমরা জানিয়ে দিয়েছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত