আইসিসি র্যাঙ্কিংয়ে দুই নম্বরে পাকিস্তান। চারে অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচের দুটিতে জিতেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া একটিতে। র্যাঙ্কিং আর ফর্মের এই হিসাবে অন্তত এগিয়ে পাকিস্তান। কিন্তু ‘এগিয়ে থাকা’র দাবি করতে পারে অস্ট্রেলিয়াও। ওয়ানডে ক্রিকেটে দুই দলের শেষ ২০ ম্যাচের ১৬টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। তবে গত বছর পাকিস্তানের মাটিতে তারা ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল।
অবশ্য র্যাঙ্কিং কিংবা ফর্মে এগিয়ে থাকা-পিছিয়ে থাকা নিয়ে ভাববার ফুরসত নেই প্যাট কামিন্সের। প্রথম দুটি ম্যাচ হারায় অস্ট্রেলীয় অধিনায়কের কাছে লিগ পর্বের প্রতিটি ম্যাচই এখন ‘ফাইনাল’। টানা দুই হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে অস্ট্রেলিয়া শিবিরে স্বস্তি ফিরলেও অস্বস্তির অনেক কিছুই রয়ে গেছে।
নতুন বলে বরাবরই অস্ট্রেলিয়ার বোলার ভয়ংকর হলেও এই বিশ্বকাপে যেন সেই রূপ হারিয়ে ফেলেছেন মিচেল স্টার্ক-জস হ্যাজলউডরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে উদ্বোধনী জুটিতে প্রোটিয়ারা তুলেছিল ১০৮ রান, শ্রীলঙ্কার ব্যাটাররা ১২৫। তবে এ নিয়ে চিন্তিত নন কামিন্স, ‘এই মুহূর্তে যদি শেষ কয়েকটি ম্যাচের দিকে ফিরে তাকাই, তবে আমাদের উইকেট না পাওয়াটাই চোখে পড়বে। কিন্তু ওই ম্যাচগুলোয় প্রথম ১০ ওভারে অন্তত ৩টি করে উইকেটের সুযোগ মিস করেছি। পাওয়া সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারিনি।’
আজ পাকিস্তানের বিপক্ষে সুযোগ হাতছাড়া করতে চান না কামিন্স। আর মাঠে নামার আগে প্রতিপক্ষকে সমীহও করছেন অস্ট্রেলীয় অধিনায়ক, ‘তারা এমন একটা দল, যাদের দেখলে মনে হবে সবকিছুই ঠিক আছে। তারা এখন একটা গোছালো দল। সত্যিই দুর্দান্ত কয়েকজন পেসার আছেন তাদের, যারা প্রতিপক্ষকে ধাক্কা দিতে সিদ্ধহস্ত।’
প্রতিপক্ষকে নিয়ে কামিন্স এত ভাবলেও নিজেদের নিয়েই দুশ্চিন্তায় পাকিস্তান। দলটিতে চোট আর জ্বরের প্রকোপ। সেটা এতটাই যে, বুধবারের দলীয় অনুশীলনে ছয়জন হাজিরই ছিলেন না। হাঁটুতে চোট পাওয়া ওপেনার ফখর জামান আজও খেলছেন না।
আইসিসি র্যাঙ্কিংয়ে দুই নম্বরে পাকিস্তান। চারে অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচের দুটিতে জিতেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া একটিতে। র্যাঙ্কিং আর ফর্মের এই হিসাবে অন্তত এগিয়ে পাকিস্তান। কিন্তু ‘এগিয়ে থাকা’র দাবি করতে পারে অস্ট্রেলিয়াও। ওয়ানডে ক্রিকেটে দুই দলের শেষ ২০ ম্যাচের ১৬টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। তবে গত বছর পাকিস্তানের মাটিতে তারা ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল।
অবশ্য র্যাঙ্কিং কিংবা ফর্মে এগিয়ে থাকা-পিছিয়ে থাকা নিয়ে ভাববার ফুরসত নেই প্যাট কামিন্সের। প্রথম দুটি ম্যাচ হারায় অস্ট্রেলীয় অধিনায়কের কাছে লিগ পর্বের প্রতিটি ম্যাচই এখন ‘ফাইনাল’। টানা দুই হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে অস্ট্রেলিয়া শিবিরে স্বস্তি ফিরলেও অস্বস্তির অনেক কিছুই রয়ে গেছে।
নতুন বলে বরাবরই অস্ট্রেলিয়ার বোলার ভয়ংকর হলেও এই বিশ্বকাপে যেন সেই রূপ হারিয়ে ফেলেছেন মিচেল স্টার্ক-জস হ্যাজলউডরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে উদ্বোধনী জুটিতে প্রোটিয়ারা তুলেছিল ১০৮ রান, শ্রীলঙ্কার ব্যাটাররা ১২৫। তবে এ নিয়ে চিন্তিত নন কামিন্স, ‘এই মুহূর্তে যদি শেষ কয়েকটি ম্যাচের দিকে ফিরে তাকাই, তবে আমাদের উইকেট না পাওয়াটাই চোখে পড়বে। কিন্তু ওই ম্যাচগুলোয় প্রথম ১০ ওভারে অন্তত ৩টি করে উইকেটের সুযোগ মিস করেছি। পাওয়া সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারিনি।’
আজ পাকিস্তানের বিপক্ষে সুযোগ হাতছাড়া করতে চান না কামিন্স। আর মাঠে নামার আগে প্রতিপক্ষকে সমীহও করছেন অস্ট্রেলীয় অধিনায়ক, ‘তারা এমন একটা দল, যাদের দেখলে মনে হবে সবকিছুই ঠিক আছে। তারা এখন একটা গোছালো দল। সত্যিই দুর্দান্ত কয়েকজন পেসার আছেন তাদের, যারা প্রতিপক্ষকে ধাক্কা দিতে সিদ্ধহস্ত।’
প্রতিপক্ষকে নিয়ে কামিন্স এত ভাবলেও নিজেদের নিয়েই দুশ্চিন্তায় পাকিস্তান। দলটিতে চোট আর জ্বরের প্রকোপ। সেটা এতটাই যে, বুধবারের দলীয় অনুশীলনে ছয়জন হাজিরই ছিলেন না। হাঁটুতে চোট পাওয়া ওপেনার ফখর জামান আজও খেলছেন না।
অনেক দিন ধরেই অসুস্থ হয়ে আর্জেন্টিনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার গালভান। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এ ডিফেন্ডার। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ৭৭ বছর বয়সী গালভান বেশ কয়েক সপ্তাহ ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
২২ মিনিট আগেনারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের পর বাংলাদেশ নারী ক্রিকেট দল আর কোনো ম্যাচ খেলেনি। নিগার সুলতানা জ্যোতি-শারমিন আক্তার সুপ্তাদের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র্যাঙ্কিং হালনাগাদ তো থেমে নেই। বাংলাদেশের ক্রিকেটারদের অবস্থানেরও তাই পরিবর্তন হচ্ছে।
২৪ মিনিট আগেসিলেট থেকে কলম্বো—গতকাল দুই ভেন্যু থেকে দুই রকম সংবাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলকে বাংলাদেশ হারালেও কলম্বোতে শ্রীলঙ্কার যুব দলের কাছে হেরেছেন আজিজুল হাকিম তামিম। ২৪ ঘণ্টা না থাকলেই আজ চট্টগ্রামে নেমেছে বাংলাদেশ নারী ইমার্জিং দল বিপাকে পড়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
২ ঘণ্টা আগেবার্সেলোনা না ইন্টার মিলান—সেমিফাইনালের বাধা উতরে কে উঠবে ফাইনালে। বাজির দরে বার্সেলোনা ফেবারিট। উইলিয়াম হিল কিংবা বেটএমজিএম—দুই বাজিকর প্রতিষ্ঠানে বাজির দরে ইন্টারের চেয়ে ঢের এগিয়ে বার্সেলোনা...
২ ঘণ্টা আগে