Ajker Patrika

পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা নেই আমিরের, বলছেন হাফিজ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ২১: ৫৫
পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা নেই আমিরের, বলছেন হাফিজ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ৩ বছর পূর্ণ হয়েছে মোহাম্মদ আমিরের। ২০২০ সালের ডিসেম্বরে অবসর নেওয়ার সময় বাঁহাতি পেসার জানিয়েছিলেন, পাকিস্তানের তখনকার বোর্ড ও কোচিং স্টাফের ‘মানসিক অত্যাচারে’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য হয়েছেন তিনি। 

পরে আমির প্রকাশ্য জানিয়েছিলেন, মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিসের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা বিদায় নিলে জাতীয় দলে আবারও ফেরার চেষ্টা করবেন তিনি। এই তিনজনের বিদায়ের পর পাকিস্তান ক্রিকেটের অনেক কিছুর পরিবর্তন হলেও তাঁর আর ফেরা হয়নি।

তবে এ বছর বিপিএলে খেলার সময় আবারও জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আমির। তাঁর আগ্রহের কারণে পরে যোগাযোগ করেছিলেন পিসিবির সাবেক প্রধান নির্বাচক হারুন রশিদ। এবার তাঁর ফেরার বিষয়ে যোগাযোগ করেছেন বর্তমান প্রধান নির্বাচক মোহাম্মদ হাফিজও। তবে বাঁহাতি পেসারের সঙ্গে কথা বলে হতাশার গল্পই শোনালেন হাফিজ।

পাকিস্তান দলে আমিরের ফেরার ইচ্ছা নেই বলে জানিয়েছেন হাফিজ। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমিরের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাকে জিজ্ঞেস করেছিলাম, যদি পাকিস্তান দলে আবারও খেলতে চাও তাহলে ঘরোয়া ক্রিকেট এবং পারফরম্যান্স দিয়ে নিজেকে প্রমাণ করাও। অন্য খেলোয়াড়দের মতো তাকেও সমান সুযোগ দেওয়ার বিষয়ে আশ্বস্ত করছিলাম। কিন্তু সে জানাল পাকিস্তানের হয়ে আর খেলতে চায় না। আমাকে জানিয়েছে আন্তর্জাতিক লিগগুলোয় সে তার ভবিষ্যৎ দেখছে।’ 

পাকিস্তানের হয়ে সব মিলিয়ে ১৪৭ ম্যাচে আমিরের ক্যারিয়ার থেমেছে। জাতীয় দল থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। আইপিএল বাদে বিশ্বের প্রায় সব লিগেই খেলছেন ৩১ বছর বয়সী এই পেসার। ২০০৮ সালে মুম্বাই হামলার কারণে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা না দিলে হয়তো আইপিএলেও দেখা যেত তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত