আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ৩ বছর পূর্ণ হয়েছে মোহাম্মদ আমিরের। ২০২০ সালের ডিসেম্বরে অবসর নেওয়ার সময় বাঁহাতি পেসার জানিয়েছিলেন, পাকিস্তানের তখনকার বোর্ড ও কোচিং স্টাফের ‘মানসিক অত্যাচারে’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য হয়েছেন তিনি।
পরে আমির প্রকাশ্য জানিয়েছিলেন, মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিসের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা বিদায় নিলে জাতীয় দলে আবারও ফেরার চেষ্টা করবেন তিনি। এই তিনজনের বিদায়ের পর পাকিস্তান ক্রিকেটের অনেক কিছুর পরিবর্তন হলেও তাঁর আর ফেরা হয়নি।
তবে এ বছর বিপিএলে খেলার সময় আবারও জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আমির। তাঁর আগ্রহের কারণে পরে যোগাযোগ করেছিলেন পিসিবির সাবেক প্রধান নির্বাচক হারুন রশিদ। এবার তাঁর ফেরার বিষয়ে যোগাযোগ করেছেন বর্তমান প্রধান নির্বাচক মোহাম্মদ হাফিজও। তবে বাঁহাতি পেসারের সঙ্গে কথা বলে হতাশার গল্পই শোনালেন হাফিজ।
পাকিস্তান দলে আমিরের ফেরার ইচ্ছা নেই বলে জানিয়েছেন হাফিজ। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমিরের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাকে জিজ্ঞেস করেছিলাম, যদি পাকিস্তান দলে আবারও খেলতে চাও তাহলে ঘরোয়া ক্রিকেট এবং পারফরম্যান্স দিয়ে নিজেকে প্রমাণ করাও। অন্য খেলোয়াড়দের মতো তাকেও সমান সুযোগ দেওয়ার বিষয়ে আশ্বস্ত করছিলাম। কিন্তু সে জানাল পাকিস্তানের হয়ে আর খেলতে চায় না। আমাকে জানিয়েছে আন্তর্জাতিক লিগগুলোয় সে তার ভবিষ্যৎ দেখছে।’
পাকিস্তানের হয়ে সব মিলিয়ে ১৪৭ ম্যাচে আমিরের ক্যারিয়ার থেমেছে। জাতীয় দল থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। আইপিএল বাদে বিশ্বের প্রায় সব লিগেই খেলছেন ৩১ বছর বয়সী এই পেসার। ২০০৮ সালে মুম্বাই হামলার কারণে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা না দিলে হয়তো আইপিএলেও দেখা যেত তাঁকে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ৩ বছর পূর্ণ হয়েছে মোহাম্মদ আমিরের। ২০২০ সালের ডিসেম্বরে অবসর নেওয়ার সময় বাঁহাতি পেসার জানিয়েছিলেন, পাকিস্তানের তখনকার বোর্ড ও কোচিং স্টাফের ‘মানসিক অত্যাচারে’ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে বাধ্য হয়েছেন তিনি।
পরে আমির প্রকাশ্য জানিয়েছিলেন, মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিসের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা বিদায় নিলে জাতীয় দলে আবারও ফেরার চেষ্টা করবেন তিনি। এই তিনজনের বিদায়ের পর পাকিস্তান ক্রিকেটের অনেক কিছুর পরিবর্তন হলেও তাঁর আর ফেরা হয়নি।
তবে এ বছর বিপিএলে খেলার সময় আবারও জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আমির। তাঁর আগ্রহের কারণে পরে যোগাযোগ করেছিলেন পিসিবির সাবেক প্রধান নির্বাচক হারুন রশিদ। এবার তাঁর ফেরার বিষয়ে যোগাযোগ করেছেন বর্তমান প্রধান নির্বাচক মোহাম্মদ হাফিজও। তবে বাঁহাতি পেসারের সঙ্গে কথা বলে হতাশার গল্পই শোনালেন হাফিজ।
পাকিস্তান দলে আমিরের ফেরার ইচ্ছা নেই বলে জানিয়েছেন হাফিজ। পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমিরের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তাকে জিজ্ঞেস করেছিলাম, যদি পাকিস্তান দলে আবারও খেলতে চাও তাহলে ঘরোয়া ক্রিকেট এবং পারফরম্যান্স দিয়ে নিজেকে প্রমাণ করাও। অন্য খেলোয়াড়দের মতো তাকেও সমান সুযোগ দেওয়ার বিষয়ে আশ্বস্ত করছিলাম। কিন্তু সে জানাল পাকিস্তানের হয়ে আর খেলতে চায় না। আমাকে জানিয়েছে আন্তর্জাতিক লিগগুলোয় সে তার ভবিষ্যৎ দেখছে।’
পাকিস্তানের হয়ে সব মিলিয়ে ১৪৭ ম্যাচে আমিরের ক্যারিয়ার থেমেছে। জাতীয় দল থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। আইপিএল বাদে বিশ্বের প্রায় সব লিগেই খেলছেন ৩১ বছর বয়সী এই পেসার। ২০০৮ সালে মুম্বাই হামলার কারণে পাকিস্তানি ক্রিকেটারদের ওপর নিষেধাজ্ঞা না দিলে হয়তো আইপিএলেও দেখা যেত তাঁকে।
সময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
২ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
৩০ মিনিট আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১১ ঘণ্টা আগেআর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
১২ ঘণ্টা আগে