Ajker Patrika

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট শুরুর আগে সাইমন্ডসের জন্য শোক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
আপডেট : ১৫ মে ২০২২, ১১: ১৯
বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট শুরুর আগে সাইমন্ডসের জন্য শোক

শেন ওয়ার্ন ও রড মার্শের পর আরেক সাবেক তারকা ক্রিকেটারকে হারালো অস্ট্রেলিয়া। গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন দেশটির সাবেক অলরাউন্ডার এন্ড্রু সাইমন্ডস। দুবারের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টায় বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই দল মাঠে নামার পর খেলা শুরুর ঠিক আগমুহূর্তে সাইমন্ডসের জন্য নীরবতা পালন করা হয়।

এ ছাড়া বিসিবির পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা অ্যান্ড্রু সাইমন্ডসের মৃত্যুতে গভীরভাবে শোকাহত বিসিবি। সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিবেচিত সাইমন্ডস গতকাল শনিবার মারা গেছেন। বিসিবি অ্যান্ড্রু সাইমন্ডসের পরিবার এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্প্রদায়ের প্রতি সমবেদনা ও সহানুভূতি প্রকাশ করেছে।’

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, টাউন্সভিল থেকে ৫০ কিলোমিটার দূরে হারভি রেঞ্জে ঘটনাটি ঘটে। কুইন্সল্যান্ড পুলিশ এখন দুর্ঘটনার বিষয়টি তদন্ত করছে।

ইংল্যান্ডের বার্মিংহামে জন্ম নেওয়া সাইমন্ডসের অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় ১৯৯৮ সালে পাকিস্তানের বিপক্ষে। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন তিনি। ১১ বছরের ক্যারিয়ারে দেশটির হয়ে ২৬ টেস্ট ও ১৯৮ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। বিস্ফোরক ব্যাটিং, বুদ্ধিদীপ্ত বোলিং আর অসাধারণ ফিল্ডিং দক্ষতার জন্য বিশ্বজোড়া খ্যাতি ছিল তাঁর। ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের অংশ ছিলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত