যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ও বিশ্বকাপ খেলতে গত রাতেই উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের মূল ১৫ সদস্যের দলের সঙ্গে রওনা দিয়েছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজকে নিয়ে আজ চেন্নাই সুপার কিংস বিশেষ এক পোস্ট দিয়েছে।
মিরপুর শেরেবাংলায় গত রাতে উড়াল দেওয়ার আগে দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফটোসেশন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, সাকিব আল হাসানদের সঙ্গে কোট-টাই পরে ছবি তোলেন মোস্তাফিজ। বিসিবির লোগোসহ কোট পরিহিত ফিজের ছবি আজ চেন্নাই নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘মিশন কাটার্স। ভালো মতো সুইং করো। ফিজ তোমায় শুভকামনা।’ প্রথম বাক্যের পরে চেন্নাই দিয়েছে বজ্রপাতের ইমোজি। সিংহ ও আগুনের ইমোজি ব্যবহার করা হয়েছে দ্বিতীয় বাক্যের পর। বাক্যটা চেন্নাই শেষ করেছে লাভ ইমোজি দিয়ে।
২০২৪ আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে তিনি খেলার সুযোগ পেয়েছেন ৯ ম্যাচ। ৯.২৬ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। পাওয়ার প্লেতে মোস্তাফিজ ৪৮ শতাংশ ডট বল করেছেন ৷ পেয়েছেন ৩ উইকেট ৷ পাওয়ার প্লেতে যেখানে এবারের আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করছে দলগুলো, সেখানে প্রায় অর্ধেক ডট বল করা ফিজের জন্য চাট্টিখানি কথা নয়। তাঁর মূল অস্ত্র স্লোয়ার-কাটারে পেয়েছেন ৮টি উইকেট ৷ ৪৮ শতাংশ বলই করেছেন স্লোয়ার।
চেন্নাইতে খেলার সুবাদে মহেন্দ্র সিং ধোনির মতো মহীরূহের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে মোস্তাফিজ। ধোনিকে নিয়ে আজকের পত্রিকাকে মোস্তাফিজ বলেছিলেন, সাহচর্য নিয়ে। ‘ধোনি মানুষটা অনেক ভালো। যে সময় প্রয়োজন, তখন কথা বলেন। যখন প্রয়োজন হয় না, বলেন না। অনেক সময় বাংলায় বলি, ভাই উত্তর দেন হিন্দিতে’—খোশগল্পের ফাঁকে ফিজের কাছে এভাবেই চিত্রায়িত হন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ও বিশ্বকাপ খেলতে গত রাতেই উড়াল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের মূল ১৫ সদস্যের দলের সঙ্গে রওনা দিয়েছেন মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজকে নিয়ে আজ চেন্নাই সুপার কিংস বিশেষ এক পোস্ট দিয়েছে।
মিরপুর শেরেবাংলায় গত রাতে উড়াল দেওয়ার আগে দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফটোসেশন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, সাকিব আল হাসানদের সঙ্গে কোট-টাই পরে ছবি তোলেন মোস্তাফিজ। বিসিবির লোগোসহ কোট পরিহিত ফিজের ছবি আজ চেন্নাই নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছে। ক্যাপশন দিয়েছে, ‘মিশন কাটার্স। ভালো মতো সুইং করো। ফিজ তোমায় শুভকামনা।’ প্রথম বাক্যের পরে চেন্নাই দিয়েছে বজ্রপাতের ইমোজি। সিংহ ও আগুনের ইমোজি ব্যবহার করা হয়েছে দ্বিতীয় বাক্যের পর। বাক্যটা চেন্নাই শেষ করেছে লাভ ইমোজি দিয়ে।
২০২৪ আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে তিনি খেলার সুযোগ পেয়েছেন ৯ ম্যাচ। ৯.২৬ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। পাওয়ার প্লেতে মোস্তাফিজ ৪৮ শতাংশ ডট বল করেছেন ৷ পেয়েছেন ৩ উইকেট ৷ পাওয়ার প্লেতে যেখানে এবারের আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করছে দলগুলো, সেখানে প্রায় অর্ধেক ডট বল করা ফিজের জন্য চাট্টিখানি কথা নয়। তাঁর মূল অস্ত্র স্লোয়ার-কাটারে পেয়েছেন ৮টি উইকেট ৷ ৪৮ শতাংশ বলই করেছেন স্লোয়ার।
চেন্নাইতে খেলার সুবাদে মহেন্দ্র সিং ধোনির মতো মহীরূহের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে মোস্তাফিজ। ধোনিকে নিয়ে আজকের পত্রিকাকে মোস্তাফিজ বলেছিলেন, সাহচর্য নিয়ে। ‘ধোনি মানুষটা অনেক ভালো। যে সময় প্রয়োজন, তখন কথা বলেন। যখন প্রয়োজন হয় না, বলেন না। অনেক সময় বাংলায় বলি, ভাই উত্তর দেন হিন্দিতে’—খোশগল্পের ফাঁকে ফিজের কাছে এভাবেই চিত্রায়িত হন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক।
আরও পড়ুন:
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১০ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৫ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে