Ajker Patrika

কোথায় পিছিয়ে পড়ে বাংলাদেশ, মাহমুদউল্লাহর ব্যাখ্যা

আপডেট : ০৪ জুলাই ২০২২, ১২: ০৬
কোথায় পিছিয়ে পড়ে বাংলাদেশ, মাহমুদউল্লাহর ব্যাখ্যা

ডমিনিকায় প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর কোচ রাসেল ডমিঙ্গো দ্বিতীয়টিতে ভালো করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ রানে হারের পর শেষটিতে দলীয় প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর ইচ্ছের কথা বললেন মাহমুদউল্লাহ রিয়াদ। একইসঙ্গে টি-টোয়েন্টি অধিনায়ক জানালেন,কোথায় পিছিয়ে পড়ে বাংলাদেশ।

 দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের ব্যাখ্যাও দিয়েছেন মাহমুদউল্লাহ। আর সাকিব আল হাসানের ব্যাটিংয়ের কথা বলেছেন আলাদা করে, ‘সাকিব খুবই ভালো ব্যাটিং করেছে। তবে বোলিংয়ে সম্ভবত আমরা কয়েকটা ওভারে বেশি রান দিয়ে ফেলেছি। যেভাবে আমরা পরিকল্পনা কাজে লাগাতে চেয়েছি সেটা পারিনি। যেখানে বল করতে চেয়েছি, সেখানে বল করতে পারিনি। পরিকল্পনা অনুয়ায়ী বোলিং হয়নি। ১৯০ রান যখন তাড়া করবেন তখন ভালো একটা শুরু খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ওখানেই আমরা কিছুটা পিছিয়ে পড়ি।’

চতুর্থ উইকেট জুটিতে অবশ্য আশা জাগিয়েছিল সাকিব - আফিফের জুটি। তবে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেননি। এই জুটি নিয়ে মাহমুদউল্লাহর মূল্যায়ন, ‘আফিফ–সাকিবের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের একটা মোমেন্টাম দিয়েছিল। শেষ দিকে সাকিব পরপর কয়েকটা বাউন্ডারি মারল। তারপরও বোলিংটা যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, লক্ষ্যটা যদি আরেকটু কম হতো তাহলে হয়তো আমাদের জন্য ভালো হতো।’

তৃতীয় টি-টোয়েন্টির আগে নিজেরদের ঘাটতি ও শক্তির জায়গা নিয়ে কথা বলেছেন মাহমুদউল্লাহ। তিনি মনে করেন টি-টোয়েন্টিতে সাফল্য পেতে দল হয়ে খেলার বিকল্প নেই। নিজেদের লক্ষ্য নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘লক্ষ্য একটাই সেটা ম্যাচ জেতা। টি-টোয়েন্টিতে আমরা যেরকম দল,আমাদের একটা দল হয়েই খেলতে হবে। ছোট ছোট যে জায়গাগুলোই ঘাটতি আছে সেসব জায়গায় কাজ করতে হবে। তাহলেই আমরা দল হিসেবে ভালো পারফর্ম করি। এটাই আমাদের শক্তির জায়গা।’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত