Ajker Patrika

নামলেন সাকিব, উঠলেন মোস্তাফিজ

নামলেন সাকিব, উঠলেন মোস্তাফিজ

বিশ্বকাপ খেলতে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা মিলিয়ে ২৮ জনের বহর নিয়ে আজ ভারত সফরে গেছে বাংলাদেশ। প্রথম যাত্রা আসামের গুয়াহাটি। সেখানেই খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। হাসিমুখে যাত্রা করলেও বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান। ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশ অধিনায়কের। 

সদ্য হালনাগাদ করা আইসিসি র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে ৩৬ নম্বরে আছেন সাকিব। তাঁর রেটিং পয়েন্ট ৫৯১। এশিয়া কাপে খেললেও মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রামে ছিলেন সাকিব। তবে ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন তিনি। 

ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সাকিব নামলেও উন্নতি হয়েছে নাজমুল হাসান ১৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭৪ তম অবস্থানে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৫ উইকেট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে ২৩ তম অবস্থানে বসেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত