নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শূন্যে কয়েন ছুড়লেন স্বাগতিক অধিনায়ক লিটন দাস। সফরকারী দল পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ‘কল’ দিলেন। এবার ভাগ্য লিটনের পক্ষে কথা বলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টসে জিতেছে বাংলাদেশ।
টানা ৯ ম্যাচ ধরে টসে পরাজিত হওয়ার হতাশা পেছনে ফেলে টি-টোয়েন্টিতে টসে জয়ের হাসি ফুটেছে লিটনের মুখে। আর সেই টস জিতে পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এর আগে টানা তিন সিরিজে ৯ ম্যাচে টস হেরেছিলেন। কখনো তিনিই কয়েন ছুড়েছেন, কখনো প্রতিপক্ষ অধিনায়ক; কিন্তু ভাগ্যের খেলায় হেরেই চলেছিলেন বারবার। টানা ৯ ম্যাচ পর ঘরের মাঠ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস-ভাগ্যে জিতলেন লিটন। টস জয়ের পর চেনা লিটনের মুখে আত্মবিশ্বাসী হাসি। অধিনায়ক হিসেবে লিটন ১১ টি-টোয়েন্টিতে টস হেরেছেন, জিতেছেন ৩ টিতে। টস জয়ের আগের দুটিই বিদেশের মাঠে। দেশের মাঠে প্রথমবার টস জিতলেন লিটন।
মিরপুরের গ্যালারি আজ কানায় কানায় পূর্ণ। লিটন টস জিততেই গ্যালারি থেকে উঠল গর্জন। কদিন আগে লিটনের নেতৃত্বে শ্রীলঙ্কার মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। তাঁর নেতৃত্বে গত ডিসেম্বরে ক্যারিবীয় সফরে ওয়েস্ট ইন্ডিজকেই হারিয়ে এসেছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সাফল্য ধরে রাখার প্রত্যয় লিটনের।
ক্রিকেটে টস নিয়ে গল্প, কিংবা ঘটনার তো শেষ নেই। টস পুরোপুরিই ভাগ্যের ব্যাপার হলেও অনেক অধিনায়কের মনে কুসংস্কারও কাজ করে। মুদ্রা ছুড়ে মারার সময় ওপরে যে দিকটা থাকে সেটিই নাকি ওঠে! টস করার সময় অনেকেই তাই মুদ্রা ঢেকে বা খাঁড়া করে ছুড়ে মারেন। অনেক অধিনায়ক এসব সংস্কার মানেন না। লিটন কোনো সংস্কার মানেন কি না কে জানে!
টি-টোয়েন্টিতে টস জিতে ভালো উইকেটে সাধারণত আগে ব্যাটিংই নেওয়ার কথা। কিন্তু আজ বাংলাদেশ অধিনায়ক ফিল্ডিং নিয়েছেন মিরপুরের উইকেট আর কন্ডিশন বিবেচনা করেই। টস জিতেছে বাংলাদেশ, এবার ম্যাচটা জেতার অপেক্ষায় স্বাগতিকেরা। শুরুটাও মন্দ নয়, পাওয়ার প্লেতে ৫ ওভারের মধ্যে বাংলাদেশ ফেলে দিয়েছে পাকিস্তানের ৩ উইকেট। ৪.৫ ওভার শেষে তাদের রান ৩ উইকেটে ৪০।
শূন্যে কয়েন ছুড়লেন স্বাগতিক অধিনায়ক লিটন দাস। সফরকারী দল পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ‘কল’ দিলেন। এবার ভাগ্য লিটনের পক্ষে কথা বলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টসে জিতেছে বাংলাদেশ।
টানা ৯ ম্যাচ ধরে টসে পরাজিত হওয়ার হতাশা পেছনে ফেলে টি-টোয়েন্টিতে টসে জয়ের হাসি ফুটেছে লিটনের মুখে। আর সেই টস জিতে পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস এর আগে টানা তিন সিরিজে ৯ ম্যাচে টস হেরেছিলেন। কখনো তিনিই কয়েন ছুড়েছেন, কখনো প্রতিপক্ষ অধিনায়ক; কিন্তু ভাগ্যের খেলায় হেরেই চলেছিলেন বারবার। টানা ৯ ম্যাচ পর ঘরের মাঠ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস-ভাগ্যে জিতলেন লিটন। টস জয়ের পর চেনা লিটনের মুখে আত্মবিশ্বাসী হাসি। অধিনায়ক হিসেবে লিটন ১১ টি-টোয়েন্টিতে টস হেরেছেন, জিতেছেন ৩ টিতে। টস জয়ের আগের দুটিই বিদেশের মাঠে। দেশের মাঠে প্রথমবার টস জিতলেন লিটন।
মিরপুরের গ্যালারি আজ কানায় কানায় পূর্ণ। লিটন টস জিততেই গ্যালারি থেকে উঠল গর্জন। কদিন আগে লিটনের নেতৃত্বে শ্রীলঙ্কার মাঠে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। তাঁর নেতৃত্বে গত ডিসেম্বরে ক্যারিবীয় সফরে ওয়েস্ট ইন্ডিজকেই হারিয়ে এসেছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সাফল্য ধরে রাখার প্রত্যয় লিটনের।
ক্রিকেটে টস নিয়ে গল্প, কিংবা ঘটনার তো শেষ নেই। টস পুরোপুরিই ভাগ্যের ব্যাপার হলেও অনেক অধিনায়কের মনে কুসংস্কারও কাজ করে। মুদ্রা ছুড়ে মারার সময় ওপরে যে দিকটা থাকে সেটিই নাকি ওঠে! টস করার সময় অনেকেই তাই মুদ্রা ঢেকে বা খাঁড়া করে ছুড়ে মারেন। অনেক অধিনায়ক এসব সংস্কার মানেন না। লিটন কোনো সংস্কার মানেন কি না কে জানে!
টি-টোয়েন্টিতে টস জিতে ভালো উইকেটে সাধারণত আগে ব্যাটিংই নেওয়ার কথা। কিন্তু আজ বাংলাদেশ অধিনায়ক ফিল্ডিং নিয়েছেন মিরপুরের উইকেট আর কন্ডিশন বিবেচনা করেই। টস জিতেছে বাংলাদেশ, এবার ম্যাচটা জেতার অপেক্ষায় স্বাগতিকেরা। শুরুটাও মন্দ নয়, পাওয়ার প্লেতে ৫ ওভারের মধ্যে বাংলাদেশ ফেলে দিয়েছে পাকিস্তানের ৩ উইকেট। ৪.৫ ওভার শেষে তাদের রান ৩ উইকেটে ৪০।
২০২৪-২৫ মৌসুমেই প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) প্রথমবারের মতো পায় চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ। প্যারিসিয়ানদের প্রথমবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা জিততে অসামান্য অবদান রেখেছেন জিয়ানলুইগি দোন্নারুম্মা। পিএসজির গোলপোস্টের সামনে তিনি ছিলেন ‘চীনের মহাপ্রাচীর’। কিন্তু এবার এই ক্লাবটির সঙ্গে শেষ হচ
১৫ মিনিট আগেকদিন আগে বরিশাল বিভাগীয় দলের এনসিএল টি-টোয়েন্টি নির্বাচনে স্থানীয় কোচদের সঙ্গে কয়েকজন সিনিয়র ক্রিকেটারের প্রভাব বিস্তারের খবর সামনে এসেছিল। এবার একই অভিযোগ উঠল রাজশাহী বিভাগীয় দল নিয়েও।
৩১ মিনিট আগেবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্কের শেষ নেই। ম্যাচ গড়াপেটা, খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া, ফ্র্যাঞ্চাইজিতে চরম অব্যবস্থাপনার মতো ইস্যুতে বারবার সমালোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের মান বাড়াতে এবং বিতর্কমুক্ত করতে বিসিবি এবার অন্য পথে হাঁটছে।
১ ঘণ্টা আগে