Ajker Patrika

মুম্বাইয়ের কাছে হেরে শেষ চারের স্বপ্ন শেষ মোস্তাফিজদের!

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০০: ২৬
মুম্বাইয়ের কাছে হেরে শেষ চারের স্বপ্ন শেষ মোস্তাফিজদের!

সেরা চারের সম্ভাবনা ভালোভাবে টিকিয়ে রাখতে হলে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে জিতেতই হতো মোস্তাফিজুর রহমানের রাজস্থান রয়্যালসকে। এমন সমীকরণে খেলতে নেমে মুম্বাইয়ের বিপক্ষে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি রাজস্থান। ৮ উইকেটের বড় হারে প্রায় শেষ হয়ে গেছে দলটির সেরা চারে খেলার স্বপ্ন। সেরা চারে যেতে হলে আগামীকালের ম্যাচে কলকাতাকে ১২০ রানে হারাতে হবে রাজস্থানকে। বিপরীতে এ জয়ে সেরা চারের আশা বাঁচিয়ে রাখল মুম্বাই। 

এদিন আগে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের দারুণ বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯০ রানে থেমে যায় রাজস্থান। জবাবে ৮ উইকেট ও ৭০ বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই। 

অল্প পুঁজি বাঁচাতে শুরুতেই মোস্তাফিজের হাতে বল তুলে দেয় রাজস্থান। তবে প্রথম ওভারটি ভালো যায়নি মোস্তাফিজের। ১ ছয় ও ১ চারে দেন ১৪ রান। ৬ষ্ঠ ওভারে আবারও ফিরিয়ে আনা হয় মোস্তাফিজকে। এই ওভারে ৮ রান দিয়ে সূর্যকুমার যাদবের উইকেট নেন ফিজ। এরপর ৯ম ওভারে মোস্তাফিজের প্রথম দুই বলে চার ও ছয় মেরে ম্যাচই শেষ করে দেন ঈশান কিষান। ২৫ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন ঈশান কিষান। 

এদিন আগে ব্যাট করতে নেমে শুরুটা একেবারে খারাপ হয়নি রাজস্থানের। তবে দলীয় ২৭ রানে যশ্বসী জেইসওয়ালের (১২) বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে রাজস্থানের ব্যাটিং লাইন। দলীয় ৪১ রানে ফিরে যান আরেক ওপেনার এভিন লুইসও, তাঁর ব্যাট থেকে আসে ১৯ বলে ২৪ রান। দলের স্কোর বোর্ডে আর কোনো রান যোগ হওয়ার আগে সাজঘরের পথ ধরেন অধিনায়ক সঞ্জু স্যামসনও (৩)। জিমি নিশামের বলে বোল্ড হয়ে ফিরে যান ৩ রান করা শিভাব দুবেও। গ্লেন ফিলিপসও দ্রুত ফিরলে ৫০ রানেই ৫ উইকেট হারায় রাজস্থান। ডেভিড মিলার ও রাহুল তেওয়াতিয়া কিছুটা লড়াইয়ে চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৯০ রানের বেশি করতে পারেনি রাজস্থান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত