Ajker Patrika

পাকিস্তানের বিপক্ষে সিরিজসেরা ব্রুক হলেন ডিসেম্বর সেরা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৭: ২৩
পাকিস্তানের বিপক্ষে সিরিজসেরা ব্রুক হলেন ডিসেম্বর সেরা

২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সিরিজসেরা হয়েছিলেন হ্যারি ব্রুক। সিরিজসেরার পুরস্কারও পেলেন ব্রুক। আইসিসির ডিসেম্বর-সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটার।

পাকিস্তানের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে ইংল্যান্ড। ৩ সেঞ্চুরি ও ১ ফিফটিতে ৪৬৮ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন ব্রুক। গড় ও স্ট্রাইক রেট, দুটোই ছিল ঈর্ষণীয়। ৯৩.৬০ গড় ও ৯৩.৪১ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন। করাচিতে সিরিজের তৃতীয় টেস্টে ১১১ রান করে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছিলেন ইংল্যান্ডের এই ব্যাটার। পাকিস্তানকে টেস্ট সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল ইংল্যান্ড। আর ডিসেম্বরে ওয়ানডে, টি-টোয়েন্টি কোনো সংস্করণই খেলেননি ব্রুক। 

ডিসেম্বর-সেরা হওয়ার প্রতিযোগিতায় ব্রুকের প্রতিদ্বন্দ্বী ছিলেন বাবর আজম ও ট্রাভিস হেড। গত মাসে ৪ ম্যাচে ৬৫.৩৩ গড়ে ৫২৩ রান করেছিলেন বাবর। ২ সেঞ্চুরির সঙ্গে ৩ ফিফটি করেছিলেন পাকিস্তানি অধিনায়ক। আর হেড ৩ ম্যাচে ৮৯ গড়ে ৩৫৬ রান করেছিলেন। ১ সেঞ্চুরি ও ২ ফিফটি করেছিলেন অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার। হেড, বাবর কেউই গত মাসে সাদা বলের ক্রিকেটে কোনো ম্যাচ খেলেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীর প্রতি অবমাননা: হেফাজতকে তিন এনসিপি নেত্রীসহ ৬ নারীর লিগ্যাল নোটিশ

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত