Ajker Patrika

আফগানদের হারিয়ে শুরু ইংল্যান্ডের

আফগানদের হারিয়ে শুরু ইংল্যান্ডের

লক্ষ্য মাত্র ১১২ রান। বলতে গেলে মামুলি টার্গেট। তারপরও আফগানিস্তানকে হারাতে বেশ কষ্ট করতে হলো ইংল্যান্ডকে। এই লক্ষ্য তাড়া করতেই ৫ উইকেট হারায় ইংলিশরা। শেষ পর্যন্ত ১১ বল হাতে রেখে ইংল্যান্ডের ৫ উইকেটের জয় এসেছে লিয়াম লিভিংস্টোনের ২১ বলে অপরাজিত ২৯ রানের সুবাদে। তাঁকে সঙ্গ দেওয়া মঈন আলী অপরাজিত থাকেন ৮ রানে।

আজ থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি আসরের অন্যতম ফেবারিট ইংল্যান্ড ও আফগানিস্তান। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে অবশ্য বড়-ছোট বলতে কোনো দল নেই। তা জানা আছে বিধায় শুরু থেকে আফগানদের হালকাভাবে নেয়নি জস বাটলারের দল। পার্থে টসে জিতলেও আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক ও উইকেটরক্ষক।

বাটলার যে পরিকল্পনা নিয়ে এগোতে চেয়েছেন সে জায়গায় সফল তিনি। ইংলিশ বোলাররা আফগানদের বড় জুটি গড়তে তো দেননি, কাউকে জ্বলেও উঠতেও দেননি সেভাবে। এই কৃতিত্ব অবশ্য পুরোপুরি স্যাম কারেনের। মাত্র ২২ বল করে দিয়েছেন ১০ রান আর নিয়েছেন ৫ উইকেট। মোহাম্মদ নবীদের ১১২ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকায়ই রাখেন এই পেসার। ম্যাচ সেরাও কারেন। তাঁর সঙ্গে যোগ দিয়ে বেন স্টোকস ও মার্ক উডের সমান ২টি করে উইকেট।

আফগানদের হয়ে ব্যক্তিগত দুই অঙ্কের ঘরে ছুঁতে পেরেছেন মাত্র চার জন— উইকেটরক্ষক-ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (১০), ইব্রাহিম জাদরান (৩২), উসমান ঘানি (৩০) ও নাজিবুল্লাহ জাদরান (১৩)।

লক্ষ্য তাড়ায় সাবধানী শুরু করে ইংল্যান্ড। দুই ওপেনার বাটলার (১৮) ও অ্যালেক্স হেলস (১৯) ছিন্ন হোন চতুর্থ ওভারের শেষ বলে ও দলীয় ৩৫ রানে। এরপর ডেভিড মালানের ৩০ বলে ১৮ রানের কচ্ছপ গতির ইনিংস। ইংলিশদের বেশ চেপেও ধরেছিল আফগানরা। সেই চাপ তাদের আরও বাড়ে স্টোকস (২) ও হ্যারি ব্রুকের (৭) বিদায়ে। তবে মামুলি রান নিয়ে আর যুদ্ধ করতে পারেনি আফগানিস্তান। লিভিংস্টোনের ব্যাটে ৫ উইকেটে ১১৩ রান নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত