লক্ষ্য মাত্র ১১২ রান। বলতে গেলে মামুলি টার্গেট। তারপরও আফগানিস্তানকে হারাতে বেশ কষ্ট করতে হলো ইংল্যান্ডকে। এই লক্ষ্য তাড়া করতেই ৫ উইকেট হারায় ইংলিশরা। শেষ পর্যন্ত ১১ বল হাতে রেখে ইংল্যান্ডের ৫ উইকেটের জয় এসেছে লিয়াম লিভিংস্টোনের ২১ বলে অপরাজিত ২৯ রানের সুবাদে। তাঁকে সঙ্গ দেওয়া মঈন আলী অপরাজিত থাকেন ৮ রানে।
আজ থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি আসরের অন্যতম ফেবারিট ইংল্যান্ড ও আফগানিস্তান। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে অবশ্য বড়-ছোট বলতে কোনো দল নেই। তা জানা আছে বিধায় শুরু থেকে আফগানদের হালকাভাবে নেয়নি জস বাটলারের দল। পার্থে টসে জিতলেও আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক ও উইকেটরক্ষক।
বাটলার যে পরিকল্পনা নিয়ে এগোতে চেয়েছেন সে জায়গায় সফল তিনি। ইংলিশ বোলাররা আফগানদের বড় জুটি গড়তে তো দেননি, কাউকে জ্বলেও উঠতেও দেননি সেভাবে। এই কৃতিত্ব অবশ্য পুরোপুরি স্যাম কারেনের। মাত্র ২২ বল করে দিয়েছেন ১০ রান আর নিয়েছেন ৫ উইকেট। মোহাম্মদ নবীদের ১১২ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকায়ই রাখেন এই পেসার। ম্যাচ সেরাও কারেন। তাঁর সঙ্গে যোগ দিয়ে বেন স্টোকস ও মার্ক উডের সমান ২টি করে উইকেট।
আফগানদের হয়ে ব্যক্তিগত দুই অঙ্কের ঘরে ছুঁতে পেরেছেন মাত্র চার জন— উইকেটরক্ষক-ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (১০), ইব্রাহিম জাদরান (৩২), উসমান ঘানি (৩০) ও নাজিবুল্লাহ জাদরান (১৩)।
লক্ষ্য তাড়ায় সাবধানী শুরু করে ইংল্যান্ড। দুই ওপেনার বাটলার (১৮) ও অ্যালেক্স হেলস (১৯) ছিন্ন হোন চতুর্থ ওভারের শেষ বলে ও দলীয় ৩৫ রানে। এরপর ডেভিড মালানের ৩০ বলে ১৮ রানের কচ্ছপ গতির ইনিংস। ইংলিশদের বেশ চেপেও ধরেছিল আফগানরা। সেই চাপ তাদের আরও বাড়ে স্টোকস (২) ও হ্যারি ব্রুকের (৭) বিদায়ে। তবে মামুলি রান নিয়ে আর যুদ্ধ করতে পারেনি আফগানিস্তান। লিভিংস্টোনের ব্যাটে ৫ উইকেটে ১১৩ রান নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
লক্ষ্য মাত্র ১১২ রান। বলতে গেলে মামুলি টার্গেট। তারপরও আফগানিস্তানকে হারাতে বেশ কষ্ট করতে হলো ইংল্যান্ডকে। এই লক্ষ্য তাড়া করতেই ৫ উইকেট হারায় ইংলিশরা। শেষ পর্যন্ত ১১ বল হাতে রেখে ইংল্যান্ডের ৫ উইকেটের জয় এসেছে লিয়াম লিভিংস্টোনের ২১ বলে অপরাজিত ২৯ রানের সুবাদে। তাঁকে সঙ্গ দেওয়া মঈন আলী অপরাজিত থাকেন ৮ রানে।
আজ থেকে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি আসরের অন্যতম ফেবারিট ইংল্যান্ড ও আফগানিস্তান। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে অবশ্য বড়-ছোট বলতে কোনো দল নেই। তা জানা আছে বিধায় শুরু থেকে আফগানদের হালকাভাবে নেয়নি জস বাটলারের দল। পার্থে টসে জিতলেও আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক ও উইকেটরক্ষক।
বাটলার যে পরিকল্পনা নিয়ে এগোতে চেয়েছেন সে জায়গায় সফল তিনি। ইংলিশ বোলাররা আফগানদের বড় জুটি গড়তে তো দেননি, কাউকে জ্বলেও উঠতেও দেননি সেভাবে। এই কৃতিত্ব অবশ্য পুরোপুরি স্যাম কারেনের। মাত্র ২২ বল করে দিয়েছেন ১০ রান আর নিয়েছেন ৫ উইকেট। মোহাম্মদ নবীদের ১১২ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকায়ই রাখেন এই পেসার। ম্যাচ সেরাও কারেন। তাঁর সঙ্গে যোগ দিয়ে বেন স্টোকস ও মার্ক উডের সমান ২টি করে উইকেট।
আফগানদের হয়ে ব্যক্তিগত দুই অঙ্কের ঘরে ছুঁতে পেরেছেন মাত্র চার জন— উইকেটরক্ষক-ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (১০), ইব্রাহিম জাদরান (৩২), উসমান ঘানি (৩০) ও নাজিবুল্লাহ জাদরান (১৩)।
লক্ষ্য তাড়ায় সাবধানী শুরু করে ইংল্যান্ড। দুই ওপেনার বাটলার (১৮) ও অ্যালেক্স হেলস (১৯) ছিন্ন হোন চতুর্থ ওভারের শেষ বলে ও দলীয় ৩৫ রানে। এরপর ডেভিড মালানের ৩০ বলে ১৮ রানের কচ্ছপ গতির ইনিংস। ইংলিশদের বেশ চেপেও ধরেছিল আফগানরা। সেই চাপ তাদের আরও বাড়ে স্টোকস (২) ও হ্যারি ব্রুকের (৭) বিদায়ে। তবে মামুলি রান নিয়ে আর যুদ্ধ করতে পারেনি আফগানিস্তান। লিভিংস্টোনের ব্যাটে ৫ উইকেটে ১১৩ রান নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
১০ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
১০ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১২ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১২ ঘণ্টা আগে