Ajker Patrika

ভারত সিরিজে তোলপাড় করা অস্ট্রেলিয়ার ক্রিকেটার এবার ফাইনালেও

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ মে ২০২৫, ১১: ০৯
অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্যাম কনস্টাস। ছবি: ক্রিকইনফো
অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্যাম কনস্টাস। ছবি: ক্রিকইনফো

স্যাম কনস্টাসের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল সবশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই। ডাকাবুকো ব্যাটিং তো বটেই; জসপ্রীত বুমরা, বিরাট কোহলিদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছিলেন কনস্টাস। আলোচিত এই কনস্টাস এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও দল পেয়েছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ এক বিবৃতিতে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দল ঘোষণা করেছে। এই ফাইনাল দিয়েই অধিনায়ক হয়ে টেস্টে ফিরছেন প্যাট কামিন্স। তাঁর পাশাপাশি টেস্টে ফিরেছেন কনস্টাস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউডরা। জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি এই দুই উইকেটরক্ষক ব্যাটারকে ফাইনালের দলে নিয়েছে অস্ট্রেলিয়া। এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেন ইংলিস। গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে একমাত্র যে ইনিংসে অজিরা ব্যাটিং করে, সেই ইনিংসে ১০২ রান করেন তিনি।

ব্যাটিং লাইনআপে কনস্টাস-ইংলিশদের সঙ্গে স্টিভ স্মিথ মারনাস লাবুশেন, উসমান খাজা, ট্রাভিস হেডরা থাকছেন। গ্রিনের সঙ্গে থাকছেন আরও এক পেস বোলিং অলরাউন্ডার বিউ ওয়েবস্টার। কামিন্সের ব্যাটিংটাও কার্যকরী হতে পারে। পেস বোলিং লাইনআপে কামিন্স-হ্যাজলউডদের পাশাপাশি আছেন মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ডের মতো ক্রিকেটাররা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পিন আক্রমণে থাকছেন নাথান লায়ন ও ম্যাট কুনেমান।

অস্ট্রেলিয়ার এই ১৫ সদস্যের দলটা একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও থাকছে। কামিন্স-স্মিথদের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাচ্ছেন ব্রেন্ড ডগেট। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক হয়নি ডগেটের। অস্ট্রেলিয়ার এই পেসার প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৮ ম্যাচে নিয়েছেন ১৭৭ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ১০ বার। ম্যাচে একবার ১০ উইকেট পেয়েছেন।

অস্ট্রেলিয়া সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে এ বছরের ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে। আইসিসির এই ইভেন্টে চোটে পড়ায় খেলতে পারেননি কামিন্স ও হ্যাজলউড। ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন স্টার্ক। তাদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দিয়েই হচ্ছে।

২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল লর্ডসে শুরু হচ্ছে ১১ জুন। রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে ১৬ জুন। শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ফাইনালের পর ২৫ জুন বার্বাডোজে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় টেস্ট গ্রেনাদার সেন্ট জর্জেসে শুরু হবে ৩ জুলাই। আর সিরিজের শেষ তথা তৃতীয় টেস্টের ভেন্যু কিংসটন। ম্যাচটি শুরু হবে ১২ জুলাই।

২০১৯ সালে প্রথমবারের মতো শুরু হয় টেস্ট চ্যাম্পিয়নশিপ। ২০২১ সালে ক্রিকেটের রাজকীয় সংস্করণের ফাইনালে মুখোমুখি হয় ভারত-নিউজিল্যান্ড। সাউদাম্পটনে ভারতকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কিউইরা। এরপর ২০২১-২৩ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত উঠলেও এবার তারা হেরেছে অস্ট্রেলিয়ার কাছে।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ও ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া দল

প্যাট কামিন্স (অধিনায়ক), স্যাম কনস্টাস, অ্যালেক্স ক্যারি, স্কট বোল্যান্ড, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, উসমান খাজা, নাথান লায়ন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার, ম্যাট কুনেমান

ট্রাভেলিং রিজার্ভ: ব্রেন্ডন ডগেট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত