Ajker Patrika

কোহলি ও সূর্যকুমারের ফিফটিতে ভারতের রানের পাহাড়

কোহলি ও সূর্যকুমারের ফিফটিতে ভারতের রানের পাহাড়

লম্বা সময় ধরে ব্যাটে রানের খরা যাচ্ছিল বিরাট কোহলির। পাকিস্তানের বিপক্ষে জ্বলে ওঠার সুযোগ পেয়েও ঠিকঠাক কাজে লাগাতে পারেননি তিনি। উইকেটে যতক্ষণ ছিলেন, ততক্ষণ ছিল আত্মবিশ্বাসের ঘাটতিও। অবশেষে হংকংয়ের বিপক্ষে জ্বলে ওঠে ফিফটি পেয়েছেন কোহলি। তাতেই টুর্নামেন্টের প্রথম ফিফটি ও এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরের দেখা মিলল ভারতীয় ব্যাটারদের কাছ থেকে।

আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় হংকং। নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৯২ রান তোলে ভারত। জয়ের জন্য ১৯৩ রান করতে হবে হংকংকে।

টস হেরে ব্যাটিংয়ে এসে উদ্বোধনী জুটিতে ভালো শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল। তাঁদের ৩৮ রানের জুটি ভাঙে রোহিতের (২১) বিদায়ে। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি ভারত অধিনায়ক। আয়ুশ শুকলার বলে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত।

দ্বিতীয় উইকেটের জুটিতে রাহুলের সঙ্গে দারুণ ব্যাটিং করেন কোহলি। নিজেকে ফিরে পাওয়ার মঞ্চে বেশ আত্মবিশ্বাসী দেখা যায় তাঁকে। যদিও তাঁদের ৫৬ রানের জুটি ভাঙে রাহুলের (৩৬) ফেরাতে। তবে সূর্যকুমার যাদবের সঙ্গে ঝড়ো ব্যাটে রানের গতি এগিয়ে নেন কোহলিও। 

৪০ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩১তম ফিফটির দেখা পান তিনি। টুর্নামেন্টে প্রথম ফিফটি এলো ছন্দ খুঁজে বেড়ানো কোহলির ব্যাটেই। অন্যপ্রান্তে ঝড় তোলা যাদব পান ২২ বলে ফিফটি। শেষ ওভারে ২৬ রানের সুবাদে ১৯২ রানের সংগ্রহ পায় ভারত। ৬৮ রানে অপরাজিত যাবদের সঙ্গী কোহলি ছিলেন ৫৯ রানে অপরাজিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত