আবুধাবি টি-টেন লিগের পুনে ডেভিলস দলের কোচ ও মালিকদের কড়া শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ক্রিকেটীয় কর্মকান্ড থেকে তাঁদের বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যেখানে জড়িয়ে আছেন পাকিস্তানের সাবেক এক ক্রিকেটারও।
আইসিসি গতকাল এক বিবৃতিতে পুনে ডেভিলসের কোচ-মালিকদের শাস্তি দেওয়ার কথা নিশ্চিত করেছে। দলটির ব্যাটিং কোচ পাকিস্তানের আসহার জাইদিকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকান্ড থেকে পাঁচ বছর নিষিদ্ধ করা হয়েছে। সহ সত্ত্বাধিকারী পরাগ সাঙভি ও কৃষাণ কুমার চৌধুরী দুজন পেয়েছেন দুই বছরের নিষেধাজ্ঞা। প্রত্যেকেই আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী নীতিমালার দুটি ধারা ভঙ্গের কথা স্বীকার করেছেন। এর মধ্যে আবার এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা রয়েছে তিন জনেরই। ২০২১ আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে তাদের শাস্তি দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার ব্যাপারে স্পষ্ট তথ্য পেতে হলে ফিরে যেতে হবে ২০২৩ সালে। গত বছরের ১৯ সেপ্টেম্বর পুনে ডেভিলসের কর্মকর্তাদের সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সাঙভি, চৌধুরী দুজনে এ বছরের ১৯ সেপ্টেম্বর থেকে ক্রিকেটে জড়িত হতে পারবেন। জাইদি ক্রিকেটীয় কাজে অংশ নিতে পারবেন ২০২৭-এর ১৯ সেপ্টেম্বর থেকে।
২০২৩ এর সেপ্টেম্বরে যে আট কর্মকর্তাকে আইসিসি অভিযুক্ত করেছিল, তাদেরই অংশ জাইদি, সাঙভি, চৌধুরী। ইসিবির পক্ষ থেকে এই শাস্তি দিয়েছিল আইসিসি। অভিযুক্ত বাকি পাঁচ জনের অন্যতম বাংলাদেশের নাসির হোসেন। নাসিরকে এ বছরের শুরুতে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যার মধ্যে রয়েছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। নাসির ক্রিকেটে ফিরতে পারবেন আগামী বছরের ৭ এপ্রিল থেকে।
কোন নীতিমালা ভঙ্গের দায়ে অভিযুক্ত জাইদি
অনুচ্ছেদ ২.১.৪: প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকা, প্রলুব্ধ করা, উৎসাহিত করা বা ইচ্ছাকৃতভাবে কাউকে দুর্নীতির ২.১ ধারা ভাঙতে সহায়তা করা।
অনুচ্ছেদ ২.৪.৪: দুর্নীতির কাজে জড়িত হতে কোনো রকম আমন্ত্রণ বা অ্যাপ্রোচের ব্যাপারে দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের বিস্তারিত জানাতে ব্যর্থ হওয়া।
কোন আইন ভেঙেছেন সাঙভি
অনুচ্ছেদ ২.২.১: আন্তর্জাতিক বা ঘরোয়া যেকোনো ধরনের ক্রিকেট ম্যাচের ফল বা গতিপ্রকৃতি নিয়ে বাজি ধরা।
অনুচ্ছেদ ২.৪.৬: নীতিমালার অধীনে সম্ভাব্য দুর্নীতিতে তদন্ত করতে অস্বীকৃতি জানানো, ব্যর্থ হওয়া, প্রত্যাখ্যান করা।
কোন আইন ভেঙেছেন চৌধুরী
অনুচ্ছেদ ২.৪.৫: দেরী না করে ঘটনার বিস্তারিত জানাতে ব্যর্থ হওয়া। পাশাপাশি দুর্নীতির ব্যাপারে সম্ভাব্য কোনো তথ্য কারও কাছে এলে সেটা যদি নীতিমালার অধীনে অন্য কারও দ্বারা প্রভাবিত হয়, সেই অনুসারে শাস্তি।
অনুচ্ছেদ ২.৪.৬: নীতিমালার অধীনে সম্ভাব্য দুর্নীতিতে তদন্ত করতে অস্বীকৃতি জানানো, ব্যর্থ হওয়া, প্রত্যাখ্যান করা।
আরও পড়ুন:
আবুধাবি টি-টেন লিগের পুনে ডেভিলস দলের কোচ ও মালিকদের কড়া শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ক্রিকেটীয় কর্মকান্ড থেকে তাঁদের বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যেখানে জড়িয়ে আছেন পাকিস্তানের সাবেক এক ক্রিকেটারও।
আইসিসি গতকাল এক বিবৃতিতে পুনে ডেভিলসের কোচ-মালিকদের শাস্তি দেওয়ার কথা নিশ্চিত করেছে। দলটির ব্যাটিং কোচ পাকিস্তানের আসহার জাইদিকে সব ধরনের ক্রিকেটীয় কর্মকান্ড থেকে পাঁচ বছর নিষিদ্ধ করা হয়েছে। সহ সত্ত্বাধিকারী পরাগ সাঙভি ও কৃষাণ কুমার চৌধুরী দুজন পেয়েছেন দুই বছরের নিষেধাজ্ঞা। প্রত্যেকেই আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতিবিরোধী নীতিমালার দুটি ধারা ভঙ্গের কথা স্বীকার করেছেন। এর মধ্যে আবার এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা রয়েছে তিন জনেরই। ২০২১ আবুধাবি টি-টেন লিগে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার দায়ে তাদের শাস্তি দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার ব্যাপারে স্পষ্ট তথ্য পেতে হলে ফিরে যেতে হবে ২০২৩ সালে। গত বছরের ১৯ সেপ্টেম্বর পুনে ডেভিলসের কর্মকর্তাদের সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সাঙভি, চৌধুরী দুজনে এ বছরের ১৯ সেপ্টেম্বর থেকে ক্রিকেটে জড়িত হতে পারবেন। জাইদি ক্রিকেটীয় কাজে অংশ নিতে পারবেন ২০২৭-এর ১৯ সেপ্টেম্বর থেকে।
২০২৩ এর সেপ্টেম্বরে যে আট কর্মকর্তাকে আইসিসি অভিযুক্ত করেছিল, তাদেরই অংশ জাইদি, সাঙভি, চৌধুরী। ইসিবির পক্ষ থেকে এই শাস্তি দিয়েছিল আইসিসি। অভিযুক্ত বাকি পাঁচ জনের অন্যতম বাংলাদেশের নাসির হোসেন। নাসিরকে এ বছরের শুরুতে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। যার মধ্যে রয়েছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। নাসির ক্রিকেটে ফিরতে পারবেন আগামী বছরের ৭ এপ্রিল থেকে।
কোন নীতিমালা ভঙ্গের দায়ে অভিযুক্ত জাইদি
অনুচ্ছেদ ২.১.৪: প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকা, প্রলুব্ধ করা, উৎসাহিত করা বা ইচ্ছাকৃতভাবে কাউকে দুর্নীতির ২.১ ধারা ভাঙতে সহায়তা করা।
অনুচ্ছেদ ২.৪.৪: দুর্নীতির কাজে জড়িত হতে কোনো রকম আমন্ত্রণ বা অ্যাপ্রোচের ব্যাপারে দুর্নীতিবিরোধী কর্মকর্তাদের বিস্তারিত জানাতে ব্যর্থ হওয়া।
কোন আইন ভেঙেছেন সাঙভি
অনুচ্ছেদ ২.২.১: আন্তর্জাতিক বা ঘরোয়া যেকোনো ধরনের ক্রিকেট ম্যাচের ফল বা গতিপ্রকৃতি নিয়ে বাজি ধরা।
অনুচ্ছেদ ২.৪.৬: নীতিমালার অধীনে সম্ভাব্য দুর্নীতিতে তদন্ত করতে অস্বীকৃতি জানানো, ব্যর্থ হওয়া, প্রত্যাখ্যান করা।
কোন আইন ভেঙেছেন চৌধুরী
অনুচ্ছেদ ২.৪.৫: দেরী না করে ঘটনার বিস্তারিত জানাতে ব্যর্থ হওয়া। পাশাপাশি দুর্নীতির ব্যাপারে সম্ভাব্য কোনো তথ্য কারও কাছে এলে সেটা যদি নীতিমালার অধীনে অন্য কারও দ্বারা প্রভাবিত হয়, সেই অনুসারে শাস্তি।
অনুচ্ছেদ ২.৪.৬: নীতিমালার অধীনে সম্ভাব্য দুর্নীতিতে তদন্ত করতে অস্বীকৃতি জানানো, ব্যর্থ হওয়া, প্রত্যাখ্যান করা।
আরও পড়ুন:
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।
১১ ঘণ্টা আগেনেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
১৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
১৬ ঘণ্টা আগে