পাকিস্তান ক্রিকেটে পড়েছে অবসরের হিড়িক। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে দেশটির ক্রিকেটাররা অবসরের ঘোষণা দিচ্ছেন। গত দুই দিনে তিন পাকিস্তানি ক্রিকেটার গেছেন অবসরে। সেই তালিকায় এবার যোগ দিলেন মোহাম্মদ ইরফান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইরফান দিয়েছেন গত রাতে। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পাকিস্তানি এই বাঁহাতি পেসার লিখেছেন,‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সতীর্থ ও কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। যে ভালোবাসা দেখিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন এবং মনে রাখার মতো স্মৃতি তৈরি করেছেন, সে জন্য সবাইকে ধন্যবাদ। যে খেলা আমাকে সবকিছু দিয়েছে, আমি সেটাকে সমর্থন দিয়ে যাব।’
পাকিস্তানের জার্সিতে সবশেষ ম্যাচ ইরফান খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ক্যানবেরার ম্যানুকা ওভালে অজিদের বিপক্ষে সেই টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৭ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ইরফানের পথচলা শুরু ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে। ৯ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে ৮৬ ম্যাচ খেলেছেন ইরফান। পাকিস্তানি এই বাঁহাতি পেসার খেলেছেন ৪ টেস্ট, ২২ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৬০ ওয়ানডে। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ১০৯ উইকেট।
অবসরের ঘোষণার কাজটা এবার শুরু করেন ইমাদ ওয়াসিম। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পরশু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানি এই বাঁহাতি স্পিনার। ২৪ ঘণ্টা না পেরোতেই গতকাল সকালে পাকিস্তানের ক্রিকেটকে বিদায় বলেছেন মোহাম্মদ আমির। তিনিও এক্স হ্যান্ডলে অবসরের কথা জানিয়েছেন।
ইমাদ, আমির এই নিয়ে দ্বিতীয়বার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২১ সালে মানসিক নির্যাতনের অভিযোগ এনে পাকিস্তানের ক্রিকেটকে বিদায় বলেছিলেন আমির।
ইমাদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গত বছরের নভেম্বরে। এ বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অবসর ভেঙেছিলেন। দুজনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন। কিন্তু এই বিশ্বকাপে পাকিস্তান বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে।
পাকিস্তান ক্রিকেটে পড়েছে অবসরের হিড়িক। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে দেশটির ক্রিকেটাররা অবসরের ঘোষণা দিচ্ছেন। গত দুই দিনে তিন পাকিস্তানি ক্রিকেটার গেছেন অবসরে। সেই তালিকায় এবার যোগ দিলেন মোহাম্মদ ইরফান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইরফান দিয়েছেন গত রাতে। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পাকিস্তানি এই বাঁহাতি পেসার লিখেছেন,‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সতীর্থ ও কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। যে ভালোবাসা দেখিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন এবং মনে রাখার মতো স্মৃতি তৈরি করেছেন, সে জন্য সবাইকে ধন্যবাদ। যে খেলা আমাকে সবকিছু দিয়েছে, আমি সেটাকে সমর্থন দিয়ে যাব।’
পাকিস্তানের জার্সিতে সবশেষ ম্যাচ ইরফান খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ক্যানবেরার ম্যানুকা ওভালে অজিদের বিপক্ষে সেই টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৭ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ইরফানের পথচলা শুরু ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে। ৯ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে ৮৬ ম্যাচ খেলেছেন ইরফান। পাকিস্তানি এই বাঁহাতি পেসার খেলেছেন ৪ টেস্ট, ২২ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৬০ ওয়ানডে। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ১০৯ উইকেট।
অবসরের ঘোষণার কাজটা এবার শুরু করেন ইমাদ ওয়াসিম। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পরশু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানি এই বাঁহাতি স্পিনার। ২৪ ঘণ্টা না পেরোতেই গতকাল সকালে পাকিস্তানের ক্রিকেটকে বিদায় বলেছেন মোহাম্মদ আমির। তিনিও এক্স হ্যান্ডলে অবসরের কথা জানিয়েছেন।
ইমাদ, আমির এই নিয়ে দ্বিতীয়বার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২১ সালে মানসিক নির্যাতনের অভিযোগ এনে পাকিস্তানের ক্রিকেটকে বিদায় বলেছিলেন আমির।
ইমাদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গত বছরের নভেম্বরে। এ বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অবসর ভেঙেছিলেন। দুজনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন। কিন্তু এই বিশ্বকাপে পাকিস্তান বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে।
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম জাতীয় দল থেকে বাদ পড়াটা এক রহস্যই বটে। পর্যাপ্ত গেমটাইম না থাকায় কোচ হাভিয়ের কাবরেরা তাঁকে ভারতের বিপক্ষে ম্যাচের মূল দলে রাখেননি। তবে গুঞ্জন ওঠে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের সঙ্গে বাদানুবাদের কারণে দল থেকে বাদ পড়েন ফাহামিদুল।
১ ঘণ্টা আগেজিম্বাবুয়েকে ডাকুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে—বাংলাদেশ ক্রিকেটের বাজে সময়ে অনেকেই মজা করে এমনটা বলেন। এবারও সেটার ব্যতিক্রম হয়নি। ফেব্রুয়ারি-মার্চে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির এক মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। সিরিজটি গতকাল শেষ হয়েছে ১-১ সমতায়।
১ ঘণ্টা আগেইউরোপ ছেড়ে অনেক আগেই ভিনদেশে পাড়ি জমিয়েছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবু সময়ের দুই তারকা ফুটবলারকে নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখনো তুঙ্গে।
৩ ঘণ্টা আগে২০২৫ আইপিএলের শুরুটা ভালো না হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়া-রোহিত শর্মাদের মুম্বাই। আজ তারা খেলতে নামবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-মুম্বাই ম্যাচ।
৪ ঘণ্টা আগে