Ajker Patrika

জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ মার্চ ২০২২, ১৩: ৫৯
জোহানেসবার্গে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। প্রথম ওয়ানডের একাদশ থেকে কোনো পরিবর্তন করেনি বাংলাদেশ। অন্যদিকে তিন পরিবর্তন নিয়ে নামছে দক্ষিণ আফ্রিকা। একাদশে ঢুকেছেন ওপেনার কুইন্টন ডি কক, লেগ স্পিনার তাবরেজ শামসি ও বাঁহাতি পেসার ওয়েইন পারনেল।

সেঞ্চুরিয়নে প্রথম ওয়ানডে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সুপারস্পোর্ট পার্কে যে জয়ে ২০ বছরের অপেক্ষার অবসানও ঘটিয়েছে তামিম ইকবালের দল। দ্বিতীয় জয়ের জন্য নিশ্চয়ই এত লম্বা পথ হাঁটতে চাইবে না বাংলাদেশ। সেটা যদি হয় জোহানেসবার্গেই সিরিজ জয়ের উৎসবে মাতবেন সাকিব-মুশফিকরা।

নিজের ৩৩তম জন্মদিনটা সিরিজ জয়ে রাঙাতে চাইবেন বাংলাদেশ অধিনায়ক তামিমও। দক্ষিণ আফ্রিকায় প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস লিখতে পারলে ক্যারিয়ারের ২২৪তম ওয়ানডে ম্যাচটা বিশেষ কিছুই হয়ে থাকবে তামিমের জন্য। 

স্তন ক্যানসার নিয়ে সচেতনতায় গোলাপি পোশাকে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকাবাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি রাব্বী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। 

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, ইয়ানেমান মালান, টেম্বা বাভুমা, কাইল ভেরেইনা, রাশি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, ওয়েইন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও তাবরেজ শামসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত