Ajker Patrika

শান্তদের সাহস ও দৃঢ়তার সঙ্গে খেলার পরামর্শ মাশরাফির

অনলাইন ডেস্ক
বাংলাদেশ দলকে মাশরাফির শুভ কামনা। ছবি: ফেসবুক
বাংলাদেশ দলকে মাশরাফির শুভ কামনা। ছবি: ফেসবুক

২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩ রানে ৪ উইকেট হারিয়ে বড় পরাজয়ের শঙ্কায় থাকা দলকে টেনে তোলে ছিলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

তাদের গড়া ২০৯ বলে ২২৪ রানের রেকর্ড জুটি—ওয়ানডে ক্রিকেটে যা বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট জুটি,৫ম উইকেটে সর্বোচ্চ। এর সৌজন্যে বাংলাদেশ পায় ৫ উইকেটের দারুণ এক জয়। সেই জয়ই তাদের প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে দেয়।

আইসিসির বিভিন্ন টুর্নামেন্টের প্রচারণায় কিংবা বাংলাদেশের সাফল্যের চিত্র প্রতিবেদনগুলোয় বারবার ফিরে আসে মাশরাফির রোমাঞ্চকর সেই মুহূর্তগুলো। ড্রেসিংরুমের ব্যালকনিতে মুষ্টিবদ্ধ হাত তুলে উদ্দীপ্ত করা সেই দৃশ্য। এবার আর মাশরাফি নেই বাংলাদেশ দলে। তবে চ্যাম্পিয়নস ট্রফির নতুন মিশন সামনে রেখে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানালেন সাবেক এই অধিনায়ক।

আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি রইল শুভ কামনা। সাহস ও দৃঢ়তার সঙ্গে খেলে যাও। সব সময় শুভকামনা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত