টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই আইসিসির সেরা অলরাউন্ডার একসময় হয়েছিলেন সাকিব আল হাসান। ব্যাটিং, বোলিংয়ে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে আগেই পেয়েছেন বিশ্বসেরার তকমা। ২০২৪ বিপিএলের শেষ ভাগে এসে যেন সেই কথারই স্বার্থকতা বজায় রেখে চলেছেন সাকিব।
এবারের বিপিএলে সাকিব খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। তবে টুর্নামেন্টের শুরুর দিকে ব্যাটিংয়ে বেশ ভুগছিলেন তিনি। এক অঙ্কের গণ্ডিই পেরোতে পারছিলেন না। চোখের সমস্যার কারণে এক ম্যাচ খেলতে পারেননি। দুই ম্যাচে খেলেন শুধু বোলার হিসেবে। নিজের সর্বশেষ তিন ইনিংসে সাকিব দুই অঙ্কের ঘরে রান করেছেন। যেখানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালান সাকিব। ৩১ বলে ৬ চার ও ৬ ছক্কায় করেন ৬৯ রান। ফিফটি করেন ২০ বলে। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসা নাসুম আহমেদের ওভার থেকেই সাকিব নিলেন ২৬ রান।
সাকিবের ঝোড়ো ইনিংসই যেন রংপুরের বড় স্কোর গড়ার ভিত গড়ে দিয়েছে। ২০ ওভারে ৩ উইকেটে ২১৯ রান করে রংপুর। রান তাড়া করতে নেমে ১৪১ রানে অলআউট হয়ে যায় খুলনা টাইগার্স। খুলনার ব্যাটারদের মধ্যে ৩৩ বলে ৬০ রানের ইনিংস খেলেন অ্যালেক্স হেলস। ম্যাচ শেষে খুলনার প্রতিনিধি হয়ে হেলস সংবাদ সম্মেলনে এসে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন। হেলস বলেন, ‘দারুণ খেলেছে সাকিব। ২ ওভারে মনে হয় ২৬ রান নিয়েছে। হয়তো সে একারণেই বিশ্বসেরা। দারুণ এক ইনিংস সে খেলেছে।’
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিং নিলেও রংপুরের শুরুটা ভালো হয়নি। ৩.২ ওভারে দলের স্কোর হয়ে যায় ২ উইকেটে ২৪ রান। এই সময় শেখ মেহেদী হাসানের সঙ্গে জুটি বেঁধে সাকিব চড়াও হয়েছেন খুলনার বোলারদের ওপর। সাকিব-মেহেদীর একের পর এক চার-ছক্কায় যেন দিশেহারা হয়ে পড়ে খুলনা। তৃতীয় উইকেটে মেহেদী ও সাকিব ৪৮ বলে ১০৯ রানের জুটি গড়েছেন। রংপুরের ইনিংস সর্বোচ্চ ৬৯ রান তো সাকিবের ব্যাট থেকেই এসেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন মেহেদী। ৩৬ বলে করেন ৬০ রান। এই জুটির প্রশংসায় হেলস বলেন, ‘অনেক বড় বড় ছক্কা হয়েছে। এই দুজন আজ (গতকাল) দারুণ ছিল। তাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত।’
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই আইসিসির সেরা অলরাউন্ডার একসময় হয়েছিলেন সাকিব আল হাসান। ব্যাটিং, বোলিংয়ে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে আগেই পেয়েছেন বিশ্বসেরার তকমা। ২০২৪ বিপিএলের শেষ ভাগে এসে যেন সেই কথারই স্বার্থকতা বজায় রেখে চলেছেন সাকিব।
এবারের বিপিএলে সাকিব খেলছেন রংপুর রাইডার্সের হয়ে। তবে টুর্নামেন্টের শুরুর দিকে ব্যাটিংয়ে বেশ ভুগছিলেন তিনি। এক অঙ্কের গণ্ডিই পেরোতে পারছিলেন না। চোখের সমস্যার কারণে এক ম্যাচ খেলতে পারেননি। দুই ম্যাচে খেলেন শুধু বোলার হিসেবে। নিজের সর্বশেষ তিন ইনিংসে সাকিব দুই অঙ্কের ঘরে রান করেছেন। যেখানে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে রীতিমতো তাণ্ডব চালান সাকিব। ৩১ বলে ৬ চার ও ৬ ছক্কায় করেন ৬৯ রান। ফিফটি করেন ২০ বলে। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসা নাসুম আহমেদের ওভার থেকেই সাকিব নিলেন ২৬ রান।
সাকিবের ঝোড়ো ইনিংসই যেন রংপুরের বড় স্কোর গড়ার ভিত গড়ে দিয়েছে। ২০ ওভারে ৩ উইকেটে ২১৯ রান করে রংপুর। রান তাড়া করতে নেমে ১৪১ রানে অলআউট হয়ে যায় খুলনা টাইগার্স। খুলনার ব্যাটারদের মধ্যে ৩৩ বলে ৬০ রানের ইনিংস খেলেন অ্যালেক্স হেলস। ম্যাচ শেষে খুলনার প্রতিনিধি হয়ে হেলস সংবাদ সম্মেলনে এসে সাকিবকে প্রশংসায় ভাসিয়েছেন। হেলস বলেন, ‘দারুণ খেলেছে সাকিব। ২ ওভারে মনে হয় ২৬ রান নিয়েছে। হয়তো সে একারণেই বিশ্বসেরা। দারুণ এক ইনিংস সে খেলেছে।’
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিং নিলেও রংপুরের শুরুটা ভালো হয়নি। ৩.২ ওভারে দলের স্কোর হয়ে যায় ২ উইকেটে ২৪ রান। এই সময় শেখ মেহেদী হাসানের সঙ্গে জুটি বেঁধে সাকিব চড়াও হয়েছেন খুলনার বোলারদের ওপর। সাকিব-মেহেদীর একের পর এক চার-ছক্কায় যেন দিশেহারা হয়ে পড়ে খুলনা। তৃতীয় উইকেটে মেহেদী ও সাকিব ৪৮ বলে ১০৯ রানের জুটি গড়েছেন। রংপুরের ইনিংস সর্বোচ্চ ৬৯ রান তো সাকিবের ব্যাট থেকেই এসেছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন মেহেদী। ৩৬ বলে করেন ৬০ রান। এই জুটির প্রশংসায় হেলস বলেন, ‘অনেক বড় বড় ছক্কা হয়েছে। এই দুজন আজ (গতকাল) দারুণ ছিল। তাদের পারফরম্যান্স ছিল দুর্দান্ত।’
টেস্ট থেকে ভারতের দুই তারকা ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি অবসর নিলেন এক সপ্তাহের মধ্যে। দুজনেই সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন সামাজিক মাধ্যমে। রোহিত-কোহলির অবসরের কথা বলতে গিয়ে রবিচন্দ্রন অশ্বিন উল্লেখ করেছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের নাম।
৯ মিনিট আগেবর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার মার্তা জিতেছেন ছয়বার। ব্যক্তিগত পুরস্কারের ভান্ডারও পরিপূর্ণ। তবে কখনো ফুটবল বিশ্বকাপ বা অলিম্পিকে জেতা হয়নি স্বর্ণপদক। সবশেষ অলিম্পিক ফাইনালে উঠেও শিরোপা না ছোঁয়ার আক্ষেপে পুড়তে হয় ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারকে। তারপরই আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেন।
২১ মিনিট আগেবাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ২০২৩ সালে আইসিসির মাসসেরার পুরস্কার পেয়েছিলেন সাকিব আল হাসান। পরের দুই বছরে কত সময় গড়িয়ে গেছে। অবশেষে মেহেদী হাসান মিরাজকে দিয়ে ফুরোল বাংলাদেশের অপেক্ষা।
২ ঘণ্টা আগেদুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে ব্রাজিল ফুটবল দল। ২০০২ সালে পঞ্চম বিশ্বকাপ জয়ের পর আর কখনো ফাইনালেই উঠতে পারেনি সেলেসাওরা। হেক্সা মিশনের লক্ষ্যে নেমে কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনালেই থেমে যাচ্ছে ব্রাজিলের পথচলা।
৩ ঘণ্টা আগে