Ajker Patrika

ভারতকে মৃত্যুর ভয় পেতে না করেছেন মিয়াঁদাদ

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৯: ০৯
ভারতকে মৃত্যুর ভয় পেতে না করেছেন মিয়াঁদাদ

নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর না করা ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত অভ্যাস। ২০২৩ এশিয়া কাপের ক্ষেত্রে পুরনো সুরেই গান গাইছে ভারত। তবে জাভেদ মিয়াঁদাদ ভারতকে মৃত্যু নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন।

২০২৩ এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ছিল আগে থেকেই। যেখানে গত বছরের অক্টোবরে বিসিসিআই সচিব জানিয়েছিলেন, ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। এরপর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দ্বন্দ্ব চলছে। এমনকি হাইব্রিড মডেলের প্রস্তাবও দিয়েছে ভারত। প্রস্তাব অনুযায়ী আয়োজক স্বত্ব পাকিস্তানেরই থাকবে এবং ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। মিয়াঁদাদের মতে, ভারতের পাকিস্তানে খেলতেসা উচিত। পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটার বলেন, ‘নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। মৃত্যু যখন হবার, তখন হবেই। তাদের অবশ্যই আসতে হবে।’

নিরাপত্তা ইস্যুতে বারবার পাকিস্তান সফর বাতিল করায় ভারতীয় দলকে খোঁচা দিয়েছিলেন ইমরান নাজিরও। গত মাসে নাদির আলি পডকাস্টে পাকিস্তানি এই ব্যাটার বলেছিলেন, ‘নিরাপত্তা কোনো কারণই হতে পারে না। খেয়াল করুন, কত দেশ পাকিস্তানে খেলতে এসেছে। ‘এ’ দলের কথা বাদ দিন, অস্ট্রেলিয়াও খেলে গেছে এখানে। সত্যি বলতে হারার ভয়ে পাকিস্তানে খেলতে আসতে চায় না ভারত।’ 

পাকিস্তানের মাঠে ভারতীয় ক্রিকেট দল সর্বশেষ খেলেছিল ২০০৮ সালে। সেবার এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত