Ajker Patrika

ভারতকে মৃত্যুর ভয় পেতে না করেছেন মিয়াঁদাদ

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৯: ০৯
ভারতকে মৃত্যুর ভয় পেতে না করেছেন মিয়াঁদাদ

নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর না করা ভারতীয় ক্রিকেট দলের নিয়মিত অভ্যাস। ২০২৩ এশিয়া কাপের ক্ষেত্রে পুরনো সুরেই গান গাইছে ভারত। তবে জাভেদ মিয়াঁদাদ ভারতকে মৃত্যু নিয়ে দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন।

২০২৩ এশিয়া কাপের আয়োজক হিসেবে পাকিস্তানের নাম ছিল আগে থেকেই। যেখানে গত বছরের অক্টোবরে বিসিসিআই সচিব জানিয়েছিলেন, ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল। এরপর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দ্বন্দ্ব চলছে। এমনকি হাইব্রিড মডেলের প্রস্তাবও দিয়েছে ভারত। প্রস্তাব অনুযায়ী আয়োজক স্বত্ব পাকিস্তানেরই থাকবে এবং ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। মিয়াঁদাদের মতে, ভারতের পাকিস্তানে খেলতেসা উচিত। পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটার বলেন, ‘নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। মৃত্যু যখন হবার, তখন হবেই। তাদের অবশ্যই আসতে হবে।’

নিরাপত্তা ইস্যুতে বারবার পাকিস্তান সফর বাতিল করায় ভারতীয় দলকে খোঁচা দিয়েছিলেন ইমরান নাজিরও। গত মাসে নাদির আলি পডকাস্টে পাকিস্তানি এই ব্যাটার বলেছিলেন, ‘নিরাপত্তা কোনো কারণই হতে পারে না। খেয়াল করুন, কত দেশ পাকিস্তানে খেলতে এসেছে। ‘এ’ দলের কথা বাদ দিন, অস্ট্রেলিয়াও খেলে গেছে এখানে। সত্যি বলতে হারার ভয়ে পাকিস্তানে খেলতে আসতে চায় না ভারত।’ 

পাকিস্তানের মাঠে ভারতীয় ক্রিকেট দল সর্বশেষ খেলেছিল ২০০৮ সালে। সেবার এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত