অনলাইন ডেস্ক
এবারের বিপিএলে তামিম ইকবালের পারফরম্যান্স যা-ই হোক, অন্যান্য ঘটনায় তিনি শিরোনাম হচ্ছেন বেশি। বিশেষ করে ক্রিকেটারদের সঙ্গে তাঁর কথাকাটির ঘটনা ঘটছে বারবার। অ্যালেক্স হেলস, সাব্বির রহমানের পর গতকাল সতীর্থ ডেভিড মালানের সঙ্গে তামিমের তর্কের ঘটনা এখন আলোচনায়।
ক্রিকেটারদের সঙ্গে কথা কাটাকাটি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, মালানের সঙ্গে ঝগড়ার বিষয় নিয়ে তামিম মুখ খুলেছেন। নিজের ফেসবুক পেজে আজ পোস্টের শুরুটা তামিম করেছেন এভাবে, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো সেভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে।’
মালান-তামিমের ঘটনা গতকাল ঘটেছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চিটাগং কিংসের বিপক্ষে ফরচুন বরিশালের ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। সেই ওভরের দ্বিতীয় বলে মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে তামিম মাঠেই হতাশা প্রকাশ করেন। কিছুক্ষণ পর মালানকেও উত্তেজিত হতে দেখা যায়। যদিও পরবর্তীতে নিজেকে তিনি সামলে নিয়েছেন।
তামিমের মতে পুরো ঘটনা না জেনেই অনেকে তাঁর সঙ্গে মালানের ঝামেলা হয়েছে বলে গল্প বানিয়েছেন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘মাঠে দুই ব্যাটারের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে।’
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাকবিতণ্ডার পর বাংলাদেশের একটি চ্যানেলে সাক্ষাৎকারে হেলস অভিযোগের আঙুল তোলেন তামিমের দিকেই। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের সাব্বিরের উদ্দেশ্যে তামিমকে বলতে শোনা যায়, ‘আমার সঙ্গে লাগতে আইসো না।’ স্টাম্প মাইকে তামিমের ভাষায় প্রকাশের অযোগ্য কথা শোনার পর সাব্বির কোনোমতে নিজেকে সামলেছেন। পরবর্তীতে সাব্বির নিজেও একটি টেলিভিশন চ্যানেলে ঘটনা নিয়ে কথা বলেছেন। ৩৩ বছর বয়সী এই ব্যাটার তামিমের প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলেছেন।
তামিমের মতে টিভিতে কয়েকটি ঘটনা দেখে পুরোটা জানা যায় না। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়। ধন্যবাদ সবাইকে।’
এবারের বিপিএলে তামিম ইকবালের পারফরম্যান্স যা-ই হোক, অন্যান্য ঘটনায় তিনি শিরোনাম হচ্ছেন বেশি। বিশেষ করে ক্রিকেটারদের সঙ্গে তাঁর কথাকাটির ঘটনা ঘটছে বারবার। অ্যালেক্স হেলস, সাব্বির রহমানের পর গতকাল সতীর্থ ডেভিড মালানের সঙ্গে তামিমের তর্কের ঘটনা এখন আলোচনায়।
ক্রিকেটারদের সঙ্গে কথা কাটাকাটি নিয়ে যখন আলোচনা তুঙ্গে, মালানের সঙ্গে ঝগড়ার বিষয় নিয়ে তামিম মুখ খুলেছেন। নিজের ফেসবুক পেজে আজ পোস্টের শুরুটা তামিম করেছেন এভাবে, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে ডাভিড মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো সেভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে।’
মালান-তামিমের ঘটনা গতকাল ঘটেছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। চিটাগং কিংসের বিপক্ষে ফরচুন বরিশালের ইনিংসের চতুর্থ ওভারের ঘটনা। সেই ওভরের দ্বিতীয় বলে মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে তামিম মাঠেই হতাশা প্রকাশ করেন। কিছুক্ষণ পর মালানকেও উত্তেজিত হতে দেখা যায়। যদিও পরবর্তীতে নিজেকে তিনি সামলে নিয়েছেন।
তামিমের মতে পুরো ঘটনা না জেনেই অনেকে তাঁর সঙ্গে মালানের ঝামেলা হয়েছে বলে গল্প বানিয়েছেন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘মাঠে দুই ব্যাটারের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে।’
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাকবিতণ্ডার পর বাংলাদেশের একটি চ্যানেলে সাক্ষাৎকারে হেলস অভিযোগের আঙুল তোলেন তামিমের দিকেই। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ক্যাপিটালসের সাব্বিরের উদ্দেশ্যে তামিমকে বলতে শোনা যায়, ‘আমার সঙ্গে লাগতে আইসো না।’ স্টাম্প মাইকে তামিমের ভাষায় প্রকাশের অযোগ্য কথা শোনার পর সাব্বির কোনোমতে নিজেকে সামলেছেন। পরবর্তীতে সাব্বির নিজেও একটি টেলিভিশন চ্যানেলে ঘটনা নিয়ে কথা বলেছেন। ৩৩ বছর বয়সী এই ব্যাটার তামিমের প্রতি শ্রদ্ধা রেখেই কথা বলেছেন।
তামিমের মতে টিভিতে কয়েকটি ঘটনা দেখে পুরোটা জানা যায় না। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘এরকম অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়। কিন্তু টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়। ধন্যবাদ সবাইকে।’
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার দিনই সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অধিনায়ক। নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন রোহিত।
৮ ঘণ্টা আগেবার্সেলোনার বিপক্ষে কঠিন লড়াইয়ের পর চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। ইতালিয়ান ক্লাবটিকে ফাইনাল পর্যন্ত তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন লাউতারো মার্তিনেজ। গতকাল সেমিফাইনালের দ্বিতীয় লেগেও দলের দুটি গোলে অবদান ছিল তাঁর। দলের প্রথম গোল নিজে করেছেন, আরেকটি তাঁকে বক্সে ফাউল করায় পেন
৯ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যে গতকাল রাত থেকে চলছে সামরিক যুদ্ধ। ভয়াবহ আকার ধারণ না করলেও এর রেশ ছড়িয়ে পড়েছে পুরো উপমহাদেশে। ক্রিকেটাররাও নিজ দেশের পাশে থাকার সমর্থন জানিয়ে পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সব মিলিয়ে যুদ্ধের একটা প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়ার আশঙ্কা করা হচ্ছে। চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল
১০ ঘণ্টা আগেচলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দেওয়া কেভিন ডি ব্রুইনেকে দলে ভেড়ানোর চেষ্টায় ছিল ইন্টার মায়ামি। তবে এবার নিজেদের অবস্থান থেকে সরে এসেছে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি। ‘ডিসকভারি লিস্টের’ ডি ব্রুইনেকে তলে ভেড়ানোর আলোচনার অধিকার ছেড়ে দিয়েছে মায়ামি।
১১ ঘণ্টা আগে