Ajker Patrika

বুলবুলের জন্য ‘গানম্যান’ চেয়েছে বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৪৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গানম্যান চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী গতকাল জননিরাপত্তা বিভাগের সচিবের কাছে বুলবুলের নিরাপত্তা চেয়ে চিঠি পাঠিয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে বিসিবি পরিচালনা পরিষদের নির্বাচন ঘিরে সভাপতির নিরাপত্তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বোর্ডের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে তিনি ঢাকাসহ দেশের নানা জায়গায় নিয়মিত যাতায়াত করেন। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তাঁর জন্য সশস্ত্র নিরাপত্তা প্রয়োজন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিসিবি সভাপতি বুলবুল এরই মধ্যে পরিচালক পদে নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। শোনা যাচ্ছে, নির্বাচন থেকে সরে দাঁড়াতে তাঁকে হুমকিও দেওয়া হয়েছে। বর্তমানে বিসিবি সভাপতির প্রোটোকলে অবসরপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর দুই সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকলেও তাঁরা নিরস্ত্র। আগে তাঁরা লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার করতে পারলেও এখন সেই সুযোগ নেই।

রাষ্ট্রের এক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সাধারণত প্রধান বিচারপতি, বিচারপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবরা পোশাকি পুলিশ বডিগার্ড পান। সাংবিধানিক পদে থাকা অনেকেই পান সাদা পোশাকে গানম্যান। তবে বিশেষ কোনো নাগরিক নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে পারেন। এরপর ‘থ্রেট অ্যাসেসমেন্ট’-এর মাধ্যমে বাস্তবতা যাচাই করে জরুরি মনে হলে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়।

২০১৬ সালে জঙ্গি হামলার পর বিসিবি বিদেশি কোচদের গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। বিসিবি সভাপতি ছাড়া গানম্যান পেয়েছিলেন বিদেশি কোচরা। তখন বিসিবি সভাপতি ছিলেন নাজমুল হাসান পাপন।

পাপন সংসদ সদস্য (এমপি) ও মন্ত্রী হওয়ায় রাষ্ট্রীয়ভাবে একজন এসআই পর্যায়ের দেহরক্ষী পেয়েছিলেন। কিন্তু পাপন সরে যাওয়ার পর নয় মাস দায়িত্ব পালন করা ফারুক আহমেদ নিরস্ত্র নিরপত্তাকর্মী পেয়েছিলেন। ফারুকের পরিবর্তে এ বছরের ৩০ মে বিসিবি সভাপতি হয়েছেন বুলবুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

‎ডিপ ফ্রিজে লাশ উদ্ধার: পলাতক স্বামী গ্রেপ্তার ‎

স্ত্রীর সম্পদ পুনরুদ্ধারে মামলা করা যায়

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

ভারত ম্যাচে নেই ফাহামিদুল, জামাল বলছেন গোল হজম করা যাবে না

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
: হংকং ম্যাচে রাকিবের সমতাসূচক গোলের পর বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার উল্লাস। ছবি: বাফুফে
: হংকং ম্যাচে রাকিবের সমতাসূচক গোলের পর বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার উল্লাস। ছবি: বাফুফে

হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলে দুপুর ১২টার দিকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে ছিলেন না হামজা চৌধুরী, শমিত শোম ও ফাহামিদুল ইসলাম। হংকং থেকেই নিজ নিজ গন্তব্যে চলে যান প্রবাসী এই ফুটবলাররা।

ঘরের মাটিতে ৪-৩ গোলে হারলেও অ্যাওয়ে ম্যাচে গতকাল হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। যদিও সেই ড্র বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ঘরের মাঠে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে। সেই ম্যাচে খেলতে পারবেন না ফাহামিদুল ইসলাম। গতকাল হংকংয়ের বিপক্ষে ও জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখেন তিনি। এশিয়ান কাপ বাছাইয়ের বাইলজ অনুযায়ী, কোনো ফুটবলার দুটি হলুদ কার্ড দেখলে পরের ম্যাচে নিষিদ্ধ থাকবেন। ফাহামিদুলের ক্ষেত্রেও সেটাই ঘটেছে।

ভারত ম্যাচ নিয়ে বিমানবন্দরে জামাল ভূঁইয়া বলেন, ‘পরের ম্যাচটা ভারতের বিপক্ষে। এটা একটা ঐতিহাসিক দ্বৈরথ, এখানে গোল হজম করলে সমস্যা হয়। আগে দুইটা লিগ ম্যাচ খেলার পর চিন্তা করব কীভাবে ভারতের বিপক্ষে খেলব।’

শুরুর একাদশে না থাকলেও হংকংয়ের বিপক্ষে বদলি নামার সময় কী ভাবনা ছিল জামালের, ‘আমি ফাহামিদুলকে বলেছি, আমরা যখন নামব তখন খেলায় পরিবর্তন আনতে হবে। কারণ, দল এখন ভালো খেলছে না। ফাহামিদুল ইতিবাচক ছিল, আমিও ইতিবাচক ছিলাম। তারা লাল কার্ড দেখেছে, আমরাও গোল পেয়েছি। দ্বিতীয় গোলটা আমরা প্রায় পেয়েই যাচ্ছিলাম, কিন্তু হয়নি। তবে দ্বিতীয়ার্ধে যারা নেমেছে, তারা ভালো করেছে।’

জিততে না পারার আক্ষেপে জামাল আরও বলেন, ‘প্রথমার্ধ ভালো হয়নি, দ্বিতীয়ার্ধে যখন বদলি করা হয়, খেলায় পরিবর্তন এসেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দ্বিতীয় গোল করতে পারিনি। এটা একটু খারাপ লাগছে, তবে দ্বিতীয়ার্ধে আমরা ভালো খেলেছি।’

জামালদের এখন নেমে পড়তে হবে ক্লাব ফুটবলের ব্যস্ততায়। ১৯ ও ২০ অক্টোবর মাঠে গড়াবে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

‎ডিপ ফ্রিজে লাশ উদ্ধার: পলাতক স্বামী গ্রেপ্তার ‎

স্ত্রীর সম্পদ পুনরুদ্ধারে মামলা করা যায়

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৫: ৪৩
সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো
সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

কাগিসো রাবাদাকে বোল্ড করে শাহিন শাহ আফ্রিদির সেই চিরচেনা উদযাপন। দুই হাত প্রসারিত করলেন শূন্যে। শাহিনের এই উদযাপন যে পুরো পাকিস্তান দলেরই প্রতীকী উদযাপন হয়ে গেল। লাহোরে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান।

লর্ডসে এ বছরের জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। এবার প্রোটিয়ারা নেমেছে শিরোপা ধরে রাখার লক্ষ্যে। লাহোরে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানি বোলারদের দাপটে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে প্রোটিয়ারা। ৯৩ রানে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে ২২ ওভারে ২ উইকেটে ৫১ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। আজ দিনের খেলা শুরুর পর দ্রুত ২ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা। টনি ডি জর্জিকে (১৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শাহিন। তাতে ভেঙে যায় তৃতীয় উইকেটে ডি জর্জি ও রায়ান রিকেলটনের ৩৩ রানের জুটি। এরপর ত্রিস্তান স্টাবসকে (২) ফিরিয়েছেন নোমান আলী।

দ্রুত ২ উইকেট হারালে প্রোটিয়াদের স্কোর হয়ে যায় ২৫.২ ওভারে ৪ উইকেটে ৫৫ রান। জিততে প্রোটিয়াদের তখনো করতে হতো ২২২ রান। পঞ্চম উইকেটে ৯৮ বলে ৭৩ রানের জুটি গড়েন ডেওয়াল্ড ব্রেভিস ও রিকেলটন। ৪২তম ওভারের তৃতীয় বলে ব্রেভিসকে অসাধারণ এক ডেলিভারিতে বোল্ড করেন নোমান আলী। ৭৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৫৪ রান করেন ব্রেভিস। তিনি আউট হওয়ার পর দক্ষিণ আফ্রিকা ৪১.৩ ওভারে ৫ উইকেটে ১২৮ রানে পরিণত হয়। এখান থেকেই মূলত ভাঙনের শুরু। ১১৬ বলে শেষ ৫ উইকেট হারিয়ে ৬০.৫ ওভারে ১৮৩ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। যেখানে ৬১তম ওভারের তৃতীয় ও পঞ্চম বলে প্রেনেলান সুব্রায়েন ও রাবাদাকে বোল্ড করেন শাহিন।

ব্রেভিসের ৫৪ রানই দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন রিকেলটন। পাকিস্তানের শাহিন, নোমান নিয়েছেন ৪টি করে উইকেট। সাজিদ খান নিয়েছেন ২ উইকেট। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন নোমান আলী। ১৯১ রানে নিয়েছেন ১০ উইকেট। টেস্টে এই নিয়ে তিনবার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন। যার মধ্যে প্রথম ইনিংসে ১১২ রানে নিয়েছেন ৬ উইকেট।

এর আগে টস জিতে আগে ব্যাটিং নিয়ে প্রথম ইনিংসে ৩৭৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সালমান আলী আঘা, ইমাম উল হক দুজনেই করেছেন ৯৩ রান। দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুসামি নিয়েছেন ৬ উইকেট। জবাবে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৬৯ রানে গুটিয়ে গেছে। তবে বোলিং ভালো হলেও দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং আশানুরূপ হয়নি। দ্বিতীয় ইনিংসে ১৬৭ রানে গুটিয়ে গেছে স্বাগতিকেরা। আব্দুল্লাহ শফিক ও বাবর আজম করেছেন ৪১ ও ৪২ রান। দ্বিতীয় ইনিংসে মুথুসামি নিয়েছেন ৫ উইকেট। পাকিস্তানের বিপক্ষে ১৭৪ রানে ১১ উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

‎ডিপ ফ্রিজে লাশ উদ্ধার: পলাতক স্বামী গ্রেপ্তার ‎

স্ত্রীর সম্পদ পুনরুদ্ধারে মামলা করা যায়

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

হারিয়েই প্রতিপক্ষ উইন্ডিজকে উজ্জীবিত করার চেষ্টা ভারত কোচের

ক্রীড়া ডেস্ক    
ওয়েস্ট ইন্ডিজকে অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। ছবি: সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজকে অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের সেই স্বর্ণালী যুগ এখন আর নেই। ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতেই কদিন আগে ক্যারিবীয়রা সিরিজ খুইয়েছে নেপালের কাছে। ক্রিকেটের অপর দুই সংস্করণ ওয়ানডে ও টেস্টে শুধু হতাশা আর হতাশা। হারিয়ে খুঁজতে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলকে অনুপ্রেরণা দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।

উইন্ডিজ যেখানে ধুঁকছে, বিপরীতে ভারত। বিশ্ব ক্রিকেটে রাজত্ব করছে ভারত। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এ বছর চ্যাম্পিয়নস ট্রফি, এশিয়া কাপ জিতেছে এশিয়ার দলটি। যার মধ্যে ২০২৫ সালের দুটি শিরোপা ভারত জিতেছে গম্ভীরের হাত ধরে। দিল্লিতে গতকাল সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে ভারতের প্রধান কোচ গম্ভীরকে ক্যারিবীয়দের ড্রেসিংরুমে নিমন্ত্রণ করেন ওয়েস্ট ইন্ডিজ প্রধান কোচ ড্যারেন স্যামি। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই ভিডিও প্রকাশ করেছে। উইন্ডিজ দলের কাছ থেকে আমন্ত্রণ পেয়ে গম্ভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই বলে, ‘সবার প্রথমে তোমাদের ধন্যবাদ আমাকে দাওয়াত করার জন্য। সবচেয়ে বড় কথা তোমরা এখানে সফর করেছ। ঘরের মাঠে হোক বা বিদেশে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলাটা আসলে বিশেষ কিছু।’

ব্রায়ান লারা, ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেলদের মতো তারকা ক্রিকেটারদের সময় পেছনে ফেলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে উইন্ডিজ ক্রিকেটারদের তর্ক-বিতর্কের ঘটনা খুবই কম ঘটেছে। এমনকি গেইল-ব্রাভো দর্শকদের বিনোদন দিতেন নানাভাবে। পাশাপাশি ক্যারিবীয়দের আতিথেয়তার অনেক সুনাম রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ড্রেসিংরুমে ‘মোটিভেশনাল স্পিকার’ বনে যাওয়া গম্ভীর গতকাল বলেন, ‘সবচেয়ে বড় কথা আমি ড্যারেনকে বলেছি, ‘তোমার ছেলেদের মাঠ ও মাঠের বাইরে নিজেদের এগিয়ে নিতে হবে।’ এটা দারুণ এক শিক্ষা। মাঠের বাইরে তাদের আতিথেয়তা, ভদ্রতা আমাদের দল তো বটেই, বিশ্বের অনেক দলেরই শিখতে হবে। মাঠে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে পারলে তারা দারুণ এক রোল মডেলে পরিণত হবে।’

কিংস্টনে এ বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ২৭ রানে অলআউট হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ইতিহাসে এটা দ্বিতীয় সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ড। ক্রিকেটের রাজকীয় সংস্করণে সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার কীর্তি নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ড এমন বাজে মুহূর্ত উপহার দিয়েছিল কিউইরা। কিংস্টনের সেই বাজে পারফরম্যান্সের ধারাবাহিকতা ওয়েস্ট ইন্ডিজ ধরে রাখে ভারতের বিপক্ষে সিরিজেও। আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টে উইন্ডিজকে ইনিংস ও ১৪০ রানে হারায় ভারত। ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ কী করে দ্বিতীয় টেস্টে, সেটা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দেখেছেন দুই ক্যারিবীয় কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস ও ব্রায়ান লারা। দ্বিতীয় টেস্টে ২৭০ রানে পিছিয়ে থেকে ফলোঅনে ওয়েস্ট ইন্ডিজ খেলেছে দুর্দান্ত। দ্বিতীয় ইনিংসে ৩৯০ রানে গুটিয়ে গেছে ক্যারিবীয়রা।

১২১ রানের লক্ষ্যে নেমে ভারত গতকাল পঞ্চম দিনের প্রথম ঘণ্টায় ৭ উইকেটের জয় নিশ্চিত করে। তাতে ওয়েস্ট ইন্ডিজ ২-০ ব্যবধানে ভারতের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে। ম্যাচ হারলেও দীর্ঘদিন পর লড়াকু মানসিকতা দেখা গেছে উইন্ডিজের। ক্যারিবীয়দের অনুপ্রেরণামূলক বার্তা দিয়ে গম্ভীর বলেছেন, ‘ক্রিকেটকে ভালোবেসেই অনেক দল খেলে। আর ওয়েস্ট ইন্ডিজের মতো দল রেখে কিছু উদ্দেশে। তোমাদের একটা উদ্দেশ্য আছে। সেটা ভালোবাসার চেয়েও বড় কিছু। আশা করি তোমরা পরবর্তী প্রজন্মের ক্রিকেটারকে উজ্জীবিত করতে পারবে।’

আরও পড়ুন:

৬১ মিনিটেই খেলা শেষ ভারতের, ধবলধোলাই উইন্ডিজ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

‎ডিপ ফ্রিজে লাশ উদ্ধার: পলাতক স্বামী গ্রেপ্তার ‎

স্ত্রীর সম্পদ পুনরুদ্ধারে মামলা করা যায়

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

রোনালদোর রেকর্ডের পরও বিশ্বকাপের অপেক্ষায় পর্তুগাল, সবার আগে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক    
বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোল এখন ক্রিস্টিয়ানো রোনালদোর। ছবি: এএফপি
বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোল এখন ক্রিস্টিয়ানো রোনালদোর। ছবি: এএফপি

রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটে চলেছেন আপন গতিতে। আল নাসর, পর্তুগালের জার্সিতে গোল করে চলছেন তিনি। তবে রোনালদোর রেকর্ড গড়ার রাতেও যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারল না পর্তুগিজরা।

হোসে আলভালাদে স্টেডিয়ামে গত রাতে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হয়েছে পর্তুগাল-হাঙ্গেরি। এই ম্যাচে দুই গোল করে বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ ৪১ গোল করে রেকর্ডটা নিজের নামে লিখিয়ে নিলেন। ৩৯ গোল করে বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা গুয়াতেমালার কার্লোস রুইজ। এই তালিকায় তিনে থাকা মেসির গোল ৩৬। কিন্তু রোনালদোর রেকর্ড গড়ার রাতটা পর্তুগাল ২-২ গোলে ড্র করছে হাঙ্গেরির বিপক্ষে। ম্যাচ না জেতায় ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে পর্তুগিজদের। এদিকে ইউরোপ অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট কেটেছে ইংল্যান্ড।

লাটভিয়ার বিপক্ষে জিতলেই নিশ্চিত বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে গতকাল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে নামে ইংল্যান্ড। রিগায় গত রাতে ইংল্যান্ড পেয়েছে ৫-০ গোলের দাপুটে জয়। জোড়া গোল করেছেন হ্যারি কেইন। আন্থনি গর্ডন ও এবেরেচি এজে করেছেন একটি করে গোল। আরেকটি গোল ইংলিশরা উপহার পেয়েছে লাটভিয়ার কাছ থেকে। ৫৮ মিনিটে আত্মঘাতী গোল করেন লাটভিয়ার ডিফেন্ডার মাকসিমস তনিসেভস। ৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ইংলিশরা। দুই, তিন, চার ও পাঁচে থাকা আলবেনিয়া, সার্বিয়া, লাটভিয়া ও অ্যান্ডোরার পয়েন্ট ১১, ১০, ৫ ও ১।

পর্তুগালের সামনেও সমীকরণ ছিল ইংল্যান্ডের মতো। হাঙ্গেরিকে হারালেই পর্তুগাল উঠে যেত বিশ্বকাপে। হোসে আলভালাদ স্টেডিয়ামে ৮ মিনিটে গোল করেন হাঙ্গেরিয়ান ডিফেন্ডার আতিলা সালাই। সমতায় ফিরতে পর্তুগালের লেগেছে ১৪ মিনিট। ২২ মিনিটে সমতাসূচক গোল করেন রোনালদো। তাঁকে অ্যাসিস্ট করেন নেলসন সেমেদো। এরপর ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। এবার তিনি গোল করেছেন নুনো মেন্দেসের অ্যাসিস্টে। একপর্যায়ে মনে হচ্ছিল পর্তুগাল উঠে গেছে ২০২৬ বিশ্বকাপে। কিন্তু শেষ মুহূর্তে চমকে দেয় হাঙ্গেরি। ৯০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করে পর্তুগালকে রুখে দেন হাঙ্গেরির মিডফিল্ডার ডমিনিক সোবোসলাই। ২-২ গোলের ড্রয়ে ‘এফ’ গ্রুপে ৪ ম্যাচে পর্তুগালের পয়েন্ট ১০। জিতেছে ৩ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। তারাই পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচে হাঙ্গেরি পেয়েছে ৫ পয়েন্ট।

২০১৪ সালের পর টানা দুই বিশ্বকাপে (২০১৮, ২০২২) খেলতে পারেনি ইতালি। ১২ বছর পর ফুটবল বিশ্বকাপে খেলার এখন সম্ভাবনা জোরালো হয়েছে।

ইসরায়েলকে গত রাতে ইতালি ৩-০ গোলে হারিয়েছে। ৬ ম্যাচে এখন ইতালির পয়েন্ট ১৫। সমান ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে নরওয়ে। এই গ্রুপে নরওয়ের পর পয়েন্ট তালিকায় দুইয়ে ইতালি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

‎ডিপ ফ্রিজে লাশ উদ্ধার: পলাতক স্বামী গ্রেপ্তার ‎

স্ত্রীর সম্পদ পুনরুদ্ধারে মামলা করা যায়

এলাকার খবর
Loading...

সম্পর্কিত