Ajker Patrika

বাংলাদেশের কঠিন পরীক্ষা নিচ্ছেন রিজওয়ান-শাকিল

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১৩: ২৭
বাংলাদেশের কঠিন পরীক্ষা নিচ্ছেন রিজওয়ান-শাকিল

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের শুরুটা দারুণ করে বাংলাদেশ। সফরকারীদের আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে পাকিস্তান। শুরুর ধাক্কা সামলে এখন স্বাগতিকেরা পাল্টা জবাব দিচ্ছে মোহাম্মদ রিজওয়ান ও সৌদ শাকিলের ব্যাটে। দুজনের সামনেই এখন সেঞ্চুরির হাতছানি। 

টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ১৬ রানে ৩ উইকেটে পরিণত হয় পাকিস্তান। শুরুর বিপর্যয় পাকিস্তান সামলে ওঠে ধীরে ধীরে। শাকিল প্রথম দিন ৩ উইকেট পড়ার পর যে ব্যাটিংয়ে নেমেছেন, এখনো মাটি কামড়ে পড়ে আছেন। এরই মধ্যে ২০ ইনিংসে ১০০০ রান করে পাকিস্তানের দ্রুততম ব্যাটার হিসেবে টেস্টে হাজার রানের রেকর্ড গড়েছেন তিনি, যা পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে যৌথভাবে দ্রুততম। শাকিলের সমান ২০ ইনিংসে টেস্টে  ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন সদ্য প্রয়াত সাইদ আহমেদ। শাকিলের কীর্তি গড়ার টেস্টে রাওয়ালপিন্ডিতে আজ দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজে পাকিস্তানে গেল ৪ উইকেটে ২৫৬ রানে। এরই মধ্যে পঞ্চম উইকেটে ১৪২ রানের জুটি গড়ে ফেলেছেন রিজওয়ান ও শাকিল। 

৪১ ওভারে ৪ উইকেটে ১৫৮ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। টেস্ট ক্রিকেটে যেভাবে ব্যাটিং করা দরকার, সেভাবেই খেলছেন শাকিল ও রিজওয়ান। প্রথাগত রক্ষণাত্মক তো রয়েছেই। পাশাপাশি বাজে বল পেলে সেটাকে বাউন্ডারিত পরিণত করছেন তাঁরা। হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান কেউই পারছেন না পাকিস্তানের উইকেট ফেলতে। যেখানে ১৫ ওভারে ৮০ রান দিয়ে উইকেটশূন্য নাহিদ। ৫৩তম ওভারের তৃতীয় বলে নাহিদকে ডিপ থার্ড ম্যান দিয়ে চার মেরে টেস্টের দশম ফিফটি তুলে নেন রিজওয়ান। 

নাহিদকেই যেন আজ পেয়ে বসেছেন রিজওয়ান। ৫৩তম ওভারের চতুর্থ বলে একই এলাকা (ডিপ থার্ড ম্যান) দিয়ে চার মেরেছেন রিজওয়ান। পাকিস্তানি এই ব্যাটার ৫৫তম ওভারের প্রথম বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা মারেন রিজওয়ান।  মধ্যাহ্নভোজের বিরতিতে যখন পাকিস্তান গেল, তখন স্ট্রাইকরেটে শাকিলের চেয়ে এগিয়ে রিজওয়ান। ১৩১ বলে ৭ চার ও ১ ছক্কায় ৮৯ রান করেছেন রিজওয়ান। পাকিস্তানি ব্যাটারের স্ট্রাইকরেট ৬৭.৯৩। শাকিল ৫০.৮৮ স্ট্রাইকরেটে শাকিল ৮৬ রানে অপরাজিত। রিজওয়ান, শাকিল দুজনেই টেস্টের তৃতীয় সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় স্বর্ণের কারিগরসহ দুই ব্যক্তি নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত