সাকিব আল হাসান মানেই একের পর এক স্মরণীয় কীর্তি। অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশকে এনে দিয়েছেন মনে রাখার মতো অনেক জয়। দ্বিপাক্ষীয় সিরিজ থেকে আইসিসি ইভেন্ট—সব জায়গাতেই দুর্দান্ত বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
প্রতি বিশ্বকাপ শুরুর আগে স্বাভাবিকভাবেই গত বিশ্বকাপের বিশেষ মুহূর্তগুলো স্মরণ করা হয়। টুর্নামেন্টের সময় যত এগিয়ে আসে, স্মৃতিচারণা করা হয় তত বেশি। আর বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। নতুন বিশ্বকাপ শুরুর আগে তাই পুরোনো বিশ্বকাপ, বিশেষ করে ২০১৯ বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলো সামাজিকমাধ্যমে দেখা যাচ্ছে বেশি। মহাযজ্ঞ শুরুর চার দিন আগে গতকাল সন্ধ্যায় স্টার স্পোর্টস ২০১৯ বিশ্বকাপের সেরা চার মুহূর্ত নিয়ে ৩৪ সেকেন্ডের একটি ভিডিও ছেড়েছে। যার মধ্যে আছেন সাকিব। কার্ডিফে ইংল্যান্ডের পেসার মার্ক উডের বল পয়েন্টের ওপর দিয়ে চার মারেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার।
সাকিব ছাড়াও ভিডিওতে রয়েছে জস বাটলার, বিরাট কোহলি, কুইন্টন ডি কক-এই তিন তারকা ব্যাটারের বাউন্ডারি। ট্রেন্ট ব্রিজে পাকিস্তানি বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজকে স্কুপ করে ফাইন লেগ দিয়ে চার মারেন বাটলার। কোহলির বাউন্ডারি ছিল বাংলাদেশের বিপক্ষে। এজবাস্টনে রুবেল হোসেনের বল মিড অফ দিয়ে চার মারেন ভারতীয় তারকা ব্যাটার। আর কুইন্টন ডি কক চার মারেন রশিদ খানের বলে। কার্ডিফে স্লগ সুইপে চার মেরে নিজের ফিফটি তুলে নেন ডি কক।
২০১৯ বিশ্বকাপে ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন সাকিব। ৮৬.৫৭ গড়ে করেন ৬০৬ রান। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নারের পরেই ছিলেন সাকিব। বোলিংয়ে নিয়েছেন ১১ উইকেট, যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।
সাকিব আল হাসান মানেই একের পর এক স্মরণীয় কীর্তি। অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশকে এনে দিয়েছেন মনে রাখার মতো অনেক জয়। দ্বিপাক্ষীয় সিরিজ থেকে আইসিসি ইভেন্ট—সব জায়গাতেই দুর্দান্ত বাংলাদেশের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার।
প্রতি বিশ্বকাপ শুরুর আগে স্বাভাবিকভাবেই গত বিশ্বকাপের বিশেষ মুহূর্তগুলো স্মরণ করা হয়। টুর্নামেন্টের সময় যত এগিয়ে আসে, স্মৃতিচারণা করা হয় তত বেশি। আর বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। নতুন বিশ্বকাপ শুরুর আগে তাই পুরোনো বিশ্বকাপ, বিশেষ করে ২০১৯ বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলো সামাজিকমাধ্যমে দেখা যাচ্ছে বেশি। মহাযজ্ঞ শুরুর চার দিন আগে গতকাল সন্ধ্যায় স্টার স্পোর্টস ২০১৯ বিশ্বকাপের সেরা চার মুহূর্ত নিয়ে ৩৪ সেকেন্ডের একটি ভিডিও ছেড়েছে। যার মধ্যে আছেন সাকিব। কার্ডিফে ইংল্যান্ডের পেসার মার্ক উডের বল পয়েন্টের ওপর দিয়ে চার মারেন বাংলাদেশের বাঁহাতি ব্যাটার।
সাকিব ছাড়াও ভিডিওতে রয়েছে জস বাটলার, বিরাট কোহলি, কুইন্টন ডি কক-এই তিন তারকা ব্যাটারের বাউন্ডারি। ট্রেন্ট ব্রিজে পাকিস্তানি বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজকে স্কুপ করে ফাইন লেগ দিয়ে চার মারেন বাটলার। কোহলির বাউন্ডারি ছিল বাংলাদেশের বিপক্ষে। এজবাস্টনে রুবেল হোসেনের বল মিড অফ দিয়ে চার মারেন ভারতীয় তারকা ব্যাটার। আর কুইন্টন ডি কক চার মারেন রশিদ খানের বলে। কার্ডিফে স্লগ সুইপে চার মেরে নিজের ফিফটি তুলে নেন ডি কক।
২০১৯ বিশ্বকাপে ব্যাটে বলে অলরাউন্ড পারফরম্যান্স করেছেন সাকিব। ৮৬.৫৭ গড়ে করেন ৬০৬ রান। ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নারের পরেই ছিলেন সাকিব। বোলিংয়ে নিয়েছেন ১১ উইকেট, যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে নিয়েছেন ৫ উইকেট। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি।
কারও খেলা যদি ভালো লেগে যায় রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের, আর তাঁর দলে সেই খেলোয়াড়ের ভালো সম্ভাবনা থাকে, তাহলে টাকা কোনো ব্যাপার নয়। তাঁকে কিনেই ছাড়বে রিয়াল। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে দারুণ খেলা হামেস রদ্রিগেজকে বিশ্বকাপ শেষে দলে ভিড়িয়েছিল রিয়াল।
১১ ঘণ্টা আগেরাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তাঁর। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাঁকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার।
১১ ঘণ্টা আগেনেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সে জন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
১৬ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
১৬ ঘণ্টা আগে