নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আঙুলের চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তামিম ইকবাল। যদিও কদিন ধরে মিরপুরে অনুশীলন শুরু করেছেন বাঁহাতি ওপেনার। স্পিন বোলিংয়ের বিপক্ষে বেশ উন্নতি করলেও এখনো পেসারদের বিপক্ষে তামিম স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারছেন না।
তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে আজ বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও বায়েজিদ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘তামিমের হাতের বৃদ্ধাঙ্গুলে যে চিড় ধরা পড়েছিল, তার পুনর্বাসন প্রক্রিয়া এখনো চলছে। পুনর্বাসনের প্রায় ২ সপ্তাহ চলে গেছে। উন্নতি হচ্ছে। স্পিন বোলিংয়ের বিপক্ষে দিনকে দিন ভালো খেলছে। রেঞ্জ অব মোশনসহ (গতির ব্যাপ্তি) বাকি সবকিছুই ভালো হচ্ছে। কিন্তু পেসের বিরুদ্ধে খেলতে এখনো স্বাচ্ছন্দ্য বোধ করছে না। বলা যায়, এখনো পুরোপুরি সেরে ওঠেনি।’
পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে খেলবেন না তামিম। তবে খেলতে চান টেস্ট সিরিজে। সে লক্ষ্যে প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড থেকে খেলতে চেয়েছিলেন তামিম। কিন্তু চোট পুরোপুরি সেরে না ওঠায় এনসিএলের এই রাউন্ডে খেলা হচ্ছে না তাঁর।
এ ব্যাপারে বায়েজিদ ইসলাম বলেছেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ওকে এনসিএলের পঞ্চম রাউন্ডে খেলানোর। এই মুহূর্তে মনে হচ্ছে এনসিএল খেলতে পারবে না। তবে চেষ্টা করব ষষ্ঠ রাউন্ডে খেলানোর। এখন পর্যন্ত যে অবস্থা তাতে শঙ্কা থেকে যাচ্ছে। এখনো বলা যাচ্ছে না। আশা করছি সে সেরে উঠবে।’
তবে পাকিস্তান সিরিজে তামিমের খেলার ব্যাপারে আশাবাদী বায়েজিদ, ‘সেরে ওঠার জন্য যতটুকু সময় লাগে ততটুকু সময় আমরা তাকে দিয়েছি। সেও ভালোভাবে ওভারকাম করেছে। আশা করছি পাকিস্তান সিরিজের আগেই সেরে উঠবে।’
আঙুলের চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তামিম ইকবাল। যদিও কদিন ধরে মিরপুরে অনুশীলন শুরু করেছেন বাঁহাতি ওপেনার। স্পিন বোলিংয়ের বিপক্ষে বেশ উন্নতি করলেও এখনো পেসারদের বিপক্ষে তামিম স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারছেন না।
তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে আজ বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও বায়েজিদ ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘তামিমের হাতের বৃদ্ধাঙ্গুলে যে চিড় ধরা পড়েছিল, তার পুনর্বাসন প্রক্রিয়া এখনো চলছে। পুনর্বাসনের প্রায় ২ সপ্তাহ চলে গেছে। উন্নতি হচ্ছে। স্পিন বোলিংয়ের বিপক্ষে দিনকে দিন ভালো খেলছে। রেঞ্জ অব মোশনসহ (গতির ব্যাপ্তি) বাকি সবকিছুই ভালো হচ্ছে। কিন্তু পেসের বিরুদ্ধে খেলতে এখনো স্বাচ্ছন্দ্য বোধ করছে না। বলা যায়, এখনো পুরোপুরি সেরে ওঠেনি।’
পাকিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে খেলবেন না তামিম। তবে খেলতে চান টেস্ট সিরিজে। সে লক্ষ্যে প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড থেকে খেলতে চেয়েছিলেন তামিম। কিন্তু চোট পুরোপুরি সেরে না ওঠায় এনসিএলের এই রাউন্ডে খেলা হচ্ছে না তাঁর।
এ ব্যাপারে বায়েজিদ ইসলাম বলেছেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ওকে এনসিএলের পঞ্চম রাউন্ডে খেলানোর। এই মুহূর্তে মনে হচ্ছে এনসিএল খেলতে পারবে না। তবে চেষ্টা করব ষষ্ঠ রাউন্ডে খেলানোর। এখন পর্যন্ত যে অবস্থা তাতে শঙ্কা থেকে যাচ্ছে। এখনো বলা যাচ্ছে না। আশা করছি সে সেরে উঠবে।’
তবে পাকিস্তান সিরিজে তামিমের খেলার ব্যাপারে আশাবাদী বায়েজিদ, ‘সেরে ওঠার জন্য যতটুকু সময় লাগে ততটুকু সময় আমরা তাকে দিয়েছি। সেও ভালোভাবে ওভারকাম করেছে। আশা করছি পাকিস্তান সিরিজের আগেই সেরে উঠবে।’
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ ১৪ বল আর ৭ উইকেট হাতে রেখে জিতেছে। সামনে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মতো কঠিন প্রতিপক্ষ। হংকংয়ের মতো সহজ প্রতিপক্ষ পেলে যেকোনো দলই যেভাবে ‘খুনে মানসিকতা’ নিয়ে খেলে, জয় পেলেও বাংলাদেশ কি সেভাবে খেলতে পেরেছে?
৪৪ মিনিট আগে‘ইটস কামিং হোম’—বেশ স্বস্তি নিয়েই বললেন জামাল ভূঁইয়া। শুধু জামাল নয়, সব ফুটবলারের মধ্যে তখন ঘরে ফেরার উচ্ছ্বাস ছড়িয়ে পড়ছিল। দেশের বাইরে কোথাও গেলে ফেরার একটা তাড়না মনের কোনায় থেকে যায় সব সময়ই। জামালদের এবারের ফেরাটা অবশ্য অন্য রকম। গত তিন দিনের অধীর অপেক্ষার পর অবশেষে গতকাল দেশের মাটি ছুঁয়ে...
১ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে দল গুছিয়ে আনতে চান ইংল্যান্ড কোচ টমাস টুখেল। এজন্য দলে তারকা কিংবা অভিজ্ঞ ফুটবলারদের জায়গা নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগেশ্রীলঙ্কায় হওয়া ২০২৩ এশিয়া কাপ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তানজিম হাসান সাকিবের। প্রথম ম্যাচেই ভারতের বিপক্ষে ৭.৫ ওভারে মাত্র ৩২ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। অভিষেকেই আগ্রাসী মানসিকতা দেখিয়ে সবার নজরে আসেন এই তরুণ পেসার।
২ ঘণ্টা আগে