টানা দুই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। সেই আশাটাকে আরেকটু উজ্জ্বল করে নিতে আজ পুনেতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছেন কুশল মেন্ডিসরা। তবে আফগান বোলারদের সামনে নিয়মিত বিরতিতে উইকেট উপহার দেওয়ায় স্কোর তেমন বড় করতে পারেনি লঙ্কানরা। ৪৯.৩ ওভারে অলআউট হয়েছে ২৪১ রানে।
দুই জয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আফগানরাও। সেই আশাটাকে সত্যি করে তুলে লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে নামে তারা। ভালো শুরুর আভাস দিলেও লঙ্কানদের ওপেনিং জুট ভাঙে ২২ রানে। দিমুথ করুনারত্নেকে (১৫) এলবিডব্লুর ফাঁদে ফেলে ফেরান পেসার ফজলহক ফারুকি। আরেক ওপেনার পাতুম নিশাঙ্কা দ্বিতীয় উইকেটে অধিনায়ক কুশল মেন্ডিসের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে চাপটা সামাল দেন।
এই জুটি ভাঙেন আজমতউল্লাহ ওমরজাই। ৪৬ রানে রহমানউল্লাহ গুরবাজকে ক্যাচ দিয়ে ফেরেন নিশাঙ্কা। ৪৬ রানে আউট না হলে নতুন এক রেকর্ড গড়া হতো তাঁর। এর আগেই টানা চারটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন নিশাঙ্কা। বিশ্বকাপে টানা পাঁচ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান নেই কারও। তাঁর বিদায়ের পর সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন মেন্ডিস। ব্যক্তিগত ৩৯ রানে মুজিব-উর-রহমানের ঘুর্ণিতে ফেরেন লঙ্কান উইকেটরক্ষক। দলের রান তখন ১৩৪, তার সঙ্গে আর ৫ রান যোগ হতেই নিজের সামারাবিক্রমাকেও (৩৬) এলবিডব্লু করেন মুজিব।
চারিত আসালাঙ্কাকে (২২) ইনিংস বড় করতে দেননি ফারুকী। ধনাঞ্জয়া ডি সিলভা (১৪) বোল্ড হোন শততম ওয়ানডে খেলতে নামা রশিদ খানের বলে। মিডল-অর্ডারদের ব্যর্থতায় লঙ্কানদের স্কোর বাড়ানোর দায়িত্বটা নিজের কাঁধে নেন মহীশ তিকশানা। অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ার পথে ৩১ রানে ২৯ রানের ইনিংস খেলেন এই স্পিনার। বোল্ড করে তাঁকেও থামান ফারুকী। তাঁর আগে রানআউট হয়ে ফেরেন চোটে পড়ে লাহিরু কুমারার পরিবর্তে রিজার্ভ থেকে একাদশে সুযোগ পাওয়া দুষ্মন্ত চামিরা (১)। ম্যাথুস চেয়েছিলেন টেলএন্ডারদের নিয়ে যতুটুকু পারা যায় ইনিংসটাকে বড় করতে। কিন্তু ২৩ রানের মাথায় ফারুকির বলে বাউন্ডারিতে মোহাম্মদ নবীর হাতে বন্দী হোন। শেষ উইকেটে কাসুন রাজিতা (৫) রানআউট হলে থামে লঙ্কানদের ইনিংস। অপরাজিত ছিলেন দিলশান মধুশঙ্ক (০)।
টানা দুই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। সেই আশাটাকে আরেকটু উজ্জ্বল করে নিতে আজ পুনেতে আফগানিস্তানের মুখোমুখি হয়েছেন কুশল মেন্ডিসরা। তবে আফগান বোলারদের সামনে নিয়মিত বিরতিতে উইকেট উপহার দেওয়ায় স্কোর তেমন বড় করতে পারেনি লঙ্কানরা। ৪৯.৩ ওভারে অলআউট হয়েছে ২৪১ রানে।
দুই জয়ে সেমির স্বপ্ন বাঁচিয়ে রেখেছে আফগানরাও। সেই আশাটাকে সত্যি করে তুলে লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে নামে তারা। ভালো শুরুর আভাস দিলেও লঙ্কানদের ওপেনিং জুট ভাঙে ২২ রানে। দিমুথ করুনারত্নেকে (১৫) এলবিডব্লুর ফাঁদে ফেলে ফেরান পেসার ফজলহক ফারুকি। আরেক ওপেনার পাতুম নিশাঙ্কা দ্বিতীয় উইকেটে অধিনায়ক কুশল মেন্ডিসের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে চাপটা সামাল দেন।
এই জুটি ভাঙেন আজমতউল্লাহ ওমরজাই। ৪৬ রানে রহমানউল্লাহ গুরবাজকে ক্যাচ দিয়ে ফেরেন নিশাঙ্কা। ৪৬ রানে আউট না হলে নতুন এক রেকর্ড গড়া হতো তাঁর। এর আগেই টানা চারটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন নিশাঙ্কা। বিশ্বকাপে টানা পাঁচ ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান নেই কারও। তাঁর বিদায়ের পর সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন মেন্ডিস। ব্যক্তিগত ৩৯ রানে মুজিব-উর-রহমানের ঘুর্ণিতে ফেরেন লঙ্কান উইকেটরক্ষক। দলের রান তখন ১৩৪, তার সঙ্গে আর ৫ রান যোগ হতেই নিজের সামারাবিক্রমাকেও (৩৬) এলবিডব্লু করেন মুজিব।
চারিত আসালাঙ্কাকে (২২) ইনিংস বড় করতে দেননি ফারুকী। ধনাঞ্জয়া ডি সিলভা (১৪) বোল্ড হোন শততম ওয়ানডে খেলতে নামা রশিদ খানের বলে। মিডল-অর্ডারদের ব্যর্থতায় লঙ্কানদের স্কোর বাড়ানোর দায়িত্বটা নিজের কাঁধে নেন মহীশ তিকশানা। অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে ৪৫ রানের জুটি গড়ার পথে ৩১ রানে ২৯ রানের ইনিংস খেলেন এই স্পিনার। বোল্ড করে তাঁকেও থামান ফারুকী। তাঁর আগে রানআউট হয়ে ফেরেন চোটে পড়ে লাহিরু কুমারার পরিবর্তে রিজার্ভ থেকে একাদশে সুযোগ পাওয়া দুষ্মন্ত চামিরা (১)। ম্যাথুস চেয়েছিলেন টেলএন্ডারদের নিয়ে যতুটুকু পারা যায় ইনিংসটাকে বড় করতে। কিন্তু ২৩ রানের মাথায় ফারুকির বলে বাউন্ডারিতে মোহাম্মদ নবীর হাতে বন্দী হোন। শেষ উইকেটে কাসুন রাজিতা (৫) রানআউট হলে থামে লঙ্কানদের ইনিংস। অপরাজিত ছিলেন দিলশান মধুশঙ্ক (০)।
প্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের সঙ্গে এপ্রিলে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন জিম্বাবুয়ের ব
১ ঘণ্টা আগে১৭ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু বাংলাদেশের ব্যস্ততা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা এরপর উড়াল দেবেন পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এক মাসে সাত টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে।
২ ঘণ্টা আগে‘প্রিয়’ সংস্করণ ওয়ানডে হলেও গত কয়েক বছরে সেভাবে আশানুরূপ পারফরম্যান্স নেই বাংলাদেশের। আইসিসি ইভেন্ট তো বটেই, দ্বিপক্ষীয় সিরিজেও নাজমুল হোসেন শান্ত-তানজিদ হাসান তামিমরা উপহার দিয়েছেন একরাশ হতাশা। হতশ্রী পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসি র্যাঙ্কিংয়েও। বাংলাদেশের অবনতি হলেও উন্নতি হয়েছে আফগানিস্তানের
২ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চূড়ান্ত দলে প্রবাসী ফুটবলার জায়গা পাবেন, তা অনুমিত ছিল। তবে বাদ পড়েছেন আরেক প্রবাসী ফুটবলার এলমান মতিন। টিকে গেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফারজাদ আফতাব ও ইতালিপ্রবাসী আব্দুল কাদির।
৩ ঘণ্টা আগে