ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর সীমিত ওভারের দল থেকে বাদ পড়েন ফখর জামান। অবশ্য আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দলে ঠিকই তাকে ফিরিয়েছে পাকিস্তান। তবে এর আগে ফখরের বাদ পড়ার পেছনে নানান কারণ খুঁজতে থাকেন অনেকেই।
গত অক্টোবরে টেস্ট দল থেকে বাবর আজমকে বাদ দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করেন ফখর। এরপর অস্ট্রেলিয়ার সফরে তাঁকে ছাড়াই দল ঘোষণা করে পিসিবি। তবে অসুস্থতার কারণে দল থেকে বাদ পড়েছিলেন বলে দাবি বাঁহাতি এই ওপেনারের।
পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের সঙ্গে এক পডকাস্টে ফখর বলেন, ‘অসুস্থ যে কেউই হতে পারে। আমি হাইপারথাইরয়েডিজমে (থাইরয়েড গ্রন্থির রোগ) আক্রান্ত ছিলাম। যার ফলে ১০ কেজি ওজন কমে যায় আমার এবং মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। শুধুমাত্র এই কারণেই আমি দল থেকে বাদ পড়ি। অন্য কিছু নয়। এখন আমি পুরো ফিট।’
চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ফাইনালে অবিস্মরণীয় এক সেঞ্চুরি হাঁকিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ফখর। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। জাতীয় দলে ছিলেন নিয়মিতই! ঘরের মাঠে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফির নতুন আসরেও দারুণ কিছু করতে মুখিয়ে আছেন তিনি।
ফখর বলেন, ‘সেরে ওঠার পর ঘরোয়া ক্রিকেট প্রথম চার-পাঁচটি ম্যাচ আমার জন্য কঠিন ছিল। মনে হয়েছিল কীভাবে খেলতে হয়, সেটাই যেন ভুলে গিয়েছি আমি। এখন আমি পুরোপুরি ফিট। দল ও নিজের জন্য চ্যাম্পিয়নস ট্রফিকে আরও স্মরণীয় করে রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।’
সাইম আইয়ুব না থাকায় ওপেনিংয়ে ফখরের সঙ্গী হতে পারেন বাবর আজম। ফখর বলেন, ‘আশা করি, ওপেনার হিসেবে ভালোই পারফর্ম করবে সে এবং আমার জন্য কাজ সহজ করে দেবে।’
এদিকে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। তবে কাল ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর সীমিত ওভারের দল থেকে বাদ পড়েন ফখর জামান। অবশ্য আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দলে ঠিকই তাকে ফিরিয়েছে পাকিস্তান। তবে এর আগে ফখরের বাদ পড়ার পেছনে নানান কারণ খুঁজতে থাকেন অনেকেই।
গত অক্টোবরে টেস্ট দল থেকে বাবর আজমকে বাদ দেওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করেন ফখর। এরপর অস্ট্রেলিয়ার সফরে তাঁকে ছাড়াই দল ঘোষণা করে পিসিবি। তবে অসুস্থতার কারণে দল থেকে বাদ পড়েছিলেন বলে দাবি বাঁহাতি এই ওপেনারের।
পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের সঙ্গে এক পডকাস্টে ফখর বলেন, ‘অসুস্থ যে কেউই হতে পারে। আমি হাইপারথাইরয়েডিজমে (থাইরয়েড গ্রন্থির রোগ) আক্রান্ত ছিলাম। যার ফলে ১০ কেজি ওজন কমে যায় আমার এবং মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। শুধুমাত্র এই কারণেই আমি দল থেকে বাদ পড়ি। অন্য কিছু নয়। এখন আমি পুরো ফিট।’
চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ফাইনালে অবিস্মরণীয় এক সেঞ্চুরি হাঁকিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন ফখর। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। জাতীয় দলে ছিলেন নিয়মিতই! ঘরের মাঠে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফির নতুন আসরেও দারুণ কিছু করতে মুখিয়ে আছেন তিনি।
ফখর বলেন, ‘সেরে ওঠার পর ঘরোয়া ক্রিকেট প্রথম চার-পাঁচটি ম্যাচ আমার জন্য কঠিন ছিল। মনে হয়েছিল কীভাবে খেলতে হয়, সেটাই যেন ভুলে গিয়েছি আমি। এখন আমি পুরোপুরি ফিট। দল ও নিজের জন্য চ্যাম্পিয়নস ট্রফিকে আরও স্মরণীয় করে রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।’
সাইম আইয়ুব না থাকায় ওপেনিংয়ে ফখরের সঙ্গী হতে পারেন বাবর আজম। ফখর বলেন, ‘আশা করি, ওপেনার হিসেবে ভালোই পারফর্ম করবে সে এবং আমার জন্য কাজ সহজ করে দেবে।’
এদিকে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। তবে কাল ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
১৭ মিনিট আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
২ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
৩ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
৫ ঘণ্টা আগে